''নাফ নদীর তীরে বিশ্ব ইজতেমা ''

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ জানুয়ারি, ২০১৭, ০৮:৪০:৩২ রাত

নাফ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে ......... বার্মার নির্যাতিত মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে ও সাহায্য করতে সরকার ও ইজতেমায় আগত মুসলমানদের প্রতি ঈমানী দায়িত্ব সংক্রান্ত বয়ান চলছে ......... অত্যাচারিত বনি আদমের অধিকার রক্ষায় বার্মার সরকারের সমালোচনা ও বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে একজন ইমানদারের করণীয় কী- তা বিশদভাবে মুরুব্বীরা বয়ান করছেন ......... দেশে- ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে খারাপ কাজ যেমন গুম, খুন, হামলা, মামলা, যেনা, মদ, সুদ, ঘুষ, প্রভৃতি বন্ধে ও সৎ কাজের আদেশ ও এর প্রসার কল্পে ইমানদারের করণীয় সম্পর্কে বহুত জরুরী বয়ান চলছে............শিরক- বেদ'আত, মাজার পূজা, কবর পূজা বন্ধে ও এগুলো থেকে দূরে থাকতে ঈমানী জরুরী বয়ান চলতেছে............

এখনো যারা শরীক হন নাই, তারা দলে দলে শরীক হোন, যারা এখনো গাড়ী বা টাকা পয়সা দিয়ে এগিয়ে আসেন নি, জলদি আসুন......... দুনিয়া আখেরাতে বহুত ফায়দা হবে।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381288
১৪ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৪৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : উল্টা বললেন কি না !!
381297
১৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : নাফ নদী বা সাঙ্গু নদী যেটাই হোক না কেন ইজতেমাকে ঢাকা শহরের বাইরে নেওয়া উচিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File