কোরান যথেষ্ঠ (১)

লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ২২ অক্টোবর, ২০১৮, ০৮:১৯:৩৫ রাত



- বিশ্বাসীদের জন্য এক প্রভুই যথেষ্ঠ , তিনি আল্লাহ। দিকনির্দেশনা ও ধর্মীয় বিধি নিষেধের জন্য একটি বই যথেষ্ঠ , সেটি কোরান।

প্রভু হিসাবে বিশ্বাসীদের জন্য যে এক আল্লাহই যথেষ্ঠ , তা আমরা জানতে পারি নিম্নের আয়াত থেকে , " আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন?..৩৯:৩৬" আল্লাহ একাই সবকিছুর স্রষ্টা এবং তিনি একাই সকলের প্রতিপালক , " হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করে?..৩৫:৩" এ কারনেই বিশ্বাসীদের জন্য প্রভু ও প্রতিপালক হিসাবে এক আল্লাহই যথেষ্ঠ হওয়া উচিৎ।

" বলুনঃ আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক?..৬:১৬৪"

একমাত্র প্রভু ও প্রতিপালক হিসাবে আল্লাহই যথেষ্ঠ হিসাবে মেনে নিলে , স্বাভাবিকভাবে (by default) বিশ্বাসীদের জন্য ধর্মীয় দিকনির্দেশনা ও আইনের জন্য আল্লাহর বই কোরানই যথেষ্ঠ হিসাবে মেনে নেওয়া ছাড়া গত্যান্তর নেই। " এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে। ২৯:৫১"

উল্লেখ্য , উপরের এই আয়াতে ২৯:৫১ না বোধক প্রশ্নোত্তরের মাধ্যমে আল্লাহ আমাদের পরিস্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে কোরানই যথেষ্ঠ এবং কোরানের বাইরে আর কোন কিতাবের প্রয়োজন নেই শুধু নয় , পরক্ষভাবে নিষেধ করছেন। একমাত্র কোরানই বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমত এবং এই রহমতের বইকে তিনি বোঝার জন্য সহজ করে দিয়েছেন (৫৪:১৭) , এই বইকে তিনি সকল পরিবর্তন পরিবর্ধন ও বিকৃতি থেকে কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন (১৫:৯)। এ বইয়ের শুরু আছে শেষ ও আছে , কিন্তু কোথাও কোরানের বাইরে মানুষের লেখা অন্য কোন বইকে অনুসরনের কথা বলা হয় নি। ভুল করা , ভুলে যাওয়া , অবাধ্যতা , স্বজনপ্রিয়তা , হিংসা দ্বেষ ইত্যাদি মানুষের স্বভাব। তাই কোন মানুষের লেখা বই ধর্মীয় দিকনির্দেশনা ও বিধি নিষেধের উৎস হতে পারেনা।

" আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন?..৩৯:৩৬" এই না বোধক প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদের নিঃসন্দেহে জানিয়েছেন যে , তিনি ছাড়া আমাদের আর কোন প্রভু নেই। তেমনিভাবে ,

" এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়? ২৯:৫১" এই না বোধক প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদের নিঃসন্দেহে জানিয়েছেন যে , কোরান ছাড়া বিশ্বাসীদের জন্য আর কোন কিতাব নেই।

বিষয়: বিবিধ

৬৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386039
২৩ অক্টোবর ২০১৮ রাত ১১:৪৩
আমি আল বদর বলছি লিখেছেন : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
386050
২৪ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : আমরা সংখ্যা গরিষ্ঠ দেশের নাগরিক যাদের ইমাম বা রাষ্ট্র পরিচালক বানিয়েছি তারা আল্লাহর আইন, তার ক্ষমতা, তার সার্বভৌমত্ত কিছুই মানেনা। আর আমরাও সুখে তাদের অধীনেই বাস রে যাচ্ছি। এমনই মুসলীম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File