সটটার্ম মেমোরি যে জাতির : রানাপ্লাজা , তারাতো ভুলবেই !!

লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ২৪ এপ্রিল, ২০১৪, ১১:৪৫:৪০ রাত

সত্যিই আমরা প্রগতিশীল এবং সার্বজনীন হয়ে উঠছি!!!

২৪ তারিখ ছিল রানা প্লাজা ধংসের ১ম বার্ষিকী , আমরা কি সেদিনের কথা ভুলে গেছি?? ভুলে গেছি চিকিৎসক সমাজের অবদানের কথা?? অবশ্যই ভুলে গেছি! না ভুলে কি পারা যাই?? সটটার্ম মেমোরি যে জাতির তারা তো ভুলে যাবেই! তাইতো আজ চিকিৎসকদের এতো হয়রানি!!

যাক সেকথা না হয় আর একদিন বলা যাবে কিন্তু যেকথা না বললে অতৃপ্তি থেকে যাবে তা হলো

১। প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হওয়া টাকা যা প্রায় ১২৭ কোটি তা কি হত - নিহত শ্রমিকঅথবা তাদের পরিবার পেয়েছে??

২। ক্রেতা সংগঠন গুলোর প্রতিশ্রুত ৪ কোটি ডলার কি সরকার পেয়েছে যা ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা ছিল???

৩। বিজিএমই কি প্রতিশ্রুতি রাখছে???

রানার প্লাজা ঘটনাতে দোষীদের কি কোন শাস্তির ব্যাবস্থা হয়েছে নাকি তারা জামায়ের আদরে আছে???

৪। হাইকোর্ট যে ক্ষতি পুরনের কথা বলছে যা প্রায় ১৪ লাখ টাকা করে প্রতি নিহতের পরিবারের জন্য তার কি কোন ব্যবস্থা হয়েছে???

৫। সর্বশেষ ,ভাই মোমবাতি জালিয়ে নিহতদের স্মরনে কি কোন ফাইদা আছে??? এই হাইব্রিড সংস্কৃতি বাঙ্গালী সংস্কৃতি নাকি এদেশে যারা বাস করে তাদের ধর্মীয় রীতি???

ভাইরে নিহত দের জন্য পারলে দুই রাকাত নামাজ পড়ে দোয়া কর কাজে লাগবে মৃত মানুষ গুলারে আর কষ্ট দিস না!!!

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File