ডাক্তার কসাই !

লিখেছেন লিখেছেন তরবারী ২৭ মে, ২০১৭, ০৫:৩৪:১০ সকাল

ডাক্তার যদি কসাইই হয়

বানাও তবে কেন ডাক্তার

হবে ইঞ্জিনিয়ার নয় ডাক্তার

কানে কানে কেন এ চিৎকার!

নিজের সন্তান বানাতে ডাক্তার

কত কসরত,মেহনত

এতোই বিষ থাকে যদি তাতে

কেন তবে এত মহরত!

ডাক্তার সে তো বিধাতা নয়

মানুষেরই এক সে অংশ

সে যদি পারতোই জীবন দিতে

তবে তার তো হতো না ধ্বংস!

তার মেয়েও যায়,মারা যায়

সেও হয় চির বন্ধ্যা

জীবনের মালিক হলে সে পরে

কাদতো না সকাল সন্ধ্যা।

সুস্থ জীবনে পুস্তিকা পড়ে

নিজেকে করে নিঃস্ব

তোমরা যখন ঘুমিয়ে তখনও

সে ঢালে তার সর্বস্ব।

টাকার উকিলেও নিয়ে আসে ফাঁসী

পুলিশের হাতেও মৃত্যু

ডাক্তার কেন বলির পাঠা

দিতে হয় কৈফিয়ত নিত্য!

আঙ্গুর না পেলে আঙ্গুর টক

এ কথা সবাই জানে

হেয়ালি বিবেকে এমন করে

এনোনা বিপদ টেনে!

কসাই কসাই কসাইয়ের হাতেই

বেঁচে ফিরেছে কত প্রাণ

কলমের খোঁচায় গালি দিয়ে তারে

করো না কো অপমান।

বিষয়: বিবিধ

৭৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383152
২৭ মে ২০১৭ সকাল ১০:৪১
হতভাগা লিখেছেন : ডাক্তারদের গালি দেওয়ার চেয়ে সহজ কাজ বাংলাদেশ নামক দেশে আর ২য়টি নেই।

কারণ উকিল, জজ বা পুলিশকে গালি দিলে যে ডান্ডার বাড়ি বা জেল হাজতে যেতে হবে।
সরকারী কর্মকর্তাকে গালি দিলে ফাইল প্যারালাইসিসে আক্রান্ত হবে ।
ব্যবসায়ী বা দোকানদারদের গালি দিলে না খেয়ে বা না পড়ে চলতে হবে ।

ডাক্তার দেখাতে দেশের বাইরেও যাওয়া যায়, রোগীর সাথে গিয়ে নিজেরও চেক আপ করিয়ে আসা যায় । কিন্তু মামলা হামলায় তো দেশীয় প্রোডাক্ট ব্যবহার না করে উপায় নেই । আর বাইরে থেকে তো হরহামেশা কেনা কাটাও করা যায় না।

ডাক্তারদের উচিত এসব রোগীকে খুব দ্রুত রেফার করে দেওয়া টারশিয়ারী লেভেলের হাসপাতালে বা বাইরের দেশে চিকিৎসার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File