নষ্ট সমাজ! নষ্ট রাষ্ট্র!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০:১২ সন্ধ্যা

এই যদি হয় পরিণতি, অপরাধীর বিরুদ্ধে মানুষ এগিয়ে আসবে কী?

প্রাণের মায়ায় কী এভাবেই সবাই সব অন্যায় আর অত্যাচার মেনে নেবে?

'মানুষ 'নামের সার্থকতা জলাঞ্জলি দিয়ে কেবল প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে থাকার হীন চেষ্টা আর কত???

বুয়েটে 'আবরার 'কে যখন পিটিয়ে মারা হলো তখন সুশীল সহ অনেকেই অনেক হৈচৈ করেছিলেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় 'এলাকায় এই সেদিন ও এক ছাত্রকে চরম ভাবে নির্যাতনের খবর বেরোলো। না, এখন আর অনেককে এই সব 'ভয়ংকর 'অপকর্মের বিরুদ্ধে কথা বলতে, প্রতিবাদ করতে খুব একটা শোনা যায়না। হয়তো প্রতিবাদ করে কেউ আর 'ওদের 'হাতে মরতে চায়না। 'ওরা ' ও বুঝে গেছে যে 'ওদের 'এখন থামানোর বা 'উচিত বিচার ' করার কেউ নেই। কিন্তু সামান্য বিবেক যাদের আছে তাদের পক্ষে এসব মেনে নেওয়া যে বড়ই কষ্টের। এই সমাজকে 'সভ্য ' বলা অন্ততঃ আমার পক্ষে সম্ভব নয়। সত্য ন্যায়ের মাপকাঠিতে সমাজ এগিয়ে গেলেই তাকে যথার্থ 'অগ্রগতি ' বলা যায়। অন্যথায় 'অগ্রগতি ' ধরে নেওয়া বিবেচনা হীন মানুষের পক্ষেই সম্ভব।

http://www.newsbybd.net/newsdetail/detail/200/483059

বিষয়: বিবিধ

৮১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386815
০৫ ফেব্রুয়ারি ২০২০ সকাল ০৯:১৯
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০২০ দুপুর ০২:৩১
318457
চেতনাবিলাস লিখেছেন : আপনাকেও। ~:> 3:-O

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File