মি:জাফর ইকবাল এবং অতপর.....

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ০৯ নভেম্বর, ২০১৪, ০১:২০:৩০ দুপুর

জনাব জাফর ইকবাল এর একটা লিখা পরলাম।তিনি মুক্তি যুদ্ধ আর যুদ্ধাপরাধী নিয়ে খুব গলা ফাটালেন।এক পর্যায়ে লিখলেন। সিলেটে একটা ফ্যাক্টরী হয়েছিলো সেখান থেকে তাকে আমন্ত্রন জানানো হলো ফ্যাক্টরী টা পরিদর্শন করার জন্য।ফ্যাক্টরীর ভেতরকার দেশীয় সরঞ্জাম দেখে তিনি আনন্দ পেলেন। কিন্তু পরিদর্শন শেষে যখন ভিজিটর খাতায় অনুভুতির কথা লিখে স্বাক্ষর করতে গেলেন।তখন দেখলেন সেখানে ফ্যাক্টরীর নিতিনির্ধারক দের মধ্যে মাওলানা মতিউর রহমান নীজামির স্বাক্ষর।সেটা দেখে জাফর ইকবাল চিন্তিত হয়ে পরলেন।আবার ভাবলেন এত বড় একজন অপরাধী সে আবার এ দেশে এত বড় ফ্যাক্টরী গড়ে তুলল!! যে লোক এই বাংলাদেশের বিপক্ষে ছিল সে আবার এত বড় ফ্যাক্টরী এ দেশে তৈরী করল!! অবাক হয়ে গেলেন।

জাফর ইকবাল কে বলছি...

আপনারা এ দেশের জন্য কি করেছেন।এ দেশের অর্থনৈতিক ভিত শক্ত করার জন্য কি করেছেন?

কয়টা “ইসলামী ব্যাংক” বানিয়েছেন?

কয়টা “ইবনে সিনা” বানিয়েছেন?

কয়টা “ইসলামী ব্যাংক ”হসপিটাল বানিয়েছেন?

কয়টা “দিগন্ত টিভি” বানিয়েছেন?

এমন হাজারো প্রতিষ্ঠান এই আদর্শীক মানুষ গুলো বানিয়েছে।

আর তোমার মতো জাফর ইকবাল রা শিক্ষকতার আড়ালে মেয়েদের সাথে নষ্টামী করে বেড়িয়েছ।

নিজের মেয়েকে মদ-সিগারেট খাওয়া শিখিয়েছ।

তুমি একটা পিচ্ছি বাচ্ছা ছিলা যুদ্ধের সময়,তুমি এত কিছু দেইখা ফেলছ!!আবার বুড়া হইয়া গেছ এখন ও তোমার সেটা মনে আছে!!

তোমার এটা মনে নাই যুদ্ধের সময় কুকুরের ডাক শুনে কয়বার বিছানা বিঝিয়েছ?

তুমি নাকি দেশের টানে আমেরিকা থেকে আইসা পরছ।

নাকি কুটনামি করার অপরাধে তোমারে ঘার ধইরা দেশে পাঠাইয়া দিছে?

এত যখন দেশের জন্য তোমার পরাণ জইলা যায়,তাইলে তুমি দেশের জন্য কি ঘোরার ডিম টা করছ?

এত বড় কম্পিউটার বিজ্ঞানি হইছ,তোমার কম্পানিতে কয়টা ইঞ্জিনিয়ার চাকরি করে?

এত দেশ প্রেমিক হইয়া দেশে অাইসা পরছ আমিতো ভাবছি তুমি দেশে আইসা “বাংলা মাইক্রোসফট” খুলবা। নইলে “জাফর আপেল” খুলবা।

তা না কইরা এখন দেখতাছি “জানালা” খুইলা “আপেল” খাইতাছ।

বিষয়: বিবিধ

৩১৪৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282563
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
প্রেসিডেন্ট লিখেছেন : ডিস্টার্ব করেন কেন? জাফর ষাঁড় আর তার মেয়ে চেতনা বিলুচ্ছে।





282565
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
হতভাগা লিখেছেন :
282579
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : thnk u so much... হতভাগা ভাই এবং প্রেসিডেন্ট
282583
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জীবন তো ক্ষনিকের তাই তিনি তা উপভোগ করে চলেছেন। পরকালে যদি হুরপরি কোনোটা না জুটে তাই এই অবস্থা আর কি
282629
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
লজিকাল ভাইছা লিখেছেন : উনি বড় মাপের একজন বিড্ডানি কিন্তূ উনি একটা আবাল, উনি বড় মাপের একজন চেতনাবাজ কিন্তূ যুদ্ধের সময় উনার চেতনা হাঁটুর নিচে নেমে গিয়েছিল।
উনি একজন মুক্তিযুদ্ধার ধারকবাহক কিন্তূ উনি যুদ্ধে যাওয়ার কথা ভাবতে ভাবতে ভারত পাকিস্তান যুদ্ধ করে দিল।
উনি সাহস করে রেজাকারের বিরুদ্ধে সাক্ষি দিতে যেতেন কিন্তূ শাহাবাগের তেঁতুল খেতে খেতে বিচার শেষ হয়ে গেল।
০৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
226085
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : ভালো লাগলো
282704
০৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্যাক্টরি টা তিনি বানান নাই কিন্তু তার চেতনাই বানাই ছিল!!!
০৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৩
226082
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : অনেক ধন্যবাদ
০৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৪
226083
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File