প্রার্থনা

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৩ জুন, ২০১৩, ১১:০৫:২৫ রাত



ক্ষমা চাই প্রভু, ক্ষমা দাও আমারে

আমিতো এক ঘোর পাপী বান্দা

ক্ষমা চাই প্রভু, ক্ষমা দাও আমারে

আমিতো চোখ থাকিতেও আন্ধা

.

যদি না দাও তুমি, ক্ষমা মোরে

আমিতো যাবো হায় ! বিফলে

যদি না করো তুমি, রহমঃ মোরে

নাই যে পথ মোর, কোনো কূলে !

.

তোমারি অগনন রহমত পেয়েও

নিত্য ভুলেছি হায় ! তোমারে

তোমারি শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও

হারিয়েছি সঠিক পথ, সবটারে

.

তবুও নাওনি হিসেব তুমি

এক এক করে, কড়াক্রান্তিতে

তবুও করনি পাকড়াও তুমি

আমার যত বেহিসেবি ভ্রান্তিতে

.

লুটায়ে পড়েছি সিজদায় আমি

দাওনা তুমি, ক্ষমা আমারে !

লুটায়ে পড়েছি কুদরতি পায়ে

যাবোনা আমি, ক্ষমা ছাড়ারে !

.

কাঁদছি আমি শুধু তোমারি তরে

কত শত পাপের গ্লানি বুকে লয়ে

কাঁদছি আমি এক ক্ষমারই পরে

আর হবেনা ভুল, জগত মোহ বয়ে

.

তোমার এক অবুঝ বান্দা ডাকছে তোমায়

কেমনে রবে নিশ্চুপ, আহারে !

তোমারি এক নাদান গোলাম যাচিছে ক্ষমা

হারিয়েছে ক্ষমা প্রার্থনার, সব ভাষারে !

.

ক্ষমা বিনে আমি, নিদারুণ ব্যর্থ হায় !

ক্ষনিকের এ জগত সংসারে

ক্ষমা বিনে আমি ধ্বংস অতিকায় !

অনন্ত সময়ের, ভয়াল রোজ হাশরে

.

তুমি বিনে আর, নাই যে কোন গতি

ওগো দুই জগতের মালিক-খালিক

তুমি বিনে আর, নাই যে আপন

যে ফোটাবে মুখে হাসির ঝিলিক

.

জানি ভালোবাসো সবচেয়ে বেশী

আঠারো হাজার মাখলুকের এই সংসারে

জানি দিবে দিবেই ক্ষমা মোরে

তুমি যে অতি মহানুভব, ক্ষমাশীলরে

.

এখনো কাঁদছি সিজদায় লুটায়ে

ক্ষমা পাবার আকুল আশাতে

এখনো আমি হইনি নিরাশ

পাবো রহম, ক্ষমার ঐ ভাষাতে

.

.

_______________________________________________________

রচনাকালঃ ২৮.০৫.২০১৩ ইং

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File