প্রাচীন ইদ্দিশ প্রবাদ

লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ০৮ নভেম্বর, ২০২১, ০৯:২৯:১৩ রাত



Der mentsh trakht und Gott lakht ("মানুষ পরিকল্পনা করে এবং ঈশ্বর হাসেন")।

এই প্রবাদটি যুগে যুগে পরিবর্তিত হয়েছে, কিন্তু বর্তমানটি বলে, "আপনি যদি ঈশ্বরকে হাসাতে চান তবে তাকে আপনার পরিকল্পনা বলুন।" সব সময় আমরা বর্তমানের খুটিনাটি বিষয় থেকে শুরু করে ভবিষ্যতের সকল পরিকল্পনা করছি। হিতোপদেশ (Proverbs)16:1 বলে, "মরণশীলরা বিস্তৃত পরিকল্পনা করে, কিন্তু শেষ কথা ঈশ্বরের।" আমার জীবনের অনেক পরিকল্পনা পরিবর্তিত হয়েছে কারণ আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনাকে বাতিল করেছে। আল্লাহকেও ধন্যবাদ , কারণ তাঁর পরিকল্পনা আমার পরিকল্পনা থেকে অনেক ভালো।

আপনার জীবনের জন্য আপনি যে পরিকল্পনাগুলি তৈরি করেছেন তা যদি ব্যর্থ হয় তবে হতাশ হবেন না। প্রার্থনা করুন এবং আল্লাহ আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা খুঁজুন। Jeremiah 29:11 , " প্রভু বলেছেন , কারণ আমি জানি তোমার জন্য আমার পরিকল্পনা আছে,"। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য তার যে পরিকল্পনা আছে তা জানেন। আমরা যা করছিলাম তা বন্ধ করার এবং তাঁর পরিকল্পনার জন্য জিজ্ঞাসা করার সময় এসেছে। যতক্ষন না আমরা এটা করব , ততক্ষণ পর্যন্ত আমাদের পরিকল্পনা ব্যর্থ হতেই থাকবে। আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে বহুগুনে ভাল ও বিশদ।

সূরা আনফাল (৮) আয়াত ৩০

.... তারা চক্রান্ত করে এবং পরিকল্পনা করে এবং আল্লাহও পরিকল্পনা করেন। কিন্তু সর্বোত্তম পরিকল্পনাকারী হলেন আল্লাহ।

বিষয়: বিবিধ

৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File