দাইউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না......

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:৫৯:৪০ রাত

দাইউস কে ?

যে ব্যক্তি তার পরিবারে আল্লাহর আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোন তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে সেই দাইউস ব্যক্তি। এক কথায় যে তার পরিবারে বেহায়পনার বাস্তবায়নে সন্তষ্ট ও পরিতুষ্ট.!

সফলতা তাদের ..........

যারা শত্রুদের অজস্র কৌশলের সামনেও নিজেকে পরাজিত হতে দেয়না ! বিক্রি করে দেয়না আল্লাহ্ কর্তৃক তাকে প্রদত্ত অমূল্য সম্পদ, ইয্যত ও আবরু। সর্বশক্তি দিয়ে মাড়ির দাঁতের ন্যায় আঁকড়ে ধরে রাখে নিজের ব্যক্তিত্ব, সতীত্ব ও সম্ভ্রমকে।

জাহেলিয়াতের মহা প্লাবনের মুখেও পালন করে আল্লাহর নির্দেশাবলীকে এবং বিরত থাকে নিষেধাবলী থাকে, এভাবেই সে স্বীয় অস্তিত্বের সাথে ধারণ করেছে আল্লাহর কিতাব ও রাসূলের (সাHappy সুন্নাহ এক এবং সমুন্নত রাখে ইসলামের পতাকাকে তারাই তো আসল সফলতায় অধিষ্ঠিত হবে !

রাসুলুল্লাহ বলেন যারা এরূপ ঘোষণা করবে ......

“আমার হাতে আছে চির সমুন্নত সংবিধান আল কোর’আন ও রাসূল (সাHappy সুন্নাহ্ যা আমাকে রক্ষা করবে সকল বিপদ থেকে। আর আমার হিজাব হল আমার ইয্যত, এ দুয়ের বদৌলতেই আমি হব বিশ্ব সভায় শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। তার জন্যই তার নবীর পক্ষ থেকে সুসংবাদ। "

_____________________________

আজ রাতে হাজার হাজার নারী দাইউসের খাতায় নাম লিখাবে মেলায় মেলায়, বৈশাখের শাখায় প্রশাখায় যাত্রার পেন্ডেল পেন্ডেলে ...............

মামাবাড়ি যাচ্ছিলাম.! বড় মামাবাড়ির পাশেই বড় বান্নি বসে।

নিজের চক্ষে দেখলাম কি বেহায়াপনা! আহারে....কি দুশ্চরিত্রার ছয়লাভ.....আর বেহায়া পুরুষ গুলো যেন কোৎ কোৎ করে গিলতেছে যিনা...নাউযুবিল্লাহ.!!

আমার ভেতরে ছিল এক কলেমা...

" আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিৎনাতুন্নিসা...."

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208021
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৬
চেতনাবিলাস লিখেছেন :
আপনার কথা গুলো ই ঠিক। ধন্যবাদ।
০৬ মে ২০১৪ দুপুর ০২:০৪
166192
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : যাযাকাল্লাহ...
208026
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫০
egypt12 লিখেছেন : :( :( :(
০৬ মে ২০১৪ দুপুর ০২:০৪
166193
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : Crying Crying
208096
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর লিখনী, বর্তমানে দাইয়্যূসের সংখ্যাই বেশী। এদের উপদ্রবে সমাজ আজ ছাড়খার।
০৬ মে ২০১৪ দুপুর ০২:০৫
166194
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : ঠিক!
208138
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : '' দাইউস কে ?

[b]যে ব্যক্তি তার পরিবারে
আল্লাহর আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোন তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে সেই দাইউস ব্যক্তি। এক কথায় যে তার পরিবারে বেহায়পনার বাস্তবায়নে সন্তষ্ট ও পরিতুষ্ট[/b].''

০ এই ''যে ব্যক্তি '' কি পুরুষরা না মহিলারা ?

০ '' তার পরিবারে'' - এই ''তার '' টাই বা কে সংসারের কর্তা না কি কর্ত্রী ?

''তার সংসার'' মানে সংসারে বসিং করার ক্ষেত্রে এখানে কাকে বোঝানো হয়েছে যেখানে এসব আচরনের ফলে তাকে দাইউস খেতাব লাভ করতে হবে ?


'' তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ''

স্ত্রী যদি তার পছন্দ মত এসব অনুষ্ঠান উপভোগ করতে না পারে স্বামীর দাইউস না হতে চাওয়ার কারণে - তাহলে সেই স্বামী কি তার স্ত্রীর কাছে উত্তম বলে বিবেচিত হবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File