কারো কারো সাধ্যের থেকেও মন থাকে বেশ বড়... !!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৮:১২:২৮ রাত

আমাদের আধিয়ার ( যিনি জমি দেখাশুনা করেন তাকে এখানে আধিয়ার বলে) হামিদুর চাচা! যিনি আমাদের জমি দেখাশুনা করেন! লোকটার মন মানসিকতা আমাকে মুগ্ধ করে বারবার!

প্রতিবার তিনি যখন ধান বিক্রির টাকা দিতে আসেন তখন আমাদের জন্য কিছু না কিছু খাবার আনেন! হয় বিস্কিট না হয় চানাচুর না অন্য কিছু! প্যাকেট নিয়ে ঘরে ঢুকেই তিনি ডাক দিবেন- ভায়া ( এখানে গ্রামে বাচ্চাদের ভায়া বলে- আমরা বুইড়া হইছি তাও বাচ্চা তার কাছে ) কুনঠে গেইলো? এইটা নে ! আমি বলি- সব সময় এসব আনতে হবে না কি? উনি বলবেন- কি হইছে আনিছু তে?

এরপর উনি শীতের সময় পিঠা খেতে আমাদের জন্য আটা নিয়ে আসেন! প্রায় ১০কেজির মত আটা দেন প্রতিবার! এরপর আমের সময় তিনি নিজের গাছের আম বস্তা ভরে দিয়ে যান! এগুলো দেয়ার জন্য তার সাথে আমাদের কোন বাইন্ডিং নেই তবু দেন!

আসলে কিছু কিছু মানুষের আন্তরিকতা মুগ্ধ করার মতই...

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380931
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৩৫
হতভাগা লিখেছেন : কারও কারও সাধ্য থাকলেও মন অনেক ছোট
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৫
315188
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : একদম ঠিক.........।
380938
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বড় মন এর মানুষগুলির জন্যই এই পৃথিবি বাসযোগ্য থাকে।
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৫
315189
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ঠিক বলেছেন! এরা আছে বলেই-----------
380946
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৩২
তবুওআশাবা্দী লিখেছেন : আপনার হামিদুর চাচার কথা পড়ে আমার লুৎফর মামা আর তাই ভাই মনজু মামার কথা মনে পড়লো | লুৎফর মামা আমার নানীর পাবনার সম্পত্তিগুলো দেখাশোনা করতেন | রক্তের কোনো আত্মীয় ছিলেন না | মন্জুমামা ছিলেন লুৎফর মামার ছোট ভাই | আমি নানীর বাড়িতে এদের দুইজনকে দেখেছি | নানীর বাসায় পাবনা থেকে এসে মাঝে মাঝে কয়েক মাস করে থাকতেন | হাট বাজার তখন উনারাই করতেন | মনজু মামাকে আমার নানীই পড়িয়েছেন | উনি এখন ব্যাংকে চাকুরী করেন | পাবনার সব মানুষই এরকম ভালো না আমাদের লুৎফর মামা আর মনজু মামা সারা পৃথিবীর দুজন শ্রেষ্ঠ ভালো মানুষ তা আমি এখনো জানি না | আমাদের বাসার চারদিক ভরে আছে গত একসপ্তাহে অবিশ্রাম ঝরে পড়া সাদা তুষারে | আমার এতদিন পরেও মনে হয় এই সাদা তুষারের চেয়েও বেশি সাদা মন ছিল মনজু মামার |আপনার লেখাটা পড়ে অনেক দিন পর আবার পেছনের অনেক কথা,লুৎফর মামা আর মনজু মামার কথা মনে পড়লো কেন যেন | ধন্যবাদ অনেক অনেক |
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৫
315190
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বাহ্‌ দারুন অভিজ্ঞতা! ভালো থাকুক তারা.........

380949
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ০১:০৮
দ্য স্লেভ লিখেছেন : এরকম মানুষ হারিয়ে যাচ্ছে। এক ধরনের বেহায়া,কৃপন,সংকীর্ণমনা মানুষ দ্বারা সেই স্থানটি পূর্ণ হয়ে উঠছে। মানে হল, রহমত উঠে যাচ্ছে
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৫
315191
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু এরকম মানুষেরা হারিয়ে যাচ্ছে...... আর আমরা যান্ত্রিক হচ্ছি...
380956
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ০২:০১
কুয়েত থেকে লিখেছেন : সাধ্যের থেকেও মন থাকে বড় অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৬
315192
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : শুকরান ভাই......।
380982
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:৪৬
আবু জান্নাত লিখেছেন : কিছু গরীব এখনো উদার মনের। ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:০৬
315193
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ঠিক বলেছেন.........
381000
২৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,,,

ভালো মনের অধিকারী হবার জন্য, ধনী বা দরিদ্রা হওয়া জরুরি না। ভালো একটা মন দরকার।
তবে কেউ কিছু দিতেই সে ভালো মনের আর না দিতে পারলে ই খারাপ মানুষ, এমন ভাবনা ও আমাদের মনে আসা উচিত নয়।
কিছু মানুষের সামান্য উপহারে ও আমরা খুসি হই আবার কিছু মানুষের বড় উপহারে ও আমাদের মন ভড়ে না।
যার আচার ব্যবহার, কথা বার্তা ভালো লাগে, দেখা যায়, তাদের কে ই আমরা ভালো মানুষ মনে করি। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File