"নইলে যে কোন অর্জনই অর্জন নয়"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৩ মার্চ, ২০১৫, ০৪:৩৯:২৬ রাত



আমাদের তরুণ ক্রিকেটাররা বাংলাদেশ কে বহির্বিশ্বে তুলে ধরেছেন অত্যন্ত দারুনভাবে।এতে আমরা দারুন খুশী অনেক বেশী উজ্জীবিত।আমাদের মনের যা অবস্থা তাতে, আমরা তরুণরা দেশের জন্য এবং দেশকে এগিয়ে নিতে এমন অনেক কিছু করতে পারি। আমরা আশাবাদী, স্বপ্নচারী।

এবার রাজনীতিবিদ ও শাসকগোষ্ঠীর পালা।জাতিসংঘ, ইইউ, আমেরিকা, ইংল্যান্ড সহ গোটা বিশ্ব বলছে-সংলাপে বসুন, নির্বাচন দিন।দেশের ভেতরেও সবারই একই কথা।

দেশবাসি আশা করছে- সরকার মুল্যবোধ, আইন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নতুন নির্বাচন দিয়ে দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে অগ্রণী ভুমিকা পালন করবে।

৪৪ বছর বয়স্ক আমাদের প্রিয় মাতৃভুমিতে-

কবে আমরা গণতন্ত্রে বিশ্ব দরবারে রেকর্ড করবো ?

কবে আমাদের রাজনীতিবিদগণ দেশপ্রেমের প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করবেন ?

কবে দুর্নীতি দূর হবে? কবে আইনের শাসন আলোর মুখ দেখবে ?

কবে মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য নিশ্চিত হবে?

কবে জ্ঞান- বিজ্ঞান, শিক্ষায়, উন্নয়নে, দারিদ্র বিমোচনে বিশ্বে রেকর্ড করবো আমরা ?

সেদিন-ই হবে প্রকৃত বিজয়।নইলে যে কোন অর্জনই অর্জন নয়।

বিষয়: বিবিধ

৭৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310597
২৩ মার্চ ২০১৫ সকাল ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : যেদিন আমরা আমাদের একমাত্র প্রভুকে সর্বোচ্য আসনে বসাতে পারব, প্রকৃত সাফল্য সেদিনই হবে৷
310654
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : যেদিন মানুষের মনে আল্লাহ্‌ ভীতির অনুশীলন হবে পুরোদমে সেদিন আপনার প্রশ্নের উত্তর মিলবে, ঘুছে যাবে হতাশা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File