Rose Good Luck আপনি কি পারেন দেখিয়ে দিন Rose Good Luck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ আগস্ট, ২০১৪, ০৭:১৮:০৫ সন্ধ্যা



কিছু না কিছু আপনি পারেন। গান গাইতে না পারলে আপনি গান লিখতে পারেন। কবিতা লিখতে না পারলে আবৃত্তি করতে পারেন। রাজনীতির মাঠে না থাকলে ও আপনি রাজনীতি বুঝেন।সাহিত্য লিখতে না পারলে ও আপনি সাহিত্য পড়েন। ভাত রান্না করতে না পারলে ও আপনি ধান চাষ করতে পারেন। কম্পিউটারের সফটওয়ার বানাতে না পারলে ও ইউস করতে জানেন।

তাহলে আপনি বসে আছেন কেন ? আপনি যা পারেন তা করে দেখান পাশে বসে থাকা লোকটিকে ,সমাজকে ,দেশকে ,পৃথিবীকে। আপনার যা বলার বলে ফেলেন কথার মাধ্যমে লিখার মাধ্যমে। আপনার যা করার করে ফেলেন শরীরের শক্তি দিয়ে মাথার বুদ্ধি দিয়ে। সবাই আপনার সাহস কে মূল্যায়ন করবে আপনার নিরবতাকে নয়। সাহসের সাথে আপনার কাজ সম্পন্ন করে মূল্যায়ন গ্রহণ করুন।

জমিতে ধান চাষ না করলে যেমন ধান হয় না তেমনি কিছু একটা না করতে পারলে কিছু একটা করে দেখাতে না পারলে আপনার মূল্যায়ন ও হবে। এগিয়ে যান নিজের পরিচয় নিজেই করিয়ে দেন সমাজকে ।যা জানেন তা করে দেখান যা বুঝেন তা সমাজকে জানান দেন। চালিয়ে যান নন স্টপ।

এবং সর্বপরি মহান রবের কাছে সাহায্য চাইতে হবে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর জন্য।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255620
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
বুড়া মিয়া লিখেছেন : হবে না শাহীন ভাই! ছোয়াচে রোগের যুক্তি এখানে কাজে লাগিয়ে বলতে হবে – দুনিয়ার প্রথম ধান কে চাষ করেছিল? ঐটা কি এমনে এমনে হয়েছিল? নাকি কেউ বীচি নিয়ে এসে চাষ করেছিলো?

তাই হবে না ....
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
199256
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া এবার দেখেন হয়েছে কি না।
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
199258
বুড়া মিয়া লিখেছেন : লাষ্টে একদম লায়ার(ল’ইয়ার)-দের মতোন প্রোভিসো মাইরা দিছেন, হাঃ হাঃ!

হুম, তার ইচ্ছায় বাধা দেয় কে ... করলে আল্লাহ ফেরায়-ই বা কে?
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
199260
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবই আল্লাহর ইচ্ছে ভাইজান
255621
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
নোমান২৯ লিখেছেন : প্রেরণাদায়ক পোস্ট ।
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
199257
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখিয়ে দেন আপানর জানা কাজটি
255630
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
গ্রামের পথে পথে লিখেছেন : এবং সর্বপরি মহান রবের কাছে সাহায্য চাইতে হবে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর জন্য।

কিন্তু আমরা কি দেখি? পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞান আবিস্কার সব রবের সাহায্য ছাড়াই হয়েছে। পৃথিবীর ৯৫% বিজ্ঞানী রব/টব এ বিশ্বাস করে না।
১৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
199262
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখেন নাই তসলিমা নাছরিন ও পেরেছে ,দেশ ছাড়া হয়েছে।
255634
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি জানি আমাকে দিয়ে হবে কিন্তু ....
১৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
199263
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু রেখে দেন যা পারেন তা দেখিয়ে দেন।
255658
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৫
কাঠ পেন্সিল লিখেছেন : প্রতিভা আর চুলকানী কখনোই লুকিয়ে রাখা যায় না!!

মহান রবের সাহায্য আর স্বচেষ্টা থাকলে ইনশাল্লাহ যে কেউ তার প্রতিভা বিকশিত করতে পারবে।
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৮
199293
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার লিখার মর্ম কথা সুন্দর ভাবে প্রকাশ করায় আপনাকে অনেক ধন্যবাদ।
255664
১৮ আগস্ট ২০১৪ রাত ১০:০৫
আহ জীবন লিখেছেন : দেখাবো দেখাবো ভাবছি কিন্তু দেখাইতে পারতেছিনা...............।
১৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩২
199298
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : না পারার কারণ খোজে বের করুন
১৮ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
199309
আহ জীবন লিখেছেন : কারন ও পাইছি।

ভাইবা ভাইবা দিন যে গেল ভাবা শেষ হইল না।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:০৩
199311
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাবনার পদ্ধতি আমাদের দেখান তখন তো একটা কিছু দেখানো হবে
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৩
199316
আহ জীবন লিখেছেন : দেখামুনা। কারন ব্লগে এখনও ব্লগের প্যাটেন্ট স্বত্ব আইন পাস হয় নাই।
255698
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৯
দ্য স্লেভ লিখেছেন : অনেক উদ্দীপনামূলক লেখা। জাজাকাল্লাহ
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
199516
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লিখার মূল্যায়নের জন্য শুকরিয়া
255737
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৩৯
আফরা লিখেছেন : সবাই সব কিছু পারে না কিন্তু কিছু না কিছু পারেই সেটা খুজে নিতে হবে আমি কি করতে পারি ।সে অনুযায়ী চেষ্টা করতে হবে ।
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
199517
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ,ধন্যবাদ
255759
১৯ আগস্ট ২০১৪ রাত ০২:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পারবোনা কেন? মুরগিও ডিম পাড়তে জানে ডিম থেকে আবার মুরগি.....! চেষ্টাই সফলতার চাবি....

১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৬
199519
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ
১০
255772
১৯ আগস্ট ২০১৪ রাত ০৪:০৯
কাহাফ লিখেছেন : পারতেই হবে আমাদের কে............। ধন্যবাদ আপনাকে অণুপ্রেরণা দায়ক পোস্টের জন্যে...।
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৬
199520
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইজান
১১
256001
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
আতিক খান লিখেছেন : প্রেরনাদায়ক লেখা। অনেকে গুন থাকলেও বাস্তবতা, সংসার এর চাপেও প্রকাশ করার সুযোগ পান না। এজন্য আশপাশের লোকজনকেও উৎসাহ দিতে হবে। Day Dreaming Day Dreaming
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
199544
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ,ধন্যবাদ Good Luck
১২
256292
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমিতো ভাই কবিতা লিখি
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
200034
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো কাজ ভাইয়া
১৩
256408
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১০
অজানা পথিক লিখেছেন : সুখ পাঠ্য....
জাযাকাল্লাহ
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
200041
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যা পারেন ভাই দেখিয়ে দেন
১৪
258828
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৯
আমি মুসাফির লিখেছেন : যে যেখান থেকে হোক সে সেখান থেকেই শুরু করতে হবে। ভাল পোষ্ট ভাল লগাল।
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০২
202538
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া বরাবরের মত সাথে থাকার জন্য Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File