ঘরে তৈরী করুন হ্যান্ড স্যানিটাইজার
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ মার্চ, ২০২০, ০৯:৩৫:৩১ সকাল
কিভাবে ঘরে তৈরী করবেন হ্যান্ড স্যানিটাইজার ?
---------------------------------------------------
WHO(World Health Organization) এর দ্বারা সার্টিফায়েড ফর্মূলায় আপনাদেরকে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরী ফর্মূলা দেখাব। আমাদের জন্যে অতি জরুরী বিষয় হল হাত পরিষ্কার রাখা। মনে রাখবেন, এই হ্যান্ড স্যানিটাইজার ছাড়াও আপনি যে কোনো সাবান দিয়ে হাত ধুলেও চলবে। সবচেয়ে বেশী জীবানু ধ্বংস করে ব্লিচিং ম্যাটেরিয়ালস, যেমন ব্লিচিং পাউডার,লিকুইড ব্লিচিং ইত্যাদী। আরও ভালো হয় যদি আপনারা থালাবাসন,কাপুড় পরিষ্কার করা ডিটারজেন্ট পাউডার অথবা লিকুইড ব্যবহার করেন। আমেরিকার হেল্থ অর্গানাইজেশনগুলো কাপুড় কাচা ডিটারজেন্ট পানির ভেতর দিয়ে সেটা দিয়ে হাত পরিষ্কার করতে বলে। এবং এটা কাজ করে।
হ্যান্ড স্যানিটাইজারের সূত্র:
১. ৯৯% বিশুদ্ধ এ্যালকোহল। এটা আপনারা ঢাকা শহরের ওষুধের আমদানীকারকগন,পুরান ঢাকায় খোজ করলেও পাবেন। দেখতে সাদা পানির মত। একটা পাত্রে এটা দিবেন এক কাপ।
২. হাইড্রোজেন পার-অক্সাইড, এটা মাউথ ওয়াশ হিসেবেও ব্যবহৃত হয়। এটা নিবেন ১ টেবিল চামুচ। এবং ওই পাত্রে ঢালবেন।
৩. ১ চা চামুচ গ্লিসারিন ওই পাত্রে ডালবেন।
এবার পাত্রের মুখ বন্ধ করে হালকা ঝাকাবেন। তৈরী হয়ে গেল। এবার বোতলে ভরে ব্যবহার করুন। ভালো হয় যদি ছোট স্প্রে বোতলে ভরেন। এটা আপনার হাত বা চামড়ায় লেগে থাকা জীবানু বিশেষ করে কোভিড-১৯ বা করোনা ভাইরাস দূর করবে। হাতে নিয়ে দু হাত ডলাডলি করবেন, তাতেই চলবে। এরকম তৈরী করে ছোট একটা বোতল সাথে রাখুন।
https://www.youtube.com/watch?v=I-e9AEaz0FQ
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন