ঐতিহাসিক বাবরী মসজিদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ নভেম্বর, ২০১৯, ০৩:৩৯:০৪ দুপুর
দগ্ধীভূত দাবানলে অবিরত জ্বলে বাবরী মসজিদের রায়
কি গভীর সঙ্কটে দিনরাত্রি কাটে মুসলিম কি বুঝে হায়!
কি অবান্তর! হয় ভাবান্তর মসজিদের নীচে মন্দির
বিচারকের বিশ্বাস করে উপহাস অন্তর হয় অস্থির।
কোন অধিকারে আইন অমান্য করে ভেঙে ছিল মসজিদ
এই রক্তাক্ত রায়ে পূর্ণ হল মোদী সরকারের অন্যায় জিদ।
পাঁচশত বছর ধরে নামায পড়ে সেথা লক্ষকোটি মুসলিম
আল্লাহ্র মসজিদ ভেঙে মন্দির গড়ে তারা নিশ্চয় জালিম।
অন্যায়কারী জুলুমবাজকে যারা প্রকাশ্যে মদদ যোগায়
ঘৃণিত হিসাবে বাঁচে যুগ যুগ ধরে ইতিহাসের পাতায়।
আত্মায় ধর থাকতে আল্লাহ্র ঘরের সাথে আপোষ নাই
মুসলিমদের হৃদয়ের স্পন্দন বাবরী মসজিদ ফেরত চাই।
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন