ঈমান ও আমলের হিসাব-নিকাশ

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৪ এপ্রিল, ২০১৩, ০৭:৫৭:০৫ সন্ধ্যা

“ঈমান ছাড়া আমল মুল্যহীন আর আমল ছাড়া ঈমান ও মূল্যহীন”

কথাটি ছোট্ট হলেও এর ভাবার্থ ও মাহাত্ম অনেক অনেক বেশী । চলুন, দেখি একটি উদাহরণের মাধ্যমে জানা যায় কিনা ?

ধরি,

ঈমান = ১ এবং

আমল = ০

তো, আমরা যখন প্রতিদিন সকালে ঘুম থেক উঠে বলি, আলহামদুলিল্লাহ্‌ (অবশ্যই ঈমান সহ) তখন আমাদের নেকের হিসাব হবে, ১০ ; এরপর যখন ফজরের সালাত আদায় করি তখন হবে ১০০, বিসমিল্লাহ্‌ বলে নাস্তা শুরু ও আলহামদুলিল্লাহ্‌ বলে শেষ করলে, ১০০০০ । বাইরে বের হওয়ার সময় সালাম বিনিময় করে বের হওয়ার পর তা গিয়ে দাঁড়ায় ১০০০০০ এ । এরপর যখনই সালাত আদায় করি, সালাম বিনিময় করি বা যেকোন ভালো কাজ বিসমিল্লাহ্‌ বলে শুরু করে থাকি তখনই আমাদের খাতায় ০ ০ ০ ০ ০ ০ ০ ০ জমা হয়ে, হিসাব হতে থাকে ১০০০০০০০০০ ...... ১০০০০০০০০০০০০০০০০০০ ......... ১০০০০০০০০০০০০০০০০০ .............................. এবং একসময় তা একটি অর্থ পূর্ণ হিসাবে রূপান্তরিত হবে, ইন শা আল্লাহ্‌ । কিন্তু, আমার যদি ঈমান না থাকে তবে হিসাব হবে, ০০০০০০০০০০০০০০০০............ (যত শূন্যই হোক না কেন তার কোন সামনে ১ ছাড়া এর কোন মূল্য নেই), পক্ষান্তরে যদি ঈমান থাকে আর আমলের ধারে-কাছেই না যাই, তখন আমলনামা হবে, ১ (কোন শূন্যবিহীন) এবং আপাতঃদৃষ্টিতে এর কোন মূল্য নেই !!! আল্লাহু আলাম ।

সুতরাং, “ঈমান ছাড়া আমল মুল্যহীন আর আমল ছাড়া ঈমান ও মূল্যহীন” – (প্রমাণিত)

[ উদাহরণটি আমাদের মসজিদের খতিব সাহেবের কোন এক জুম্মার খুতবা থেকে নেয়া হয়েছ আর সহজভাবে বুঝার সুবিধার্থে বর্ধিত করা হয়েছে ]

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File