আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন !! পিলখানা ২৫ ফেব্রুয়ারি

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৭:১৪ রাত

আমিই বাংলাদেশ! আমার ডাক নাম লজ্জা!!

আমি বিশ্বজিত, আমি অভিজিত!

আমি নাদিয়া, আমি তনু, আমি রাজন!

আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র!

আমি অবিরাম বাংলার মুখ!

আমি লাল সবুজের কফিন!

আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন!

আমি পাতানো নির্বাচন!

আমি স্বাধীন দেশের পরাধীন জনগন!

আমি আন্তর্জাতিক 'নিরাপরাধ' ট্রাইবুনাল!

আমি শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক, রিজার্ভ চুরি!

আমি বাসে ধর্ষিতা মাজেদা!

আমি ছেলের সামনে ধর্ষিতা মা!

আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন!

আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ!

আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না!

আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ!

আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ!

আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায়

গরীব কর্মচারী!

আমি শিল্পী হয়েও স্তব্ধ আসিফ আর মনির খান!

আমি 'দৈনিক আমার দেশ, ইসলামিক ও

দিগন্ত টিভি'!

আমি শত্রু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!

আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্মার লঞ্চ ডুবি!

আমি গুম হওয়া ইলিয়াস,আযমী, আরমান আর হুম্মাম!

আমি সাগর-রুনির মেঘ!

আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর

ব্যাগ!

আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক

শিশু!

আমি শাপলা চত্বরের নির্মম গনহত্যা!

আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়!

আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে!

আমি অন্ধ, তাই আমার বিবেকের দরজা বন্ধ।

হে আল্লাহ্ মরার আগে পিলখানার (২৫ ফেব্রুয়ারি) সকল সেনা কর্মকর্তার হত্যার বিচার দেখে যাওয়ার তৌফিক দাও ....

বিষয়: আন্তর্জাতিক

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File