স্বাধীনতা, তুমি আজ কেবলি লুটেরা শাসকশ্রেণীর বুর্জোয়া গণতান্ত্রিক শ্লোগান !

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ১৭ ডিসেম্বর, ২০১৩, ১২:২৩:২৫ রাত

যতবার স্বাধীনতা শব্দটা উচ্চারিত হয়

ততবার আমার কেবলি মনে হয় শহীদদের রক্তের সাথে প্রবঞ্চনা করা হয়েছে

যতবার স্বাধীনতা শব্দটা উচ্চারিত হয়

ততবার আমার কেবলি মনে হয় ৭১ এর চেতনার সাথে প্রবঞ্চনা করা হয়েছে

প্রবঞ্চনা করা হয়েছে মুক্তিযুদ্ধের চিরন্তন আকাঙ্ক্ষার সাথে

যখন সীমান্তে পাখির মত গুলি করে মারা হয়

আমারই দেশের খেটে খাওয়া জনতাকে

যখন ফেলানীর লাশের সাথে স্বাধীনতাকেও ঝুলিয়ে দেয়া হয় আমারই সীমানা জুড়ে

যখন আমারই শাসকগোষ্ঠী আমারই দেশের তেল-গ্যাস-খনিজের সাথে সাথে

স্বাধীনতাও তুলে দেয় লুটেরা বিদেশি বেনিয়ার হাতে

যখন আমারই শাসকগোষ্ঠী পুরা দেশকে পরিণত করে

বহুজাতিক কোম্পানির অবাধ লুটপাটের অভয়ারণ্যে

যখন আমারই শাসকশ্রেণী নির্লিপ্ত থাকে

আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির নির্বিচার পানি আগ্রাসনে

যখন দূতাবাসমুখী রাজনীতির রাহুগ্রাসে

আমারই দেশের পবিত্র ভূমি ভরে যায় দালালের আলখেল্লায়

আর পুরো শাসকশ্রেণীই হয়ে যায় সাম্রাজ্যবাদের নির্লজ্জ সেবাদাস

যখন বিশ্বব্যাংকের অঙ্গুলি হেলনে নিমিষেই পরিবর্তিত হয়ে যায়

আমারই দেশের প্রশাসন

যখন বিশ্বব্যাংক- আইএমএফের অবৈধ শর্তের বেড়াজালে

আবদ্ধ হয়ে পড়ে আমারই দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড

যখন উন্নয়ন সহযোগীদের নিওলিবারেল পলিসিই নির্ধারণ করে দেয়

আমারই দেশের সমস্ত রাষ্ট্রনীতি

যখন সমস্ত বাংলাদেশকে পরিণত করা হয় বৈশ্বিক পুঁজির প্রান্তিক ভোক্তা সমাজে

আর বহুজাতিকের পুঁজির বেদিতে বলি দেয়া হয় আমারই প্রাণের স্বাধীনতাকে

যখন অবিরাম লুটপাটের জাতীয়করণই হয়ে উঠে জাতীয়তাবাদের অপর নাম

যখন অবিরাম শোষণই হয়ে উঠে উন্নয়নের অপর নাম

যখন নির্লজ্জ নিপীড়নই হয়ে উঠে শাসনের অপর নাম

যখন সাম্রাজ্যবাদের নিরঙ্কুশ আধিপত্য মেনে নেয়াই

হয়ে উঠে গণতন্ত্রের অপর নাম

যখন আমারই রাষ্ট্রযন্ত্র নির্বিচারে কেড়ে নেয় আমারই মতপ্রকাশের অধিকার

যখন এই রাষ্ট্রযন্ত্রই গলা টিপে হত্যা করে সমস্ত বিপ্লবী কণ্ঠস্বর

যখন এই রাষ্ট্রযন্ত্রই লিমনের সাথে সাথে পঙ্গু করে দেয় সমস্ত মানবাধিকারকে

আর গুম-হত্যা-ক্রসফায়ারে সমস্ত মানচিত্র জুড়ে চলে খুনের মহড়া

যখন এই রাষ্ট্রযন্ত্রই ৫৬ হাজার বর্গমাইল জুড়ে জারি রাখে

জনতার সম্পদ আত্মসাতের মহোৎসব

যখন এই রাষ্ট্রযন্ত্রই পরিণত হয় নির্লজ্জ শ্রম শোষণের হাতিয়ারে

যখন পুঁজিপুত্রদের কামনার বিষাক্ত দংশনে

আমারই দেশের কারখানা হয়ে উঠে শ্রমিকের বীভৎস বধ্যভূমি

যখন এই রাষ্ট্রযন্ত্রই আগুনে পুড়িয়ে মারে আমারই দেশের পোশাক শ্রমিকদের

যখন এই রাষ্ট্রযন্ত্রই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে

আমারই দেশের দরিদ্র কৃষককে

যখন এই রাষ্ট্রযন্ত্রই তার সমস্ত নীতি আর আইনসমেত

নিম্নবর্গের উপর চাপিয়ে দেয় বৈষম্যের জগদ্দল পাথর

তখন আমার কেবলি মনে হয় ৭১ এর চেতনার সাথে প্রবঞ্চনা করা হয়েছে

তখন আমার কেবলি মনে হয় মুক্তিযুদ্ধের চিরন্তন আকাঙ্ক্ষার সাথে প্রবঞ্চনা করা হয়েছে

স্বাধীনতা আজ তাই কিছু ধান্দাবাজ বুদ্ধিজীবীর

কায়েমি স্বার্থ হাসিলের বুদ্ধিবৃত্তিক হাতিয়ার

স্বাধীনতা আজ তাই কিছু রাজনৈতিক দুর্বৃত্তের

অবাধ লুটপাটের রাজনৈতিক হাতিয়ার

স্বাধীনতা আজ তাই বহুজাতিক কোম্পানির

অবাধ শোষণের বাহারি বিজ্ঞাপনের আবেগি হাতিয়ার

স্বাধীনতা, আমার হারানো স্বাধীনতা!

তুমি আজ আর নিপীড়িতের নও

তুমি আজ আর বঞ্ছিত জনতার নও

তুমি আজ আর হতদরিদ্রের নও

স্বাধীনতা, তুমি আজ কেবলি লুটেরা শাসকশ্রেণীর বুর্জোয়া গণতান্ত্রিক শ্লোগান !

Courtesy: Zobaer Al Mahmud

Lecturer at Department of Clinical Pharmacy and Pharmacology, University of Dhaka

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File