অভিলাষী অন্তর

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ নভেম্বর, ২০১৯, ০৯:২৮:১১ রাত



ওগো দয়ার আধার...

ফুলের মতো সুবাসিত করো

জীবন আমার

ভোরের মতো পবিত্র করো

বাহির অন্তর।

Rose

কাশফুলের মতো শুভ্র করো

কর্ম আমার

বটবৃক্ষের মতো দরদী করো

বিনয় ঝর্নাধারার।

Rose

বাতাসের মতো প্রাণময় করো

অপূর্ব করুণার পাহাড়

জ্যোছনার মতো সফেদ করো

বর্ষণ হোক মণিমুক্তার।

Rose

বৃষ্টির মতো দয়া দান করো

হোক নব প্রাণসঞ্চার

জোনাকির মতো নূরানি করো

অপার বিস্ময়কর।

Rose

সবুজের মতো নির্মল করো

চিন্তা চেতনার

কোমল করো হৃদয় ভূমি

স্বপ্ন তরঙ্গমালার।

Rose

বরফের মতো শীতল করো

পুণ্য সততার

শিশিরের মতো মায়াবী করো

মহৎ আত্মার।

Rose

মোমের মতো নরম করো

নিখাদ সুখকর

রাতের মতো শান্ত করো

হোক প্রিয়তর।

Rose

শিশুদের মতো নিষ্পাপ করো

চিত্ত মনোমুগ্ধকর

কুসুমের মতো বিকশিত করো

পূর্ণ করো সৌন্দর্যভাণ্ডার।

Rose

আকাশের মতো উদার করো

গড়ো মহতী মিনার

চাঁদের মতো আলোকিত করো

দাও জ্যোতি হেরার।



মরিয়ম বানু

ইংল্যান্ড

২৮/১১/১৯

বিষয়: বিবিধ

৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File