সুলতান সুলাইমান সিরিয়াল এবং কিছু কথা

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২১ জানুয়ারি, ২০১৭, ১২:১৯:০১ রাত



'সুলতান সুলাইমান' নামক যে টার্কিশ সিরিয়ালটি বাংলায় ডাবিং করে দেখানো হচ্ছে সেটার পুরাটাই সত্য বিবর্জিত এবং অতিরঞ্জিত। সুলতান সুলাইমান সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ অন্য কোন সময় বর্ণনা করব। তবে এ টুকু বলে রাখি সুলতান সুলাইমান ছিলেন

ওসমানী সুলতানদের মধ্যে সব থেকে বেশী সময় ধরে ক্ষমতায় থাকা সুলতান। তাঁর ক্ষমতার সময় সীমা ছিল ৪৬ বছর। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ১৩ টি যুদ্ধে অংশগ্রহণ করে ১০ বছরের বেশী সময় যুদ্ধের ময়দানেই অতিবাহিত করেন। সুলতান সুলাইমানের বাবা প্রথম মুরাদ মৃত্যুর সময় ওসমানী খেলাফাতের সীমানা ছিল ৬৫৫৭০০০ বর্গ কিলোমিটার এবং সুলতান সুলাইমানের মৃত্যুর সময় ১৪৮৯৩০০০ বর্গ কিলোমিটার। তিনি পশ্চিমে বেলগ্রেড, রুড্‌স, বুলগেরিয়া এবং হাঙ্গেরির বড় একটা অংশ ওসমানী সাম্রাজ্যের অধিভুক্ত করে নেন।

যে ব্যক্তি তাঁর জীবনের পুরোটা সময় জুড়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং স্থাপত্যসহ আরও বিভিন্ন বিষয়ে পৃষ্ঠপোষকতা করে গেছেন এবং যুদ্ধের ময়দানেই অসুস্থ অবস্থায় মারা যান তিনি কিভাবে হেরেমের মধ্যে একেকদিন একেক মেয়ের সাথে সময় কাটাবেন!! কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিরাই শুধু এসব বিষয় বিশ্বাস করবে। কারণ প্রধানকথা হল ওসমানীয় খলিফাদের এসব

হেরেমের দায়িত্বে থাকতেন স্বয়ং সমকালীন খলিফার জননী।

তুরস্কের বামপন্থীরা ওসমানীয় খলিফাদের ভাবমূর্তি নষ্ট করতে এসব সিরিয়াল বানিয়ে চলেছেন। আর বাংলাদেশের কিছু টিভিতে এসব ছবি ডাবিং করে দেখানো হচ্ছে। যদিও ওসমানীয়দের ইতিহাস সম্পর্কিত আরও ভাল ভাল সিরিয়াল তুরস্কে তৈরি হচ্ছে নিয়মিত। শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ভারতেও নাকি বামপন্থীদের বানানো এসব সিরিয়াল ডাবিং করে দেখানো হচ্ছে। ওসমানীয় খলিফাদের সম্পর্কে এসব ভুল ইতিহাস সুক্ষভাবে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে

দেয়ার প্রতারণা শুরু হয়েছে। এসব সিরিয়ালকে বয়কট করা জরুরী...।

ছবিঃ ১, সুলতান সুলাইমান

২, সুলতান সুলাইমানের মাজার। যেটা সুলাইমানিয়া মসজিদের পাশে অবস্থিত।

৩, সুলতান সুলাইমানের মাজারের ভিতরের দৃশ্য।।

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381363
২১ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : মূলত দীপ্ত টিভির সুলতান সুলায়মান সিরিয়ালের বিরুদ্ধে আমাদের জাদঁরেল নাট্যাভিনেতাদের কাব জাভ , হুমকি ধামকি , ফাঁপড়বাজি -- এই সিরিয়াল এবং এই সিরিয়ালকে আরও বেশী হিট + জনপ্রিয় করে দিয়েছে এবং এর ঘটনাকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে ।

দীপ্ত টিভির দেখাদেখি আরও কিছু চ্যানেল ডাবিং সিরিয়াল নিয়ে এসচে ; তাও আবার পুরনো , পরিক্ষীত হিট সিরিয়ালগুলো।

আমরা ব্লগাররাও এখন কি বোর্ডে ঝড় তুলতেছি সুলতান সুলায়মানকে নিয়ে ।
২১ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:৪৭
315398
মুহামমাদ সামি লিখেছেন : আমি লিখছি আসলে সুলতান সুলাইমানের রিয়াল হিস্টোরি জানাতে.।।। টার্কিতে যেহেতু এতদিন ধরে আছি একটা দায়িত্ববোধ থেকে লিখা। কারণ, ওসমানী খেলাফাত সম্পর্কে বাংলায় তেমন কিছু লিখা হয়নি।।। ধন্যবাদ Good Luck
381367
২১ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:৪৭
315399
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইয়া Good Luck
381579
৩০ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : লিখাটি পড়ে মূল্যবান কিছু জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৭ বিকাল ০৪:৪৩
315536
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File