কখন হবে সুবিচার, সাম্য ও নৈতিক মূল্যবোধের বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন আপেক্ষিক ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৬:৫৩ দুপুর

মুক্তিযুদ্ধের চেতনা/উদ্দ্যেশ্য ছিল শোষণমুক্ত,দুর্নীতিমুক্ত,বৈষম্যমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ।

আমরা কি তা পেয়েছি!

আমরা পেয়েছি

বিদেশী শোষণ থেকে দেশীও শোষণ।

বিদেশীপ্রভুদের দুর্নীতি থেকে দেশীও

দুর্নীতি।

দেশভিত্তিক বৈষম্য থেকে

দেশীয় অভ্যান্তরিন দলীয় ও ধর্মীয় বৈষম্য।

ধর্মীয় সাম্প্রদায়িকতা থেকে দেশ মুক্ত না হয়ে সাম্প্রদায়িকতা উচকে দেয়া হচ্ছে....

যুদ্ধাপরাধীদের শাস্তির নামে নিরপরাধ মানুষ হত্যার নৃত্যে শাহবাগের জাগরন, ভোটারবিহীন নির্বাচন ও বিরোধী মত দমনের দ্বারা ক্ষমতার চিরস্থায়ীকরণ কি এর সমাধান।

নাকি! হরতাল, অবরোধ,গাছতলার সমাবেশ এর সমাধান!

সমাধান তো আছেই!

যখনই এদেশে খাঁটি মুসলমান তৈরী হবে এবং তারা ইসলামি জীবনধারা নিজেরা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে তখনই প্রতিষ্ঠিত হবে সুশাসন,সুবিচার,সাম্য ও নৈতিক মূল্যবোধ।

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265209
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অপেক্ষার পহর গুনতেছি....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File