সচেতন প্রয়োজন

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ০৫ অক্টোবর, ২০১৩, ০৯:৩৬:৫১ রাত

ভাইয়ার দোকানের একজন কর্মচারী "দেখতে তেমন একটা স্মার্ট নয় কিন্তু তার মনটা কত স্মার্ট" তার উক্তিতে বুঝা যায়। ভাইয়া ওনাকে কোক পান করতে দিল। ওনি ভাইয়াকে মামা বলে সম্বোধন করে। ওনি বলল মামা কোক খেয়েন না কোকের ভিতর অনেক খারাবি আছে। দেখুন অল্প শিক্ষিত হলেও কত সচেতন। আমি মনে করি সচেতন হওয়ার জন্য একাডেমিক শিক্ষার প্রয়োজন নেই। মহান রব্বুল আলা আমিন আমাদের কে যে বিবেক দান করেছেন সচেতন হওয়ার জন্য এটা ব্যাবহার করলে যতেষ্ট। আসুন আমাদের বিবেক কে একটু জাগ্রত করি।কোকাকোলা, পেপসি হল জনপ্রিয় কোমলপানিয়। কিন্তু জনপ্রিয় হলে কি হয়। আমরা মুসলমান তাই আমাদেরকে ভাবতে হবে যে, জনপ্রিয় বলেই আমরা গ্রহণ করতে পারি না। এই কোম্পানিদ্বয় ইহুদীবাদি ইসরাঈলের অন্যতম অর্থনীতি পৃষ্টপোষক আর ইসরাঈল প্রতিদিন আমাদের ফিলিস্তিনী ভাই বোনদের কে হত্যা করতেছে।আমাদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দস্ জবরদখল করে আছে। ফ্রন্সের বিজ্ঞানীরা কোকাকোলার মধ্যে এ্যলকোহল আবিষ্কার করেছেন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে কোকাকোলা পান করা আমাদের জন্য ঠিক কি না? Pepsi অর্থ (Pay each peso for saving Israel)। আসুন আমরা গণসচেতন বাড়ায়। এই দুই কোমলপানীয় ও তাদের অন্যান্য পোডাক্স বর্জনের মাধ্যমে আমাদের প্রতিবাদটুকু জানাই। এটি ই হতে পারে আখেরাতে আমাদের জন্য নাজাতের উসিলা। আল্লাহ আামাদের কে সচেতন হওয়ার জন্য তাওফিক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File