মুসলিম সৌদী আরবে গরীব অবৈধদের গ্রেফতারের হিড়িক--

লিখেছেন লিখেছেন সুজা মানুস ১৭ অক্টোবর, ২০১৪, ০৮:০৫:১০ সকাল

আরব নিউজের খবর ৪৯৫ জন অবৈধ বিদেশীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশনে।



In a major operation on Sunday, the police arrested 459 expatriates of various nationalities, including 36 women, who violated the country's labor regulations.

Among those arrested were two Yemeni beggars, who were carrying fake Saudi identity cards.

The police raids were conducted on the orders of Riyadh Gov. Prince Turki bin Abdullah. The authorities here also hope their actions will reduce crime in the region including theft, sorcery, cupping therapy and brewing liquor.

গরীবদেরকে কোনভাবে মেনে নিতে পারছে না বিশাল মুসলিম আরব দেশটি। যা গরীব বিদেশিদের প্রতি আরবদের কঠোরতার পরিচয় দেয়। একসময় যারা গরীব ছিল, যারা বাঁচার জন্য অন্যের দেশে যেত আজ তারা নির্দয় গরীবদের প্রতি। যা আমাদের রাসুল সাঃ কোনভাবে মেনে নিতেন না। ওরা গরীবদের প্রতি কত অনুদার, যা রাসুলের দেশে একেবারে বেমানান। যা রাসুল সাঃ এর নীতি পরিপন্থী। আরবের মানুষগুলো অন্য দেশের অসহায়দের প্রতি নির্দয় আচরণ করে ওরা নিজেদের পাপী করছে।

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275144
১৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : কিছু দুষ্টু লোক হজ্জ এবং উমরাহর নাম করে সে দেশে গিয়ে আর ফিরে না। বৈধ কাগজ পত্র না থাকার কারণে এসব লোকদের কেউ কেউ অপরাধের সাথে জড়িত হয়ে পড়েন। এখানে সৌদিদের দোষ কি দেখলাম?
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৪
219160
সুজা মানুস লিখেছেন : ওরা জীবিকার জন্য অই দেশে থাকতে চায়,
সৈদী সরকারের উচিত ওদের থাকার ব্যাবস্থা করে দেয়া।
275160
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:২১
ফেরারী মন লিখেছেন : উপরে লোকমান ভাইয়ের সাথে সহমত। আপনি অবৈধভাবে কেন সেখানে থাকবেন?
275175
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৯৪৭ সালে মাত্র ৩০ লক্ষ রিফিউজি বিহারি ও অন্যান্য প্রদেশের ভারতিয় মুসলিমদের আশ্রয় ও রোজগার করতে বাধা দিয়েছিল মুসলিম বাঙ্গালিরা। কি করে আশা করেন সেীদি আরব অবৈধ ভাবে প্রবেশ করা কিছু লোক কে আদর করে রাখবে? নিজেদের দেশ দরিদ্রদের প্রতি কতটুক দায়িত্ব পালন করা হয়।
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৭
219163
সুজা মানুস লিখেছেন : ৪৭ সালের পুরব পাকিস্তান আর সোইদী আরবকে ১ ভাবলেন কি করে?
সোইদী আয়তন কত দয়া করে দেখেন আর জানান।

275183
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫১
সুজা মানুস লিখেছেন : বাংলাদেশের মত গরীব দেশে কি রিফুজি আর অবৈধ কম আছে?
১০ লাখের বেশী রুহিঙ্গা রিফুজি আছে বাংলাদেশে।
আর কত লাখ অবৈধ আছে তা জানেন কি?
কয়েকদিন আগে ধরা খেল আলজেরিয়ান যে নাকি অবইধভাবে বাংলাদেশে আছে ১০ বছর ধরে,যে ১ শিশু খুনের সাথে জড়িত।
275352
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : তারা যদি তাদের রাষ্ট্রের আইন কার্যকরি করে তাতে কি অন্যায় হয়? আইনের মাধ্যমে বৈধ ভাবে গেলেই পারেন৷ আমরাই একদিন অসহায় রোহীঙ্গাদের নৌকা আমাদের কূলে ভিড়তে দিইনি,তারা না খেয়ে সাগরে ডুবেছে, তা ভুলে গেলে চলবে কেন?
275474
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৩:১১
সুজা মানুস লিখেছেন : আপনারা তো মনে জানেন-- সব বাংলাদেশীরা বিদেশে বৈধ ভাবে নাই ওরা বইধতার সুজোগ হারিয়ে ফেলছে।অবইধভাবে থেকে অরা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে।
তাহলে আপনারা দেশী হয়ে বিদেশীদের মত কথা বলছেন কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File