২৫ ফেব্রুয়ারী'র ভাবনা

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৮:১৪ রাত

২৫ ফেব্রুয়ারী পিলখানা হত্যা দিবস। এবছর এই দিনেই বাংলাদেশে টি-২০ বিশ্বকাপের উদ্ভোধনী অনুষ্ঠান। এই উদ্ভোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সরকার ও বিসিবি'র কাছে আমাদের কিছু দাবিঃ

১) কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে।

২) পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে তোপধ্বনি দিতে হবে।

৩) এই অনুষ্ঠানে কোন নাচা-নাচি ও আনন্দ-ফুর্তি জাতীয় ইভেন্ট রাখা যাবে না।

৪) সঙ্গীত হিসেবে দেশাত্ববোধক গান পরিবেশন করতে হবে, সাথে ক্রিকেট নিয়ে রচিত গান পরিবেশন করা যেতে পারে।

৫) অনুষ্ঠান দিনের আলোতে হলে সেনাবাহিনীর সদস্যদের কুচকাওয়াজ, আকাশ থেকে প্যারাট্রুপার অবতরণ, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিমান বাহিনীর বিমান থেকে আকাশে রঙের প্রদর্শনী এর মতো ইভেন্ট রাখতে হবে।

৬) অনুষ্ঠান রাত্রে হলে সেনাবাহিনীর সদস্যদের কুচকাওয়াজ, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আঁতশবাজি প্রদর্শনী, লেজার শো'র মতো ইভেন্ট রাখতে হবে, যার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর গৌরবগাঁথা প্রকাশ পায়।

আপনাদের কাছে নাচা-নাচি ও আনন্দ-ফুর্তির পরিবর্তে এ জাতীয় আইডিয়া থাকলে প্রকাশ করুন। সকলে মিলে বিষয়টিকে সরকার ও মিডিয়ার নজরে আনতে পারলে কিছুটা হলেও পরিবর্তন আসতেও পারে।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173437
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
127013
জেরিন সরকার লিখেছেন : ধন্যবাদ
173447
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
হতভাগা লিখেছেন : জেরিন সরকারের প্রস্তাব কি আমলে আনবে হাসিনা সরকার ?
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
127017
জেরিন সরকার লিখেছেন : জেরিন সরকারের প্রস্তাব আমলে না আনলেও জনগন দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালে আমলে আনতেও পারে। ধন্যবাদ
173467
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
বুঝিনা লিখেছেন : প্রস্তাব শুনে আমি হাসি না, মনে আসে কান্না Crying সরকার কে তা কি জানা আছে ?? Nail Biting Nail Biting
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
127015
জেরিন সরকার লিখেছেন : জনগন দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালেও যদি সরকার আমলে না নেয় তবে সরকারের পরিচয়টা সেনাবাহিনীর কাছে আরও পরিস্কার হবে। Waiting
173471
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
নীল জোছনা লিখেছেন : নিশ্চয় ভালো পরামর্শ। ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
127016
জেরিন সরকার লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File