হায়রে নাম............

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:৫৯ রাত

বিকালে এক বন্ধুর বাসায় যাওয়ার সময় একজন জিজ্ঞেস করল,

- কই যাও ?

- রাসেলের বাসায় ।

- কোন রাসেল ?

এই রকম প্রশ্ন মাঝে মাঝেই বিব্রতকর অবস্থায় ফেলে কেননা আমার Friend Circle এর মধ্যে দুইজন রাসেল ও দুইজন সৈকত আছে । তো উত্তর দিতে গেলে, নামের পূর্বে ওদের এলাকার নাম জুড়ে দিয়ে তারপর জবাব দিতে হয় । যেমন – অমুক (এলাকার নাম) রাসেল, তমুক (এলাকার নাম) সৈকত !!!

তো একদিন কি হল, দুই রাসেলের এক রাসেল, তার এলাকায় তার তিন বন্ধু নিয়ে ঘুরতে বের হয়েছে । তখন আমার বন্ধুর এক পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা । তাদের কথোপকথন হচ্ছে,

আমার বন্ধুঃ পরিচয় হন, আমার বন্ধু ……

১ম বন্ধুঃ আমি রাসেল ।

২য় বন্ধুঃ আমি রাসেল ।

বড় ভাইঃ ওওও ! তিন রাসেল একসাথে গুরতে বের হইছ !! বাহ ! ভালো ।

৩য় বন্ধুঃ আমি রাসেল ।

বড় ভাইঃ দূর মিয়া ! আমার লগে মজা লও !! চার রাসেল একসাথে হয় কিভাবে !!!???

[ আমার বন্ধু – আবদুল মালেক রাসেল, তার ১ম বন্ধু – আতিক রাসেল, তার ২য় বন্ধু – ইশতিয়াক রাসেল, তার ৩য় বন্ধু – হানিফ রাসেল ]

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File