রাজাকার!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:২১:৪৫ সন্ধ্যা
"আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা,ক্রমিক নং ১১২ পৃষ্টা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৫ নাম্বার রাজাকার।
আমার ঠাকুরদা এড সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্থানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তাঁর সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
-ডা: মনীষা চক্রবর্তী
"মুক্তিযোদ্ধা-টু-রাজাকার" এবং "রাজাকার-টু-মুক্তিযোদ্ধা" বানানোর মেশিনটিতে কি কারিগরি গোলযোগ দেখা দিয়েছে?
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী।""
আসল কারণটি হচ্ছে ডাঃ মনীষা চক্রবর্তী এলাকায় বেশ জনপ্রিয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে নেমেছিল। তাকে পিটিয়ে জখম করা হয়েছিল। তাই তার বাবাকে হিন্দু হওয়া সত্ত্বেও রাজাকারের লিস্টে ভরে দিয়েছে !!
ইকবাল চৌধুরী।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন