"শিরোনাম হীন"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৮ অক্টোবর, ২০১৪, ১১:০২:১৪ রাত



অপরাজনীতি কারণে যখন নারায়ণগঞ্জের ৭ খুন তখন সবাই তার সহমরমী হয়, আর অপরাজনীতির ফলে যখন জামায়াতের লোক মরে তখন নিন্দা জানাতে জামায়াত বিদ্বেষ কাজ করে। অপরাজনীতি যখন বিশ্বজিৎকে মারে তখন সবাই প্রতিবাদে ফেটে পড়ে, কিন্তু যখন ভিন্ন দলের একজন কর্মীকে দিনের বেলা লগি বৈঠা দিয়ে সাপের মত পিটিয়ে মেরে লাশের উপর চলে পৈচাশিক নৃত্ত, তখন খুনের পক্ষে চলে জাস্টিফাই।

বিষয়টা কী আসলে সেরকম? মানুষ......আগে মানুষ, তারপর রাজনৈতিক কর্মী। মানুষের মূল্যায়ন হয় না বাংলাদেশে, হয় শক্তির।

বিষয়টা অনেকটা " হামাস- ইসরাইল" যুদ্ধে পশ্চিমাদের নিন্দার মত অনেকের কাছেই। It is like that probe " To kill a dog give it a bad name" পাগলা কুকুর শুনেই সবাই ভয়ে অস্থির , কিন্তু এটি যে স্রেফ কুকুর, পাগলা নয় তা কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না । কারণ প্রচার হয়েছে খুব জোড়ে শুরেই। এই প্রবাদটিই তারা মানে খুনীরা ( দেশীয় ও আন্তর্জাতিক) ব্যাবহার করে আসছে। আমি রিয়ালিটি বুঝি, জামায়েতের সব কাজ আমার সমর্থন যোগ্য নয়। কিন্তু মিনিমাম গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার কী আছে? খুন করতে হবে কেন?

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279075
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৯
নিরবে লিখেছেন : একমত
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২০
222817
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
279106
২৯ অক্টোবর ২০১৪ রাত ১২:১৪
রেজাউল ইসলাম লিখেছেন : বিবেক মরে গেছে ভাই, কিন্তু আমি আতঙ্কে আছি, সমাজের ভালো মানুষগুলো যে মুখ খুলছে না, সেজন্য আল্লাহর গজব থেকে রক্ষা করবে কে?
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
223930
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, গজব আসলে ঐ ভালো মানুষেরাও রক্ষা পাবে না
279126
২৯ অক্টোবর ২০১৪ রাত ০২:৩৩
সন্ধাতারা লিখেছেন : Chalam. Valuable writing. Jajakallahu khair.
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
223931
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
223932
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
279182
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৭
মামুন লিখেছেন : ভালো লিখেছেন। ধন্যবাদ।
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
223933
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
279208
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
ইসলামী দুনিয়া লিখেছেন : জামাতের ভায়েরা তো দেখছি অপরাজনীতির সাথেই জড়িত। তাই তো অপরাজনীতির ছিটেফোটা লাগছে। যেমন অপরাজনীতি-
ত্বগুতী গণতন্ত্র।
ইসলাম বিরোধী সংবিধান।
কোরআন বিরোধী প্রচেষ্টা। (গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম)
ত্বগুত লিডারদের সাথে এক্যমত (সংলাপ)।
আরো অনেককিছু। কারণ কোরআন বলেছে, তোমরা অল্প অল্প করে ত্বগুতকে স্বীকার করে ত্বগুতদেরকে সনন্তুষ্ট করতে পারাবে না, যতক্ষন না পরিপূর্ণরুপে স্বীকার করো।
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
238109
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : দেখুন, ইসলাম ও ইসলামিক স্টেট Export-Import করার মত কোন বিষয় নয়।বরং ইচ্ছাকৃত ভাবে সেই দেশের বা অঞ্চলের মানুষ কর্তৃক তা মেনে নিতে হবে।
280353
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : দেখুন, দুনিয়া শব্দের আগে ইসলাম লাগালেই দুনিয়া ইসলামিক হয়ে যাবে না।

দেখুন, ইসলাম ও ইসলামিক স্টেট Export-Import করার মত বিষয়। ইচ্ছাকৃত ভাবে সেই দেশের বা অঞ্চলের মানুষ কর্তৃক তা মেনে নিতে হবে।

তাই জামায়াত যেমন সেই দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে, সাথে সাথে রাষ্ট্রীয় শক্তির কাছেও ম্যাসেজ পৌঁছে দিচ্ছে এবং মানুষের মন মানসিকতায় ইসলামিক সমাজের ধারনা তৈরি করছে।

রাজনৈতিক সংলাপ দাওয়াতি কাজের অংশ।

আপনার ভাষায় ঘোষণা দিয়ে এক রাতের মধ্যেই ইসলামিক স্টেট কায়েম করা সেটা মানশিক বিকার গ্রস্ততা।

আপনার জন্য ইরাক- সিরিয়ার আই এস আই এস খোলা হয়েছে যোগ দিতে পারেন।

আপনি, আপনার পরিবার সেই তাগূতি সরকারের আন্ডারে পড়ালেখা, চাকরী সবই করছেন কেন তাহলে?
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
238271
ইসলামী দুনিয়া লিখেছেন : প্রথম আমাদের দাওয়াতের নিয়ম জানা জরুরী। আপনি দাওয়াতের কথা বলেছেন। কিন্তু সেটা কিসের দাওয়াত? আল্লাহর নবী সা: মাক্কি জীবনে দাওয়াত দিয়েছিলেন, তাতে কি নির্যাতন না হয়েছিল তাদের উপর। আর আপনারা এতদিন খুব সুখেই দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু সমস্যা হল তখনই যখন আলীগের সামনে বাধা হয়ে দাড়ালেন। শুলু হল বিরোধীদের উপর নির্যাতন, তখন চিৎকার করা শুরু করলেন, ইসলাম গেল, ইসলাম গেল বলে। কিন্তু সত্যিাকার মুসলিমরা আগে থেকৈই বুঝতে পেরেছে যে, ইসলাম গেল। এজন্য তারা ত্বগুতের সাথে কোন রকম আপোষ না করে, ইসলামের কোন অংশ ছাড় না দিয়ে সুন্নতি তরিকায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে। সত্যিকার কথা বলার কারনে যদি আমি আই এস হই। তাহলে তো আপনাদের সবাইকে রাজাকার বলা অযোক্তিক নয়। আসলে বিষয়টা তা নয় বরং চোখের দলীয় চসমা খুলে ইসলামকে বুঝতে হবে। আপনি কি বলতে পারবেন? কোথায় এ পন্থায় ইসলাম কায়েম হয়েছে? যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, অধিকাংশই পথভ্রষ্ট। সত্যিকার দ্বীন বুঝার তাওফীক দান করুন। আমীণ।
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
238272
ইসলামী দুনিয়া লিখেছেন : প্রথম আমাদের দাওয়াতের নিয়ম জানা জরুরী। আপনি দাওয়াতের কথা বলেছেন। কিন্তু সেটা কিসের দাওয়াত? আল্লাহর নবী সা: মাক্কি জীবনে দাওয়াত দিয়েছিলেন, তাতে কি নির্যাতন না হয়েছিল তাদের উপর। আর আপনারা এতদিন খুব সুখেই দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু সমস্যা হল তখনই যখন আলীগের সামনে বাধা হয়ে দাড়ালেন। শুলু হল বিরোধীদের উপর নির্যাতন, তখন চিৎকার করা শুরু করলেন, ইসলাম গেল, ইসলাম গেল বলে। কিন্তু সত্যিাকার মুসলিমরা আগে থেকৈই বুঝতে পেরেছে যে, ইসলাম গেল। এজন্য তারা ত্বগুতের সাথে কোন রকম আপোষ না করে, ইসলামের কোন অংশ ছাড় না দিয়ে সুন্নতি তরিকায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে। সত্যিকার কথা বলার কারনে যদি আমি আই এস হই। তাহলে তো আপনাদের সবাইকে রাজাকার বলা অযোক্তিক নয়। আসলে বিষয়টা তা নয় বরং চোখের দলীয় চসমা খুলে ইসলামকে বুঝতে হবে। আপনি কি বলতে পারবেন? কোথায় এ পন্থায় ইসলাম কায়েম হয়েছে? যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, অধিকাংশই পথভ্রষ্ট। সত্যিকার দ্বীন বুঝার তাওফীক দান করুন। আমীণ।
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
238273
ইসলামী দুনিয়া লিখেছেন : প্রথম আমাদের দাওয়াতের নিয়ম জানা জরুরী। আপনি দাওয়াতের কথা বলেছেন। কিন্তু সেটা কিসের দাওয়াত? আল্লাহর নবী সা: মাক্কি জীবনে দাওয়াত দিয়েছিলেন, তাতে কি নির্যাতন না হয়েছিল তাদের উপর। আর আপনারা এতদিন খুব সুখেই দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু সমস্যা হল তখনই যখন আলীগের সামনে বাধা হয়ে দাড়ালেন। শুলু হল বিরোধীদের উপর নির্যাতন, তখন চিৎকার করা শুরু করলেন, ইসলাম গেল, ইসলাম গেল বলে। কিন্তু সত্যিাকার মুসলিমরা আগে থেকৈই বুঝতে পেরেছে যে, ইসলাম গেল। এজন্য তারা ত্বগুতের সাথে কোন রকম আপোষ না করে, ইসলামের কোন অংশ ছাড় না দিয়ে সুন্নতি তরিকায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে। সত্যিকার কথা বলার কারনে যদি আমি আই এস হই। তাহলে তো আপনাদের সবাইকে রাজাকার বলা অযোক্তিক নয়। আসলে বিষয়টা তা নয় বরং চোখের দলীয় চসমা খুলে ইসলামকে বুঝতে হবে। আপনি কি বলতে পারবেন? কোথায় এ পন্থায় ইসলাম কায়েম হয়েছে? যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, অধিকাংশই পথভ্রষ্ট। সত্যিকার দ্বীন বুঝার তাওফীক দান করুন। আমীণ।
283492
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৯
নাছির আলী লিখেছেন : সমাজের কিছু জ্হান বিক্রি হয়েগেছে তাই ন্যয় বনচিত সমাজ। ভালো লাগলো যাযাকুমুল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File