তেতুল হুজুরই ভাল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২১:৪২ রাত

ম্যাডামঃ এই মেয়ে তুমি হিজাব পড়ে ক্লাস করছ কেন? তুমি জাননা হিজাব করা মেয়েদের আমার মনে হয় ক্ষ্যাত, পাকেট করা।

ছাত্রিঃ ম্যাডাম, আপনিও তো শাড়ি পড়েই পড়াচ্ছেন। আপনার প্যাকেটের সাথে আমার প্যাকেটের তো খুবি অল্প ডিফারেন্স। শুধু চুল আর হাতের।

ম্যাডামঃ শাড়ি পড়বনা মানে? কি বল এসব। তো ইজ্জত আর সম্ভ্রমের ব্যাপার আছেনা?

ছাত্রীঃ ঠিকি ধরেছেন ম্যাডাম। মুসলিমাহদের ইজ্জত আর সম্ভ্রম আপনাদের থেকে বেশি তো, তাই আরেকটু বেশি কাপড় পড়তে হয়। যার ইজ্জত যত কম তারা কাপড়ও তত কম।

ম্যাডামঃ তুমি কি জাননা হিজাব হছে পরাধীনতার প্রতিক। এখনই খুলে ফেল!!

ছাত্রীঃ ম্যডাম, কাপড় এর পরিমান যদি স্বাধীনতা আর পরাধীনতার মাপকাঠি হয়, তাহলে দেখা যাচ্ছে, আপনিও তো আমার থেকে খুব একটা বেশি স্বাধীন না। যদি স্বাধীনতার কথাই বলতে হয়, তাহলে ম্যাডাম আপনি পুরোপুরি স্বাধীন হয়ে আসুন। তখন বোধহয় আপনার মুখে স্বাধীনতার বুলি আরো বেশি মানানসই হবে।

ম্যাডামঃ তোমাদের এইসব কাপড় হোল মধ্যযুগীয়। আধুনিকতা বিবর্জিত।

ছাত্রীঃ দুঃখিত ম্যাডাম, আপনি আবারো একটি ইল লজিক উপস্থাপন করলেন। কাপড় দিয়ে যদি যুগের বিচার করতে হয়, তাহলে তো আদিম যুগের গুহাবাসিনিদের বোধহয় সবচেয়ে কম কাপড় ছিল। আর যদি আধুনিকতার প্রশ্ন তুলেন, তাহলে বলতে হয় বর্তমান কালেও বনে বাদাড়ে ঘুরে বেড়ানো অসভ্য জাতিরাই কম কাপড় এবং কিছু ক্ষেত্রে পড়েওনা।

ম্যাডামঃ উফফ, তোমার মত মস্তিষ্ক অবরুদ্ধ, অন্তঃসারশূন্য মেয়ের ক্লাস নেয়া আমার পক্ষে সম্ভব না। তোমার মত মেয়েদের ক্লাস নেবে তেঁতুল হুজুররা।

ছাত্রীঃ এতক্ষনে একটা উচিত কথা বললেন ম্যাডাম। হুজুররা ক্লাস নিলে বোধহয় আমাদের ক্যাম্পাসে এত ছাত্রী ধর্ষণ, নিপীড়ন আর হতোনা। ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বেলানোর সাহসও কেউ করতোনা। আর হুজুররা ক্লাস নিবে নাতো কি অমি পিয়ালরা নেবে?

-----

পুরোই কাল্পনিক বাৎচিত। কোন মৃত বা জীবিত ব্যাক্তির সাথে এই লেখা সম্পরকিত নয়। এই লেখা পড়ে কেউ ক্রনিক ডিসেন্ট্রি, ডায়রিয়া, ডায়াবেটিস সহ জটিল রোগে আক্রান্ত হলে লেখক দায়ী থাকবেনা।

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176840
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২০
শিকারিমন লিখেছেন : আপনার কি তেতুল হুজুর হতে মন চায় ?
চলে যান সোজা ......................
ধন্যবাদ আপনাকে।
176844
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৬
আইমান হামিদ লিখেছেন : "ছাত্রীঃ ঠিকি ধরেছেন ম্যাডাম। মুসলিমাহদের ইজ্জত আর সম্ভ্রম আপনাদের থেকে বেশি তো, তাই আরেকটু বেশি কাপড় পড়তে হয়। যার ইজ্জত যত কম তারা কাপড়ও তত কম"

ওয়েল সেইড ব্র
চমৎকার এন্টীথিসিস Good Luck
176845
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৬
সাদাচোখে লিখেছেন : আজকের যুগের ম্যাডামরা উপরদিয়ে ফিটফাট ভিতরদিয়ে সদরঘাট - আপনার এ বাত চিৎ তা আর একবার প্রমান করলো।

কোরান শরীফ এ আল্লাহ যে বলছেন - তিনি তাদের চোখ কান নাক ইত্যাদিকে অবরূদ্ধ করে দিয়েছেন - এ জাতীয় ইসলাম বিদ্বেষীদের কোন বিষয়ের রেশানালাইজেশান দেখলে আমার ঠিক তাই মনে হয় - মনে হয় এর বুঝিবা এক একটা মানুষিক ভাবে প্রচন্ড রকমের হ্যান্ডিক্যাপ এর শিকার।
176861
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বাহ ! অনেক সুন্দর করে উত্তর দিলেনতো ।
176867
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫১
ওরিয়ন ১ লিখেছেন :
176877
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩০
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি।
176885
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর সওয়াল জওয়াব তো!
176886
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৭
আহমদ মুসা লিখেছেন : লেখাটি পেইজবুকে কারো স্ট্যাটাসে পড়েছিলাম। তবে এতো সাজানো গোছানো ও সুন্দর বর্ণনা ছিলনা। আপনি তাতে রস দিয়ে আরো সুন্দরভাবে উপস্থান করলেন। ধন্যবাদ আপনাকে।
176894
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৯
রাইয়ান লিখেছেন : অসাধারণ ! Applause Applause Applause Thumbs Up
১০
176900
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মডার্ন ম্যাডাম নিজেই যদি ইয়ে পড়ে ক্লাস নিতে আসতেন!!!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১
176918
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ পিলাচ
১২
176944
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৩
176982
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
ঈগল লিখেছেন : ভালো লেগেছে।
১৪
176998
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫
177032
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আচ্ছা বাৎচিত হায়।
১৬
177086
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
হৃদয় আমার তলোয়ার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭
177192
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : উর্বর মষ্তৃষ্ক বলে কথা৷ জব্বর হুয়েছ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File