"ব্যাবহারেই বংশের পরিচয়"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৪ অক্টোবর, ২০১৫, ০৯:৩৭:৩১ রাত



কথাটি আগের দিনে বাস, টেম্পু বা সিএনজি অটোরিক্সায় লেখা দেখতাম। হ্যাঁ আচার ব্যবহারেই বংশের পরিচয়। কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, যদিও টেম্পুর গায়ে লেখা থাকুক না কেন। আজ একজন নেত্রীর কথা শুনে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস কিংবা গণ ভবনের দেওয়ালে দেওয়ালে এই কথাটি লিখে দেওয়া উচিৎ। যদি তিনি একটু শিক্ষা নেন! যদি একটু ভদ্রতা শেখেন!

তার এই বাজে ও বিশ্রী মন্তব্যের কারণে হয়তো ক্ষমতা ছাড়তে হবে না, কিন্তু দেশবাসি আরেকবার তার সম্পর্কে সঠিক মুল্যায়নের সুযোগ পেল।

মানুষের ভাষা, কথা-বার্তা, আচার-ব্যাবহার প্রভৃতি তার চরিত্র, শিক্ষা- দীক্ষা ও বংশের পরিচয় বহন করে। দেশের সকল মিডিয়ার সামনে যেভাবে সাবেক একজন প্রধানমন্ত্রী বিরুদ্ধে তিনি নোংরা ভাষা ব্যাবহার করেছেন- এতে বরং স্বীয় চরিত্রই ফুটে উঠেছে। আর যারা তার এই মন্তব্যে খিলখিল করে হেসেছেন, মজা নিয়েছেন- সেই সব অন্ধ ও দলকানা কলম-সন্ত্রাসীদের থেকে দেশবাসি সজাগ রয়েছেন বলেই আমার বিশ্বাস। এরা সাংবাদিক নয়, দেশ বিরোধী স্বার্থবাদী দলীয় কর্মী।

তার বক্তব্যের লিঙ্কঃ

খালেদা আ.লীগে প্রেমিক খুজে পেয়েছে তাহলে ফালুর কি হবে : প্রধানমন্ত্রী

https://www.youtube.com/watch…

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File