"পণ্যের অফার, সীমাহীন ভোগ-বিলাস এবং আমাদের সুখ- শান্তি"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ৩০ নভেম্বর, ২০১৪, ১১:৪৭:০১ রাত



গত শুক্রবার ছিল Black Friday (Black Friday is the Friday following Thanksgiving Day in the United States (the fourth Thursday of November). Since the early 2000s, it has been regarded as the beginning of the Christmas shopping season in the US, and most major retailers open very early and offer promotional sales. মূলত আমেরিকায় পালিত হয়। কিন্তু ইদানিং ইংল্যান্ডেও এই দিনটি পালিত হয়ে আসছে।

বিবিসি'র রিপোর্ট- যেখানে সুপার স্টোর গুলো খোলার সাথে সাথেই শত শত ক্রেতা অফারে পণ্য কিনতে ভিড় জমায়। একপর্যায়ে তা চরম লুটপাটে পরিণত হয়। শপের স্টাফ এবং পুলিশ লুটপাট সামলাতে ব্যর্থ হয়। একটি দুটি নয়, বরং বহু শপে ঘটেছে এই ঘটনা। এটি ইংল্যান্ডের চিত্র। (https://www.facebook.com/video.php?v=10152430001642217&set=vb.228735667216&type=2&theater)

কিন্তু কী দেখছি আমরা?.........

১। পণ্য কেন্দ্রিক সুখ- শান্তির সীমাহীন ভোগ বিলাস নির্ভর লাইফ স্টাইল- এই ধারনার সৃষ্টি, লালন এবং জীবনের উপর চরম ও মারাত্মক প্রভাব তৈরি করেছে মূলত Globalization এবং Corporate Business Groups.



২। এই প্রক্রিয়ায় মিডিয়া তাদের প্রধান সহযোগী। যেমন iphone6 বাজারে আসার ৬ মাস আগে থেকেই মিডিয়ায় তারা প্রচারণা চালাতে থাকে। আর আমি-আপনি তা টিভিতে দেখছি। তারা এমন ভাবে ক্রেতাদের আকর্ষিত করবে যে iphone5 থাকা সত্ত্বেও iphone6 হাতে না থাকলে যেন হাল ফ্যাশনে বড়ই বেমানান। হাতে টাকা নাই, নো প্রবলেম; মহা দরদী Bank আমাকে-আপনাকে Credit দিতে রেডি হয়ে বসে আছে। এখন প্রয়োজন না থাকা সত্ত্বেও যেন iphone6/ Apple Latest Laptop কেনা জরুরী হয়ে গেছে। খেয়াল করে দেখুন এই Media, Corporate Business Groups এবং Bank একই সুত্রে গাঁথা, চরম লাভবান হচ্ছে তারাই; অথচ বাহ্যিকভাবে মনে হচ্ছে এরা আমাদের কত হেল্প করছে। পকেট খালি হচ্ছে আমার- আপনার।

৩। ৫০০০ টাকার জুতা অফারে দিচ্ছে মাত্র ২৫,০০ টাকায়, চলবে ৩ দিন। টিভিতে আমি-আপনি দেখছি লোভনীয় সেই অফারের আকর্ষণীয় বিজ্ঞাপন। এই মুহূর্তে জুতার কোন প্রয়োজন তথা চাহিদাই ছিল না। শপে যেয়ে কিনে ফেললাম ৩ জোড়া। তাহলে চলতি মাসে ৭৫০০ টাকার বাড়তি একটি চাপ পড়লো ইনকামের উপর। শুরু হয়ে গেল ধার- দেনা কিংবা বাজেটের ঘাটতি। শান্তি এলো ঘরে নাকি টেনশন এলো? কারণ এই মুহূর্তে জুতার কোন প্রয়োজনই যে ছিল না !

৪। যেখানে নিয়মের ব্যত্যয় ঘটবে সেখানে আশান্তি আসতে বাধ্য। এখানে সেটাই ঘটছে, কীভাবে? আসুন একটু হিসেব করে দেখি। অর্থনীতির স্বাভাবিক হিসাব হচ্ছে, চাহিদা না থাকলে পণ্য/সেবা কিনবেন না এবং কৃত্রিম চাহিদাও তৈরি করবেন না। তাহলে income এর চেয়ে expanse কম হবে ফলে Savings বাড়বে ফলে সুখ- শান্তি বিরাজ করবে। কিন্তু পণ্য কেন্দ্রিক সুখ শান্তির লাইফ স্টাইল, Globalization, Media এবং Corporate Business চক্র কি আমাদের সেই সুখ দিচ্ছে?

৫। সর্বোপরি এই লাইফ স্টাইল আমাকে-আপনাকে মুল্যবোধ এবং ধর্মীয় জীবন থেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসছে। অল্পতে তুষ্ট থাকা, প্রতিকূল পরিবেশ সামাল দেবার মানসিকতা এবং গরীব ও প্রতিবেশির প্রতি দানশীলতা প্রভৃতি থেকে আমাকে আপনাকে বিরত রাখছে, কারণ দান করার ঐ টাকা দিয়ে যে অফারে আরো কিছু পণ্য কেনা যায়- ফলে আমরা হয়ে উঠছি আত্তকেন্দ্রিক, লোভী এবং হিংস্র। আর সুখ- শান্তি ! সেটা না হয় আর উল্লেখ নাই করলাম।



বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290067
০১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৪
শারিন সফি অদ্রিতা লিখেছেন : Jazakallah khoir. A nice piece of writing
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
234058
রঙ্গিন স্বপ্ন লিখেছেন :
জাযাকাল্লাহ খাইর পড়ার জন্য
290141
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৪১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
234057
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহ খাইর
290181
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
প্রবাসী আশরাফ লিখেছেন : যথার্থই ব্যাখ্যা করেছেন...
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
234059
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহ খাইর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File