গুম্প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার:জীবিত মানুষ ছিনতাই হয়ে নাই হয়ে যাচ্ছে-আবার এসেছে ফিরে ১৯৭৪ ......

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০১ মে, ২০১৪, ১১:৫৭:৩৫ রাত



আগে শুনতাম মানিব্যাগ, মোবাইল আর মসজিদের জুতা ছিনতাই কিংবা ছুরি হয়।

এখন দেখছি জীবিত মানুষ ছিনতাই হয়ে নাই হয়ে যাচ্ছে।

এ কোন বাংলাদেশ ভাই?

আমরা কী পাকিস্থানীদের হটিয়ে এ রকম চেয়েছিলাম?

আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম?

ঘুমাও স্বার্থপরেরা ও মাথামোটা- জ্ঞানপাপী-দালালেরা, যারা মনে করছ আমিতো ঠিক আছি, আমারতো কিছু হয়নি!!!

আরে মরবি যখন একটু চিল্লান দিয়া মর !!!

বলো হাসিনা নিপাত যাক

আইনের শাসন চাই

খুনি হাসিনার বিচার চাই

আমরা মুক্তি চাই

আমরা সাধীনতা চাই।

ওহে বাংলাদেশ!!!

আওয়ামি- জাহেলিয়াত থেকে মুক্তি কি চাও তুমি?

তবে গর্জে উঠো,

হুঙ্কার ছাড়ো,

আওয়াজ দাও

আর ঘুমিওনা

ডাকাত পড়েছে গ্রামে, জেগে উঠো গ্রামবাসী .....

মুক্ত করো জাতিকে আর বলো.....

জয় বাংলাদেশ ।

আবার এসেছে ৭৪

হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ।

আবারো কী আসবে ১৯৭৫????

‘দু-একদিনের মধ্যে বড় কিছু দেখতে পাবেন’

- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

হুম জানি সেটা কী! আপনার চেয়ারে হাসিনার পা-চাঁটা অন্য কেউ।

-দেশবাসি

আজ যদি তারেক-ককোর মামলার কাগজ পত্র শুধু এক টেবিল থেকে আরেক টেবিলে যেত, কিংবা জামায়াত-শিবিরের কোন বিষয় হতো তাহলে দেখতেন কয়েকদিনের হরতাল চলে আসতো।

হরতালকে সবসময় সমর্থন দেয়া যায় না, কিন্তু......

আজ যদি বিএনপি কিংবা ১৮ দল হরতাল ডাকতো নারায়ণগঞ্জের ৭ অপহরণ ও নদীতে ভাসমান লাশের প্রতিবাদে, তাহলে দেশের সর্বস্তরের জনগণ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতো আর সেটিই হতো দলীয় স্বার্থের উপরে উঠে দেশ ও জণগণের জন্য রাজনীতি।

আল্লাহ চান জাতিকে মুক্ত করতে,

কিন্তু বিএনপি চায় শুধু ক্ষমতা ।

আসুন সকল অন্যায়ের জোড়ালো ও অর্থবহ প্রতিবাদ করি, সবসময়।

চরম খারাপ আওয়ামিলীগ ও হাসিনার বিপরীতে চরম ভালো একদল লোক যতক্ষণ না এগিয়ে আসবে দেশ ও ইসলাম রক্ষায় ততদিন আল্লাহ জালিমের জুলুম থেকে মাজলুমদের রক্ষা করবেন না। এটাই আল্লাহর সুন্নাত।

আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করিনা,

এই সুযোগে অবৈধ যালিম শাসক তার সিংহাসন টিকিয়ে রাখতে যাতে কেউ টু শব্দটিও না করতে পারে- গুম এবং খুন চালিয়ে যাচ্ছে।

তবে আর খুব বেশী দিন নয়...... ইনশা আল্লাহ।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216323
০২ মে ২০১৪ রাত ১২:১৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : ইনশাআল্লাহ।
০২ মে ২০১৪ রাত ১২:১৯
164444
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
216325
০২ মে ২০১৪ রাত ১২:১৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : যে অবস্থা..সিনেমায় দেখা কোন অরাজকতায় পূর্ণ কাল্পনিক এরিয়ায় বাস করছি মনে হচ্ছে!
০২ মে ২০১৪ রাত ১২:১৯
164445
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম আপনি ঠিকই বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File