জাতির বিবেকের কাছে প্রশ্ন? ১৯৭১ সালে আসলেই কি যুদ্ধ হয়েছিল?

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ০৫ নভেম্বর, ২০১৪, ০৫:০২:৩৬ বিকাল

যুদ্ধ যদি হয়েই থাকিত প্রকৃত অর্থে তাহলে ৬৪ জেলার তথা ১১টি সেক্টরের আর কোথাও মানবতা বিরোধী অপরাধ হয়নি শুধু যেখানে জামায়াত নেতারা ছিল সেখানেই হয়েছে যুদ্ধাপরাধ?

‪#‎আসুন‬ একনজরে দেখি বাংলাদেশের কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল(view of BAL)?

মাওলানা মতিউর রহমান নিজামী= পাবনা

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী=পিরোজপুর

এটি এম কামরুজ্জামান=শেরপুর

আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ= ফরিদপুর

মীর কাশেম আলী=মানিকগঞ্জ

‪#‎এই‬ কয়টা জেলায় যুদ্ধ হলে আর বাকি জেলার মানুষ কি আঙ্গুলে ঘি লাগিয়ে আঙ্গুল চুষেছিল?

ভাবতেই অবাক লাগে যে জামায়াতের এত পাওয়ার কিভাবে পেয়েছিল।যেখানে ১৯৬৯-১৯৭৪ পর্যন্ত দল ছিল শুধুই আওয়ামীলীগ সেখানে অন্য দলের প্রশ্নই আসেনা।সন্দেহ থাকলে 4th amendment, the constitution of Bangladesh,1974 টা দেখুন।

এত বিচার করার কি দরকার?

এত টাকা অপচয় করার কি দরকার?

এত সময় নেয়া কি দরকার?

আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিবেন তো দিয়ে দেন?এত নাটোকের কি দরকার।আম গাছে কোনদিন জাম ধরেনা জানতাম কিন্ত এখন দেখি আওয়ামী ট্রাইবুন্যাল সেটাও পারে।

‪#‎আওয়ামীলীগ‬,আপনারা আপনাদের কফিনে শেষ পেরেক অনেক আগেই গেঁথে ফেলেছেন!আপনাদের পতন সময়ের ব্যবধান মাত্র!আপনাদের জন্য আফসোস হয় কারন আপনারা এতটাই কানা যে কোন কিছুই দেখতে পাননা।আপনাদের এমন পরিনতি হবে যা ১৫ই আগস্ট কেউ হার মানাবে।

শুধু বলছি শহীদদের রক্ত বৃথা যায়না।

বিষয়: বিবিধ

১৫৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281516
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
মাজহার১৩ লিখেছেন :
281522
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
পরবাসী লিখেছেন : সব জেলাতেই যুদ্ধাপরাধা হয়েছিল, ৩/৫ লাখ লোকও মারা গেছিল।

তাই বলে কি এদের বিচার করা যাবে না যদি এরা দোষী হয়।

আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিবেন তো দিয়ে দেন?এত নাটোকের কি দরকার

আপিল,আপিলের পূর্নাংগ কপি,রাষ্ট্রপতির ক্ষমা হেনতেন করে কয়দিন বেশী বাচার চেষ্টা করছেন আবার এই ধরনের কথা বলছেন,আপনাদের লজ্জা হওয়া উচিত।
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
225130
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : সব জেলায় যদি হয়ে থাকে, বাকিরা কোথায়? নষ্টদেরপিতা বলেছে ত্রিশলক্ষ মারাগেছে আপনি বললেন ৩/৫ লাখ মিস্টার পরবাসী Tongue Tongue Tongue Tongue কোথায় পেলেন আপনি এটা Praying Praying Praying
জামায়াতে ইসলামি যদি এই ধরনের চেষ্টা না করত, জাতী আজ যতটুকু জেনেছে সেটা কত্থেকে জানতে পেত, কিসের উপর উপরভিত্তি করে তাদের আজ ফাঁসি দিচ্ছে?
281542
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
চোরাবালি লিখেছেন : ইতিহাস বলে মানুষ বদলা নিয়ে থাকে সর্বদা, হয় সে নিজে অথবা তার বংশধর। অপেক্ষার পালা শুধু দেখবার, আমি না দেখলেই আমার সন্তানেরা দেখবে একসময় আসল অপরাধিরা যন্ত্রনাদায়ক শাস্তিতে মরবে।
281544
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
পরবাসী লিখেছেন : বাকীরা কোথায় তাদের কেন বিচার হোল না এর মানে তো এই না যে এরা দোষী হলে এদের বিচার করা যাবে না।

কথা হোল এরা দোষী কি না ? দেশের সর্বচ্চো আদালতে প্রমানিত এরা দোষী। কিভাবে নিশ্চিত হলেন এরা নির্দোষ (তাও সব নেতার ক্ষেত্রে,এমনও তো হতে পারে কেউ দোষী কেউ নির্দোষ)দলীয় নেতা বলেই নয় কি ?

না জেনে যেমন বলা যায় না উমুক যুদ্ধাপরাধী তেমনই না জেনে বলা যায় না উমুক নির্দোষ।

এই আদালতে আস্থার কারনে আপনারা আপীল করছিলেন,এখন রিভিও এর জন্য কাদাকাটি করছেন। আবার ফাসী হয়ে গেলে বলবেন "শাহাদাতের আকাংখা পূরন হয়েছে"।

৭১ সালে ৩/৫ লাখের বেশী মানুষ মারা যায় নাই এটা কমনসেন্স দিয়েই বুঝা যায়।
281566
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : যাদের বিচার হচ্ছে এরা ডাকসাইটে রাজাকার । এদের নেতৃত্বেই রাজাকার , আল-বদররা সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিদের সাথে ।

জননেত্রী বলেই দিয়েছেন , যুদ্ধাপরাধের বিচার একটা চলমান প্রক্রিয়া । এটা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ।

তার মানে এখনকার যারা কচি জামায়াত তারাও এই লিজেন্ডারী রাজাকারদের মত বিচারের আওতায় চলে আসবে ।

281664
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১০
আল সাঈদ লিখেছেন : দলকানারা আপনার উত্তরটা না দিয়ে নিজের গোড়ামির পরিচয় দিল। ভালো লাগলো
281679
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২২
কাউসার আরিফ লিখেছেন : একদিন সবার ভুল ভাঙ্গবেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File