হেরে যাওয়ার আগে ঈসরাঈল উম্মাদের মত আচরণ করছে!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ জুলাই, ২০১৪, ০৮:২১:৪০ সকাল



হামাস কমান্ডোদের ঈসরাঈলের অভ্যন্তরে বিহাইন্ড এনিমি লাইন" অপারেশন ঈসরাঈলের কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। গাজা ধুলায় মিশে গেলে ও এ যুদ্ধে ঈসরাঈলের জয় অসম্ভব! তাই অস্ত্র-বিরতিতে রাজী হবার আগে যতটা সম্ভব জিঘাংষা মেটাতে হামলে পড়েছে ঐ জারজ রাষ্ট্রটি। আজ একদিনে ফিলিস্তিনের ১২৮ জনকে হত্যা করেছে। গাজার একমাত্র পাওয়ার প্নানটি উড়িয়ে দিয়েছে। ধ্বংস করেছে একমাত্র স্যাটেলাইট টিভি চ্যানেল টি ও।

ঈসরাঈলের পক্ষে আর এ যুদ্ধ চালিয়ে নেয়া সম্ভব নয়। হামাসের কল্পনাতীত প্রতিরোধ, বিশ্বব্যাপি এবং নিজ দেশেই যুদ্ধের বিরুদ্ধে জনমত ব্যাপকভাবে ক্ষেপে উঠেছে। মনে হয় খুব সহসাই একটা অস্ত্র-বিরতি দেখবো। তবে হামাস যদি আরো কিছুদিন ইসারাঈলকে ফাঁদে আটকে রাখতে পারে তবে নিকট ভবিষ্যতে ঐ জারজ-রাষ্ট্রটি যখন-তখন আক্রমণ আক্রমণ করার সাহস পাবেনা।

অবশ্য ইতোমধ্যেই যে শিক্ষা ঈসরাঈলের হয়েছে সে ক্ষত বছরের পর ভোগাবে।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249432
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রচন্ড শক্তির অধিকারি হয়েও ইসরাইলি রা কখনই সম্মুখ যুদ্ধে আসবেনা।
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৪৩
193802
আহ জীবন লিখেছেন : সবুজ ভাই ঠিক বলেছেন।
৩০ জুলাই ২০১৪ রাত ১০:৩৯
193949
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : হামাস বা হিযবুল্লাহ্‌ কোন রাষ্ট্রীয় শক্তি নয়। তারপর ও ঐ মিলিশিয়া গ্রুপগুলুই ঈসরাঈলের প্যান্ট খুলে নেয়। পূর্ণ শক্তিধর কোন রাষ্ট্রের সাথে ঐ জারজটা এখন ফাঁফরের উপর টিকে আছে।
249447
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি কামনা করছি এই ইসরায়েলীদের উপর
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৪৬
193803
আহ জীবন লিখেছেন : আরেক জন হিটলার দরকার।
৩০ জুলাই ২০১৪ রাত ১০:৩৯
193950
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওরা কঠিন শাস্তি পেয়েছে ভবিষ্যতে পাবে, ইনশাআল্লাহ্‌
249469
৩০ জুলাই ২০১৪ সকাল ১১:৩৫
দ্য স্লেভ লিখেছেন : ইসরাইল অর্থনৈতিকভাবে লসকে ভয় পায়,সেটাই তাদের প্রাপ্তী। আর আমার মতে গাজার লোককে নিরাপদে সরিয়ে নিয়ে যুদ্ধ আরও খানিকক্সন চলা উচিৎ। তাহলে ওরা বুঝবে ক্ষতি কত ব্যপক। এপামের মুসলিমদের হারানোর কিছু নেই
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
193899
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ১০০% একমত। তবে মনে হয় এবার বেশ কিছুদিন চলবে। আজ হামাস বলেছে তারা আশা করছে লেবানন সাইডে হিযবুল্লাহ্‌ আরেকটা ফ্রন্ট খুলবে। এটাকে আমি বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File