বৃষ্টির ছন্দে মাতাল হব

লিখেছেন লিখেছেন ক্লান্ত ভবঘুরে ২৮ মে, ২০১৪, ১২:১৯:৪১ রাত

বৃষ্টির ছন্দোবদ্ধ শব্দে মাদকতা মেশানো থাকে। ছোট বেলায় মায়ের ঘুমপাড়ানি গানের মত গভীর মাদকতা! বৃষ্টির শব্দে তাই আমার চোখে ঘুম নেচে উঠে, তন্দ্রার রেশে আমি বৃষ্টিতে আচ্ছন্ন হই। এই বদ্ধ কংক্রিটের নগরীতে বৃষ্টির মাদকতা মেলা ভার। এখানে বৃষ্টি হয় চুপিসারে, জানালার ফাঁক গলে দেয়াল বেয়ে ঝরা বৃষ্টির দেখা পাওয়া যায়। এখানে বৃষ্টির কোন শব্দ নেই, কোন গন্ধ নেই। জালানার থাই গ্লাসে জমে থাকা বৃষ্টিস্নাত পানি কিংবা রাস্তার মোড়ের জলাবদ্ধতাই এইখানে বৃষ্টির উৎকৃষ্ট প্রমাণ।

তাই বৃষ্টির দিনে আমি আজ বৃষ্টির ছন্দ খুঁজে বেড়াই। রঙহীন বৃষ্টির গন্ধের অপেক্ষায় থাকি। ছোট্টবেলার মত টিনের চালে বৃষ্টির শব্দ শুনে ঘুমাতে খুব ইচ্ছে হয় আমার। পিয়ানোর মত একটানা বেজে যাবে বৃষ্টির সুর আর আমি ঘুমের গভীরে হব মাতাল।

বাসার পাশে নতুন ফ্ল্যাটের কাজ চলছে। একফালি বাতাস আসার ফাঁকা জায়গাটাও বন্ধ হয়ে যাচ্ছে। বিল্ডিংটাকে তৈরি করতে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, রান্নাবান্নার জন্য উনারা একটা টিনের চালের খুপড়ি তৈরি করেছেন পাশেই। এখানেই রান্না করেন। হঠাৎ করেই স্মৃতির পাতায় মলিন হয়ে যাওয়া একটা পরিচিত শব্দ কানে বেজে উঠল। হ্যাঁ! বৃষ্টির শব্দ। মনে পড়ছে ছোট্টবেলায় গ্রামে টিনের চালে একটানা বৃষ্টি পড়ার শব্দ। একটা নষ্টালজিক অনুভূতি। কতদিন শোনা হয়না এই প্রিয় শব্দের সুর। অথচ প্রাণের গভীরে মিশে আশে এই ছন্দের আকুতি। আমার মনে হচ্ছে চোখের কোণে ঘুমের আহবান। পরম মমতায় কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আমি ছন্দের ঘোরে মাতাল হয়ে যাবার অপেক্ষায়। একটা গভীর ঘুম... মোহাচ্ছন্ন আমি...

কদিন পর বিল্ডিংটা ওঠে যাবে। সেই টিনের চালের খুপড়িটাও আর থাকবেনা। বৃষ্টির ছন্দও আর শোনা হবেনা বদ্ধ নগরীর যান্ত্রিকতার ভীড়ে। সেই মাদকতার ছন্দগুলি আবার স্মৃতিবদ্ধ হবে। প্রাণের ভেতরে হাঁসফাঁস করবে শব্দের অপমৃত্যু ঘটবে শহরের বদ্ধ দেয়ালে। ইশ! আর বুঝি হবেনা একটা মাতাল ঘুম!!!

বিষয়: সাহিত্য

২৪৫২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227217
২৮ মে ২০১৪ রাত ১২:২৬
ভিশু লিখেছেন : ভাইয়া, মাতাল হবেন ভালো কথা, কিন্তু রান্না-টান্না পারেন তো কিছু?! Worried খেয়াল কর্ছেন?, ব্লগে সবাইকে রান্না-বান্নার কাজে সাহায্য-সহযোগিতা-সহআর্ড়োওন্নেক্কিসু কর্তে বলা হইয়াছে! Rolling Eyes Day Dreaming
২৮ মে ২০১৪ রাত ১২:৪০
174090
ক্লান্ত ভবঘুরে লিখেছেন : ভাইয়া! ঘুমে মাতাল হব। তাই রান্না-বান্নার প্রয়োজন দেখছি না। Winking
জেগে থাকলে ভেবে দেখা যেত। :Thinking
২৮ মে ২০১৪ সকাল ০৭:৫৬
174133
সাফওয়ানা জেরিন লিখেছেন : ;Winking ;Winking ;Winking
227222
২৮ মে ২০১৪ রাত ১২:৪৪
নিশা৩ লিখেছেন : খুব মিস করি টিনের চালে বৃষ্টির শব্দ। না ঘুমে মাতাল হতে নয়। ভাললাগে ঘরে বসে ঝাল-মুড়ি খেতে। Happy Happy
২৮ মে ২০১৪ রাত ১২:৫৮
174091
ক্লান্ত ভবঘুরে লিখেছেন : ঝাল-মুড়ির জন্য না হয় আরেকবার বৃষ্টি হোক। Happy
227266
২৮ মে ২০১৪ সকাল ০৭:৫৬
সাফওয়ানা জেরিন লিখেছেন : ভালো লাগল । বৃষ্টির শব্দ শেষ কবে শুনেছি মনে নেই। তবে, ইচ্ছা করে শুনতে
227272
২৮ মে ২০১৪ সকাল ০৮:০৯
Sada Kalo Mon লিখেছেন : নগরায়নের প্রভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে টিনের চালের বৃষ্টির আওয়াজ! গ্রামের বাড়িতে গেলে শুনা যায়,এখানে কখন যে বৃষ্টি হয়ে গেল তাও টের পাওয়া যায় না। শুধু বাইরে বেরুলেই দেখা যায় যে রাস্তা-ঘাট ভিজে গেছে-তখনি বুঝতে সক্ষম হই যে আজকে বুঝি বৃষ্টি হয়েছে! অনেক ভালো লাগলো.। Thumbs Up Thumbs Up Thumbs Up
227288
২৮ মে ২০১৪ সকাল ০৯:০৮
egypt12 লিখেছেন : এভাবেই আমাদের অনুভুতি গুলো দিন দিন ভোতা হয়ে যাচ্ছে...সরলতার স্থান নিচ্ছে গরলতা :(
227337
২৮ মে ২০১৪ সকাল ১১:৫১
প্রবাসী আশরাফ লিখেছেন :


সপ্তম শ্রেনীতে পড়ার সময় আমরা ঢাকার তেঁজকুনীপাড়া ছেড়ে টঙ্গীর একটি গ্রামে এসে বসবাস শুরু করি। যে ঘরটিতে থাকতাম তার চারপাশ+চাল টিনের। ঝাপটা বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, ঝুম বৃষ্টি সবরকম বৃষ্টির শব্দে আচ্ছন্ন-বুদ হয়ে থাকতাম। এখন এই ইট-সিমেন্টের ইমারতে সেই সুখ খুঁজে পাইনা।

বৃষ্টিবিষয়ক আপনার এই অকৃত্রিম ভাললাগা ছুঁয়ে গেল আমার ভাললাগায়। ধন্যবাদ আপানর বর্ননাশৈলির উৎকর্ষতার জন্য। Rose
227355
২৮ মে ২০১৪ দুপুর ১২:২৯
আতিক খান লিখেছেন : কাব্যিক লেখা, ভাল লাগলো। ১। একটা টিনের শেড জানালার পাশে লাগিয়ে নিন অথবা ২।এখনকার বৃষ্টির শব্দ রেকর্ড করে নিতে পারেন, চালিয়ে দিয়ে মাতাল ঘুম। Winking Tongue
227403
২৮ মে ২০১৪ দুপুর ০২:০৪
বিন হারুন লিখেছেন : বাসা নিজের হলে ছাদের উপর একটা টিনের রুম তৈরি করুন. বৃষ্টি হলে সিম বিচি আগুনে পুড়ে লবনের মিশ্রণ দিয়ে উঠে চিবুতে থাকুন. আশাকরি গাল ব্যাথা না হওয়া পর্যন্ত ভাল লাগবে. আর বিচি চিবুতে চিবুতে গাল ব্যাথা হয়ে গেলে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়ুন (ফ্রি উপদেশ বাঙ্গালি বলে কথা) Tongue
227447
২৮ মে ২০১৪ দুপুর ০৩:২১
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ পিলাচ
১০
227536
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মুজিব সেনা লিখেছেন : ভাই আমি এখনও টিনের চালের নীচে ঘুমাই,কারন আমি থাকি সবচেয়ে নিরাপদ জায়গাতে "আল্লাহর ঘর"মসজিদের একটি রুমে। আর গ্রামেও আমার ঘর টিনের তাই আমার চেয়ে ভাল বৃষ্টির রিমঝিম শব্দ আর কেউ শুনে না এই যান্ত্রিক নগরীতে। Rose
১১
230855
০৫ জুন ২০১৪ সকাল ১১:৩২
আহ জীবন লিখেছেন : প্রবাসী আশরাফ ভাইয়ের মত আমিও আপনাকে দুটো লিঙ্ক দিচ্ছি, কি করবেন দুধের স্বাদ ঘলে মিটান।

youtube link

torrent link

আশা করছি ভাল লাগবে।

সাথে natura নামে একটা sound therapy soft আছে নেটে। শুনতে ভালই লাগবে।
১২
248919
২৮ জুলাই ২০১৪ রাত ১২:৩৭
বুড়া মিয়া লিখেছেন : ভয়াবহ শব্দের ঝংকার দিয়েছেন।
দারুন হয়েছে লেখা ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File