ধূপছায়ার পিছে

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৭ আগস্ট, ২০১৪, ১১:৩৫:২০ রাত



জাহেলীয়াত উদ্ভাসিত, কর্মযজ্ঞ জাতির ঘাড়ে চেপে

হুশ হারিয়ে! করছিনা কোনই কাজ যথার্থতা মেপে!

ভেবেও করিনা, করেও ভাবিনা, ভাবি আমিই ঠিক!

আমারি দোষে, আমারি পিছনে, দিক না যতই ধিক!

.

আমারি কথায়, আমারি কাজে কষ্ট পায় প্রিয় ভাই

বোধ হারিয়ে বলে বসি, নাহ! তবে কোন ছাড় নাই

কি হে বাপু! কোথা থেকে এসেছো, কি নাম-ধাম?

জানিস! আমি কত্ত জানি! এবার ব্যাটা তুই থাম!

.

দু’কলম শিখে, করতে চাস আমারি সাথে বাহাদুরি?

জানিস! ফুঁ-তেই উড়িয়ে দিয়েছিলাম কত জারিঝুরি!

কোন মাযহাবের অনুসারী তুই? কোন ফেরকার লোক?

কার শায়েখের মান বড় বেশী, আজই প্রমাণ হোক!

.

যেখায় এক মায়ের গর্ভজাত দু’ভাই হয়না কভু এক!

তথাপিও কামনা করি, সবাই হবে আমারি মত নেক!

সবাইকেই বোকা ভাবি, ভাবিনা আমি যে কত অজ্ঞ!

আমিই বড় জ্ঞানপাপী; জানিনা আমি, জানে পুরা যজ্ঞ!

.

ওমুক ভুলে আছে! তমুকের ঈমান-আমল ঠিক নাই!

আহা! যেন আমার হাতেই সব ঠিকাদারির ভার পাই!

কাঁথা গায়ে ঘরে বসে, আমি সাজি তাগড়া কোন বাঘ!

সত্যিকার ডাক আসলে বলি, ধুর! ওসব চুলোয় যাক!

.

ক্বুর’আন শিখি, হাদিস শিখি, শিখি দাওয়াতি পয়গাম

শিখিনা শুধু বাচন-আদব; আবেগের ঘরে দিতে লাগাম

আমি ও আমিত্বের চোরাবালি শৃঙ্খলে বন্দী হবো যদবদি

বন্ধ রবে প্রজ্ঞার সে দ্বার আর অন্তঃদৃষ্টি; শেষতক অবধি

____________________________________________________

রচনাকালঃ ০৭.০৮.২০১৪ ঈশায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252134
০৮ আগস্ট ২০১৪ রাত ০১:১৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো
১৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
199032
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল'হামদুলিল্লাহ! Happy Happy Happy
252313
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৩
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
১৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
199033
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : যাজাকাল্লাহ। সতত শুভেচ্ছা জানবেন Love Struck Love Struck
252441
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৫:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতার ছন্দে সত্যটা তুলে ধরেছেন। আমাদের দেশেও লোকজন যে এত মাযহাবের অনুসারী ব্লগে না এলে জানা হতনা। সমস্যা হল, আমরা ভুল জেনেও নিজে সংশোধিত হওয়ার চেয়ে অন্যকে উপদেশ দিতে বেশি পছন্দ করি। ধন্যবাদ আপনাকে Good Luck Star Good Luck
১৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২১
199035
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : To myself: Learn, Learn & Learn instead of acting as Learned Person.

Zajakillah, Dearest Apu Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File