কিভাবে করি সংজ্ঞায়িত!

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩১ আগস্ট, ২০১৪, ০৯:২৫:২৯ রাত



কিছু মানুষ কেবল দূর থেকেই ভালোবাসে, বেসেই যায়!

আর, শুধু কথ্য ভালোবেসেই ক্ষান্ত হয়না তারা!

পারলে যেন, হৃদয়পিন্ডের প্রতিটি কৌনিক মেরুকে ভেঙ্গে-চুরে গুড়ো গুড়ো করে হাতে ধরিয়ে দেয় -

ভালোবাসার মহাসমুদ্রের অতল গভীরতা প্রমাণে!

এ সম্পর্ক থাকে অবর্ননীয়, অপ্রকাশ্য, অপ্রতিরোধ্য -

আত্মার সাথে পরমাত্মার যোগসুত্রের বাঁধনে একাকার হয়ে

.

কিছু মানুষের ভালোবাসা পেতে ভালোবাসা দেয়া লাগেনা!

নিঃস্বার্থভাবে কোন কিছুর অবিনিময়েই তারা ভালোবেসে যায় চিরকাল

হেন সিঞ্চিত ভালোবাসা পেতে রক্তের বাঁধনের সাথে একীভূত হতে হয়না; হতে হয়না আপন কেউ!

লাগেনা কোন স্থান, কাল, পাত্র বা মহিমান্বিত সার্টিফিকেট

শুধু "ভালোবাসি তোমায়" এটুকুই যেন পরম আরাধ্য তাদের কাছে

আর কিচ্ছু চাইনা তাদের। না, কিচ্ছুনা! সত্যি বলছি!

.

কিছু মানুষ ভালোবাসে এবং নিখাদভাবেই ভালোবাসে

এটা প্রমানের জন্য নয় যে, দেখো! তোমাকে আমি কত্ত ভালোবাসি!

বরং এটা প্রকাশকরতঃ, আমি তোমাকে শুধুমাত্র এবং একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য ভালোবাসি

ভালোবাসি তোমায়; কিছু পেতে নয়, কিছু দিতে - উজাড় করে

সে দেওয়া যেন এক একটি মুক্তোর মালা গড়ে দেয় অবিরাম!

ইয়াকুত পাথর হয়ে মুকুটরুপে সুশোভিত হয় শির সন্নিকটে।

.

কিছু মানুষ যেন এ অদম্য ভালোবাসা মাঝেই প্রাণ পায়

খুঁজে পায় জীবনের যত সার্থকতা - অবগুন্ঠনে, অনিমেষ, অনিবার

অবিরাম চলে এ লুকোচুরি, যেন ভালোবাসার ঘরেই ভালোবাসার ছোট্ট সোনাদের সাথে খেলা করা

নেই কোন ছুটির ঘন্টা এখানে, নেই কোন অলস ক্ষন

প্রতিদিন, প্রতি বেলায়, প্রতি ঘন্টায় চলে এ ভালোবাসার মহড়া

যাতে লভিতে হয়না কোন প্রশিক্ষন, যেন নিজেই নিজের শিক্ষক!

.

কিছু মানুষ ভালোবাসার সুরম্য অট্টালিকা গড়ে তোলে দিনের পর দিন

যার সীমা-পরিসীমা নেই, নেই কোন দৈর্ঘ্য-প্রস্থের বালাই

তির তির করে নীল আসমান পানে উঠতেই থাকে সে রাজপ্রাসাদ, যেন মানবে না মানবীয় পরাজয়

সেখানে ইট-সুরকির প্রতিটি কনা-ই যেন এক একটি ভালোবাসার মতি

এ যেন দুরন্ত-দুর্বার বেগে ভালোবেসে যাওয়ার প্রতিযোগিতা -

যার শেষে পুরস্কারের আশা করেনা কেউ! কখনোই! ভুলেও!

___________________________________________________

রচনাকালঃ ৩০.০৮.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260213
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৭
কাহাফ লিখেছেন : অনেক সুন্দর উপস্হাপনা,জাযাকাল্লাহু খাইরান ভাই।
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
204056
হতভাগা লিখেছেন : আপনি যেভাবে প্রতিটা পোস্টে প্রথম কমেন্ট কারী হওয়া শুরু করে দিয়েছেন তা আমাকে ব্লগার চোথাবাজ , গেরিলা ও সুশীলের কথাই মনে করিয়ে দিচ্ছে।
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৬
204220
সাদিয়া মুকিম লিখেছেন : তা সঠিক বলেছেন ভাই!
260243
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
মামুন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে লেখাটি।
প্রানবন্ত এবং ভাষার শৈল্পিক নান্দনিকতায় ভরপুর!
অনেক আনন্দ পেলাম।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck
260257
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : চমত্‍কার প্রকাশভঙ্গি! ভালো লাগল। ধন্যবাদ লেখককে....
260487
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : মাশা আল্লাহ! আমি শুধু ভাবি কেমনে এত সুন্দর কবিতা লিখে যাচ্ছ? Day Dreaming আমার মাথা থেকে একটা লাইন, একটা শব্দ, একটা ছন্দও বের হয় না!!! Crying
সুন্দর লিখে যাও শুভকামনা রইলো! Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File