পাকিস্তানের সাথে যুদ্ধের নাম নিয়েই ভারতের লেজেগোবরে অবস্থা, ভারতের সাথে পাকিস্তানের আরো যুদ্ধ হয়েছিল

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৩:৪৪ রাত

পাকিস্তানের সাথে যুদ্ধের নাম নিয়েই ভারতের লেজেগোবরে অবস্থা, ভারতের সাথে পাকিস্তানের আরো যুদ্ধ হয়েছিল বড় দুটি যুদ্ধেই ভারতের সোচনিয় পরাজয় হয়েছিল। তার প্রতিশোধ নিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। ভারতের আবাল পোলাপান সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিলেও তাদের সরকার ও সেনাবাহিনীর অবস্থা নাজুক

কাশ্মীরের পুলওয়ামায় স্বাধীনতাকামীদের আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হওয়ার প্রেক্ষিতে ভারতের সরকার ও উগ্র জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বাজানো শুরু করে দিয়েছে,তাদের হম্বিতম্বি দেখে মনে হচ্ছিলো কালই বুঝি যুদ্ধ বাধিয়ে দিবে কিন্তু বাস্তবে ভারতের লেজেগোবরে অবস্থা

ভারতের লেজেগোবরে অবস্থা কেন বলছি বুঝার জন্য নিচে লক্ষ্য করুন

পুলওয়ামায় হামলাকারী সন্দেহভাজন দুইজন স্বাধীনতাকামীদের ধরতে গিয়ে একজন অফিসারসহ ৫ জন সৈনিক নিহত হয়,ভারতীয় সেনার হাতে ওইদিন দুই নিরীহ কাশ্মীরিও নিহত হয়

পাকিস্তানকে ভয় দেখানোর জন্য ভারতীয় বিমানবাহিনীর মহড়ায় দুই বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত ও দুইটি যুদ্ধবিমান বিদ্ধস্ত হয়

যুদ্ধের আগেই ভারতীয় সেনাবাহিনী সরকারকে সতর্ক করে দেয়,যে তাদের কাছে যে গোলাবারুদ আছে তা দিয়ে মাত্র ১০ দিন যুদ্ধ চালানো সম্ভব

ভারতীয় উগ্র জনতা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করতে গিয়ে নিজেরাই আগুনে পুড়লো

শুনা যাচ্ছে যুদ্ধের ভয়ে ভারতীয় সেনাবাহিনীতে ছুটি নেওয়ার হিড়িক চলছে,অফিসার থেকে সাধারণ সৈনিক,১০ হাজারেরও বেশি ছুটির দরখাস্ত পড়েছে যুদ্ধের ভয়ে

পাকিস্তানের কথা একটাই আক্রান্ত হলে পারমানবিক হামলা ওরা করবেই। আর এতেই দাদাদের পেট খারাপ হয়ে গেছে

ভারত শুধু বাংলাদেশকেই একাত্তরে সাহায্যের দোহাই দিয়ে তাদের মতো করে ব্যবহার করতে পারে। তাছাড়া ঐ পাড়ে চিন,পাকিস্তান ও নেপাল কেউ তাদের ছাড় দিয়ে কথা বলে না

ভারত লাফালাফি করলেও যুদ্ধ করার সাহস নাই। তাদের বাহাদুরী শুধু কাশ্মীর ও নিরিহ বাংলাদেশী মানুষদের সাথেই।

বিষয়: বিবিধ

৭৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386507
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৯:১২
আমি আল বদর বলছি লিখেছেন : ওরা বাংলাদেশের নিজের মনে করে প্রভাব কাটাতে চায়। ওরা মনে করেছিল পাকিস্তান ও মনে হয় বাংলাদেশের মতো নতো শিকার করবে কিন্ত পাকিস্তান মাথা নতো করার জাতি নয় এইকথা দাদা বাবুরা ভুলে গিয়েছে তাই নতুন করে মনে করিয়ে দিলো পাকিস্তান!
২৭ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৮:৪৯
318325
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য এবং মন্তব্য করা জন্য 1971 সালে তারা যা করেছে এর সাজা তারা একদিন পাবেই আমার মন বলে রা কয়েক টুকরো হবেই।
২৭ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:৪৮
318327
আমি আল বদর বলছি লিখেছেন : অলরেডি শুরু হয়ে গিয়েছে দাদা বাবুদের দৌড়া দৌড়ি। উচিত শিক্ষা দিচ্ছে পাকিস্তান!

সবসময়ই পাকিস্তানের জন্য শুভ কামনা
০৩ মার্চ ২০১৯ রাত ১০:৩৮
318336
কুয়েত থেকে লিখেছেন : ওরা রেন্ডিরা কয়েক টুকরো নাহওয়া পযন্ত বাংলাদেশের শান্তি ফিরে আসবে না। আপনাকে ধন্যবাদ
386517
২৫ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৭:৩৫
রাশেদ বিন জাফর লিখেছেন : ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৮:৫০
318326
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ও অসংখ্য ধন্যবাদ
386570
২১ মার্চ ২০১৯ দুপুর ১২:০৮
কুয়েত থেকে লিখেছেন : ফাযায়ালে আমলে এমন সব অাজগবী গল্প আছে,যা ...নিম্নে অথাৎ ফাযায়েলে আমলের কিছু ভুল গল্পের রেফারেন্স্ উল্লেখ করা হল.
মৃত ব্যক্তি কি কথা বলে?
জবাবঃ
#তাবলীগদের_কোরআন_ও_সুন্নাহ_বিরোধী_শির্কী _মনগড়া_গল্প_শুনুন। ফাজায়েল সাদাকাত 2 য় খণ্ড 280 পৃষ্ঠায় উল্লেখ আছে---
আবু আলি রোদবারি (রঃ) বলেন
ঈদের দিন একজন ফকির আসিয়া আমাকে বলিল যে এখানে কি কোন পরিস্কার জায়গা আছে যেখানে একজন ফকির মরিতে পারে? আমি ইহা বাজে কথা মনে করিয়া বলিলাম, ভিতরে এসো এইখানে এসে মর। সে ভিতরে আসিয়া ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িল ও মারা গেল। আমি তাহার কাফন দাফনের ব্যবস্থা করার পরে দেখিবার জন্য কাফন হটাইয়া দেখিতেই সে চোখ খুলিয়া ফেলিল। আমি তাকে বলিলাম মৃত্যুর পরেও জীবন?
সে বলিল আমি জীবিত ও আল্লাহর প্রত্যেক আশেকই জীবিত থাকেন।
আমি তোমায় কাল কিয়ামতে স্বীয় প্রতিপত্তিতে সাহায্য করিব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File