জান্নাত পেতে কে না চায় তবে জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালা যে আমলগুলো আমাদের করতে বলেছেন সে আমলগুলো আসুন আমরা করি

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ নভেম্বর, ২০১৬, ১১:৩৫:৪৬ রাত

জান্নাত পেতে কে না চায়। তবে জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালা যে আমলগুলো আমাদের করতে বলেছেন সে আমলগুলো আমরা করি কি? যদি না করে থাকে তাহলে আজই তাওবা করে নিচের এই দশটি আমল আসুন আমরা করি।

১। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন বস্তুর কথা বলব না, যার ওপর আমল করলে তোমরা অগ্রগামীদেরকে পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের ধারেকাছে আসতে পারবে না? আর তোমরা হবে সর্বোত্তম তাদের মধ্যে? তবে তারা তোমাদের মত হতে পারবে, যারা অনুরূপ আমল করবে। প্রতি নামাযের পর তেত্রিশবার সুবহানাল্লাহ বলবে, তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার আল্লাহু আকবার বলবে। আর একশত পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর।’ (বুখারী শরীফ, হাদীস-৭৯৮)

২। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর’ বলবে, সে দশজন গোলাম আযাদ করার সাওয়াব পাবে। তার আমলনামায় একশটি নেকি লিখে দেয়া হবে। তার গুনাহের খাতা থেকে একশটি গুনাহ মুছে দেয়া হবে। আর সেই দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত তাকে শয়তান থেকে নিরাপদে রাখা হবে। তারমত এমন উত্তম আমল কেউ করেনি, তবে সেই ব্যক্তি, যে তার চেয়ে বেশি পড়েছে। (বুখারী শরীফ, হাদীস-৩০৫০)

৩। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে একশত বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী বলবে, তার গুনাহসমূহ মিটিয়ে দেয়া হবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। (বুখারী শরীফ, হাদীস-৫৯২৬)

৪। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, দুটি বাক্য, মুখে উচ্চারণ করতে অতি হালকা, মিযানের পাল্লায় অতি ভারি, আল্লাহর কাছে অতি প্রিয়। ‘সুবহানাল্লাাহি ওয়া বিহামদিহী’ এবং ‘সুবহানাল্লাহিল আযীম’। (বুখারী শরীফ, হাদীস-৫৯২৭)

৫। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ বলা আমার নিকট অনেক বেশি প্রিয়। (মুসলিম শরীফ, হাদীস-৪৮৬১)

৬। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপর দশটি রহমত নাযিল করবেন।’ (মুসলিম শরীফ, হাদীস-৫৭৭)

৭। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, অধিকাংশ সময় রাসূলুল্লাহ (সাঃ) এই দুআ করতেন, ‘আল্লাহুম্মা আ-তিনা ফিদ-দুন-য়া হাসানাতান, ওয়াফিল আ-খিরাতি হাসানাতান, ওয়াকিনা আযাবান নার’। (বুখারী শরীফ, হাদীস-৫৯১০)

৮। হযরত আবু মুসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বললেন, হে আবদুল্লাহ ইবনে কায়স! আমি কি তোমাকে জান্নাতের খনিসমূহের একটি খনির সন্ধান তোমাকে দেব না? আমি বললাম, অবশ্যই দিন ইয়া রাসূলাল্লাহ সা.! তিনি বললেন, তা হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। (মুসলিম শরীফ, হাদীস-৪৮৭৫)

৯। হযরত শাদ্দাদ ইবনে আউস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, সমস্ত ইস্তেগফারের সর্দার হলো ‘আল্লাহুম্মা আনতা রব্বী, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানী ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস-তাতাতু, আউযু বিকা মিন শাররি মা ছনাতু, আবু-উ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবু-উ লাকা বিযামবী, ফাগফিরলী, ফা-ইন্নাহু লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা’। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে দিনের বেলা এটি পাঠ করবে এবং সন্ধার পূর্বে মারা যাবে, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। (বুখারী শরীফ, হাদীস-৫৮৩১)

১০। হযরত জুওয়াইরিয়া বিনতে হারেস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, আমি তোমার নিকট থেকে যাবার পর চারটি বাক্য তিনবার বলেছি। যদি উহাকে ওজন করা হয় তুমি এতক্ষণ যা বলেছ তার সাথে, তবে আমার তিনবার বলা চারটি বাক্যই বেশি ভারি হবে। ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আদাদা খলকিহী, ওয়া রিযা নাফসিহী, ওয়া যিনাতা আরশিহী, ওয়া মিদাদা কালিমাতিহী’। (মুসলিম শরীফ, হাদীস-৪৯০৫)

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379564
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:৪৫
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! ১ও৪ মোটামুটি নিয়মিত করি এখন থেকে অন্যগুলো ও করার চেষ্টা করব ! ইনশা আল্লাহ !
জাজাকাল্লাহ খায়ের ।
০৮ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:২৪
314253
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ তায়ালা সবগুলো পালন করার তাওফিক দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ
379565
০৮ নভেম্বর ২০১৬ রাত ১২:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ সুন্দর চিন্তা তৈরি করার মত লেখা উপহার দেয়ার জন্য।
০৮ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:২৬
314254
কুয়েত থেকে লিখেছেন : ওআলাইকুমআস সালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মন্তব্যদিয়ে উৎসাহিত কনান জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ
379566
০৮ নভেম্বর ২০১৬ রাত ১২:৩১
তবুওআশাবা্দী লিখেছেন : সাইয়্যেদুল ইস্তেগফারটিতে মনে হচ্ছে খানিকটা ভুল হয়েছে|হিসনুল মুসলিমে (79 নং দোয়া) তে এই দোয়াটি বলা হয়েছে এভাবে :
“আল্লাহুম্মা আনতা রব্বী লা- ইলাহা ইল্লা আনতা খালাকতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাততু আউযুবিকা মিনশার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবূ উ বিযামবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা- ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা”

আপনি লিখেছেন "ওয়া আবু-উ লাকা বিযামবী..."

অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটার জন্য |
০৮ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:২৯
314255
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারটাই সটিক আল্লাহ আমাদেরকে সত্যর প্রতিষ্টা রাখুন
379571
০৮ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৪
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallah for wonderful writing.
০৮ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:৩০
314256
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম আল্লাহ আপনাকে উত্তম প্রতিফল দান করুন আমিন। ভালো থাকুন আপনাকে ধন্যবাদ
379576
০৮ নভেম্বর ২০১৬ সকাল ০৭:২৩
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা ,ভালো লাগলো,ব্লগটা
বাঁচিয়ে রেখেছেন। চালিয়ে যান।

০৮ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৩
314257
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান কুরুন
379589
০৮ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২২
ইয়াফি লিখেছেন : কেউ যদি উপরের আমলগুলো করেন কিন্তু জীবনের বাকী দিকগুলো গুনাহতে লিপ্ত। এ অবস্হায় তার উপরোক্ত আমল কবুল হবে কি ?
০৯ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২২
314285
কুয়েত থেকে লিখেছেন : ভালো কাজের প্রতিদান ভালো মন্দ কাজের প্রতিফল মন্দ এটাই সভাবিক। ত্বওবা করলে মহান আল্লাহ ক্ষমা করবেন তিনি দায়াবান ও ক্ষমাশীল। আপনাকে ধন্যবাদ
379705
১৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১১
রাশেদ বিন জাফর লিখেছেন : ধন্যবাদ
১৪ নভেম্বর ২০১৬ দুপুর ০১:৫৭
314339
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File