মির্জা আজমের আপন দুলাভাই জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে ধরিয়ে দেয়ার করনেই ক্রসফায়ার !!!

লিখেছেন লিখেছেন সোহাগ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২২:১৯ বিকাল

১. আওয়ামীলীগ নেতা মির্জা আজমের আপন দুলাভাই জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান।

২. শায়খ আবদুর রহমানকে আটক করতে মূল ভুমিকা নেয়া কর্নেল গুলজারকে র‍্যাব থেকে সরিয়ে বিডিআরে পাঠানো হয় এবংবিডিআর বিদ্রোহের নামে খুন করা হয়। খুন করার পরে কর্নেল গুলজারের মুখমন্ডল বিকৃত করে দেওয়া হয়। মনে হয় কারও ব্যাক্তিগত আক্রোশ ছিল কর্নেল গুলজারের উপরে।

৩. আজকের জেএমবি নাটকের প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার পরে টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হওয়া জেএমবির রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ওরফে রাসেলই ২০০৬ সালে ধরিয়ে দেন শায়খ রহমানকে।

তার মানে জেএমবি হলো আওয়ামীলীগের দুলাভাইদের দ্বারা গঠন করা জঙ্গী দল। আর এই দলের শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, বাংলা ভাইদের গ্রেফতারকারী ও গ্রেফতারে সহায়তাকারীদের ক্রমে ক্রমে বিভিন্ন নাটকের মধ্য দিয়ে হত্যা করা হবে !!!

আসলে আওয়ামীলীগই হচ্ছে জঙ্গী মাফিয়া দল। আর এই দলের নেত্রী হাসিনার দ্বারা সব ধরনের ভন্ডামী করা সম্ভব।

✔মৃত্যদন্ড প্রাপ্ত জেএমবির ভয়ংকর ৩জঙ্গীকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশ ছিল মাত্র ৩জন।অথচ এমন আসামীদের যখন কোথাও স্থানান্তর করা হয় তখন প্রিজন ভ্যানের পাহারায় থাকে পুলিশের এক্সটা গাড়ি। এবং কিছু স্থানকে চিহ্নিত করে সেসব স্থানে সাদা পোশাকের পুলিশ স্ট্যান্ড বাই রাখা হয়।

✔যদি গোপনীয় ভাবে জঙ্গী স্থানান্তর করা হয় তাহলে প্রিজন ভ্যান না মাইক্রোতে নিয়ে যাওয়া হয়।এবং নির্দিষ্ট দুরত্বে পুলিশ,ডিবি সতর্ক থাকে।

✔মিশন জঙ্গী ছিনতাই নাটকে ১০জনের মত অংশগ্রহন করেছে।বাহির থেকে গুলি হয়েছে।গুলি,ককটেলে ভ্যানের ভেতর থাকা পুলিশ মারা গিয়েছে।অন্য পুলিশ আহত হল অথচ ভেতরের জঙ্গীদের কিছুই হলনা!দুই পাশ থেকে হামলা হয়েছে নাকি!অথচ,সব গুলি ককটেল গিয়ে লেগেছে পুলিশের গায়ে!

✔ছিনতাই যাওয়া এক জঙ্গী কয়েকঘন্টায় আটক!বলা হচ্ছে,আটক জঙ্গীর সেভ আর নতুন জুতা দেখে পুলিশ বুঝে ফেলে পালিয়ে যাওয়া জঙ্গী।এভাবে ছিনতাই হলে কেউ সেভ করে নতুন জুতা পড়ে রাস্তায় বের হওয়ার প্রশ্নই আসেনা।

বিষয়: বিবিধ

১৬৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181978
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
সজল আহমেদ লিখেছেন : তথ্যবহুল পোস্টটা শেয়ার করার জন্য থ্যাংকস।
181981
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই মনে হচ্ছে
181983
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
হতভাগা লিখেছেন :
181987
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
সায়েম খান লিখেছেন : তার মানে পুরোটাই নাটক!

পুলিশ মারা গেল এটাও কি নাটক?

দুই পুলিশ গুলিবিদ্ধ হলো সেটাও কি সত্যিকারের গুলি ছিলোনা?

মৃত্যুকে বরণ করে নিয়ে আপনি কি এমন নাটক করতেন কখনো?
181995
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
নীল জোছনা লিখেছেন : তাকে কি দুজনেই তো জঙ্গি। দেশে জঙ্গিদের কোনো স্থান নেই।
182015
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
তহুরা লিখেছেন :
182031
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
182059
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
বিডি রকার লিখেছেন : অনেক সুন্দর কিছু পয়েন্ট , যথেষ্ট ভাবনার বিষয় ... Rolling Eyes Thumbs Down
182120
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে সবই নাটক।
১০
182224
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৪
প্রবাসী মজুমদার লিখেছেন : আওয়ামীলীগ নিয়ে কি বলবো। এত নোংরা দাগী, বেহায়া দল জীবনে আর দেখিনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File