জামায়াত ইসলামি ভিষণ ২০৩০
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ৩০ মার্চ, ২০১৯, ০৮:৩৬:০৯ রাত
আলহামদুল্লিহাহ বাংলাদেশ জামায়াত ইসলামি ২০১৯ সালে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্য।
হাজার বিপদ জুলুম নির্য্যাতনের পরেও এইদলটি তার কার্যকারিতা ঠিক ভাবে চালিয়ে যাচ্ছে। দৈর্ঘ্যে ১০ বছর জুলুম নির্য্যাতনের পরেও এই কাফেলা থেমে যায়নি।
#ভিষণ ২০৩০-
২০৩০ সালের মধ্যে জামায়াত ইসলামির প্রতিটি কমী রুকন সদস্য। একজন কমী প্রতি মাসে ৩জন কমী বানানো। এবং একজন রুকন প্রতি মাসে ৫জন কমী বানানোর কাজ করে যেতে হবে। প্রতি মাসে দুইবার একটি ইউনিট দাওয়াতি কাজে বের হতে হবে হিন্দু ও ও অন্যান্য ধর্মের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। এবং সামাজিক কাজ করতে হবে। নিজস্ব প্রকাশনা মিডিয়া ব্যবসা বাণিজ্য সাংবাদিক তৈরি করতে হবে।
মহিলা জামাতে নিজের পরিবারের আম্মু বোন কে মহিলা জামাত বা ছাত্রী সংগঠনের আয়ত্তে আনতে হবে।
নিজের পরিবারের সকল সদস্যকে ইসলামি আন্দোলনমুখি করতে হবে। কৌশল খাটিয়ে দাওয়াত দিতে হবে। বিশেষ করে জামায়াত ইসলামিতে তরুণ যুবকদের আনতে হবে। ব্যক্তিগত রিপোর্ট বই সব সময় পূরণ করতে হবে। বই বিলি রক্ত দান এইসব কাজ বারিয়ে দিতে হবে
২০৩০ সালের মধ্যে একটি ইসলামিক বিপ্লব ঘটাতে হবে বাংলাদেশের মুসলিমদের নিয়ে। এই লক্ষ্য সামনে রেখে প্রতিটি কমী রুকন কে এগিয়ে যেতে হবে সামনের দিকে......
আরও অনেক নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি আপনারা আপনাদের দায়িত্বশীল বা আমিরে জামাতের সাথে যোগাযোগ করুণ বিস্তারিত উনারা বলে দিবেন ইনশাল্লাহ....
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না জেনে ভুয়া বলছেন কেন?
মন্তব্য করতে লগইন করুন