প্রেম-অপ্রেম

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২২ জুন, ২০১৪, ১১:৩০:৪২ রাত



চিঠির এখন ছুটি, এসেছে এসএমএস ভালোবাসা… হাতের আঙুল কেটে রক্ত দিয়েও নাকিএক সময় প্রেমিক-প্রেমিকারা চিঠি লিখত। কবুতরের পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দেওয়ার কাহিনীও শুনেছি। বইয়ের ভাঁজে লুকানো চিঠি, ভালোবাসার মানুষকে পৌঁছানোর রোমাঞ্চকর অনুভূতি গল্প-উপন্যাসে খুঁজে পাওয়া যায়।

এখন সে রোমাঞ্চ এসে থেমেছে ই-মেইল কিংবা এসএমএস-এ। প্রেমিক দু’শব্দের এসএমএস-এ প্রেমিকাকে জানিয়ে দিচ্ছে লাভ ইউ’! ব্যাস, খেল খতম।

ভালোবাসার প্রকাশ এখন 'বাংলালিংক প্যাকেজ’। ভালোবাসার কথোপকথনের নতুন নামকরণ হলো ‘মোবাইল ফোনে ফ্রী টক টাইম।’ যান্ত্রিক জীবন, গতিময় জীবনধারায়, আধুনিকতম ভালোবাসাবাসি। তবু জেগে থাকে প্রেম, বেঁচে থাকে ভালোবাসা!!!

জীবনানন্দ লিখেছিলেন- “এই প্রেমসব দিকে রয়ে গেছে আমাদের সবের জীবনে।” সত্যিই ভালোবাসা অবিনশ্বর, চিরজাগরূক।

তাই কখনো বদলে যায়না সন্তানের জন্য মায়ের ভালোবাসা, দেশের জন্যদেশপ্রেমীর ভালোবাসা।

অপরির্বতনীয় জীবনের জন্য মানুষের ভালোবাসাও। ভালোবাসা কারো একার জন্য ভালোবাসা নয়। এটা হলো সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসার। পরিবারের সবাইকে আরও বেশি করে ভালোবাসব। এবং সেইসঙ্গে ভালোবাসব পথশিশুদের।

যারা সুবিধাবঞ্চিত, পায়নি একটুও ভালোবাসা।

তাই জীবনকে ভালোবেসে বেঁচে থাকার স্বপ্নে বিভোর মানুষ প্রতিনিয়ত এগিয়ে চলুন সামনের পথে। আর মানব-মানবীর ভালোবাসা! দুর্লভ জীবনের অজানা রহস্যের মতো এভালোবাসাও রহস্যমণ্ডিত। সেই রহস্য থেকেই উচ্চারিত ধ্বনি -

‘ভালোবাসি, ভালোবাসি; সেই সুরে কাছে দূরে জলে-স্থলে বাজায় বাঁশি’।

বিষয়: সাহিত্য

১৩৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237687
২২ জুন ২০১৪ রাত ১১:৪৯
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ জুন ২০১৪ রাত ১২:০১
184236
মেহেদী জামান লিজন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File