নির্বাচন ২০১৮ বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত ব্যাতিক্রম ধর্মী নির্বাচন

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৮:১১ সন্ধ্যা

আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে তা যে কোন বিচারে ব্যাতিক্রম ধর্মী নির্বাচন। এই নির্বাচনে এক পক্ষের জোর যার মূলক তার পলিসি অবলম্বন করার ফলে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্ট হয়েছে তার ফলে বিরোধী পক্ষ কৌশলগত কারনে নির্বাচনে থাকলেও তেমন কোন প্রচারনা চালাতে পারেনি যা বাংলাদেশের জনতা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে। ফলে এই নির্বাচন অন্যন্য নির্বাচনের ন্যায় বহু মাত্রিক না হয়ে দ্বি-মাত্রিক হয়ে পরেছে। দুইটি প্রতীক বা মার্কা মূলত নৌকা ও ধানের শীষ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে পরেছে। দুঃখজনক হলেও সত্য যে এই নির্বাচনে কোন দলের প্রার্থীর ব্যাক্তিগত যোগ্যতা তেমন কোন ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে না। এক তরফা প্রচারনার ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল জনগণ বোধ হয় এই নির্বাচনের বিষয়ে উৎসাহ হাড়িয়ে ফলেছে কিন্ত সবার ধারনাকে ভুল প্রমান করে ভোটাররা দলে দলে ভোট দেওয়ার জন্য তাদের দেশের বাড়ীতে চলে যাচ্ছে। জনতার এই ক্ষোপ কীভাবে বহি প্রকাশ ঘটবে তাই দেখার বিষয়। এক জুলুমের বিপক্ষ ভোট দিয়ে এই ক্ষোপর বহি প্রকাশ ঘটতে পারে। কিংবা ভোট দিতে না পারলে কিংবা তাদের ভোট কেউ কেরে নিলে গণ বিদ্রোহ মধ্য দিয়ে। কি ঘটে তা দেখার জন্য অপেক্ষে করতে হবে ৩০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।

বিষয়: বিবিধ

৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File