বই মেলা ও বই পড়া। একটি ব্যাক্তিগত অভিজ্ঞতা।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৮:১৯ রাত

বইমেলার সাথে আমার পরিচয় যখন থেকে পড়তে শিখেছি তখন থেকেই। যদিও ঠিক বইমেলা নয়।ইসলামি সমাজ কল্যান পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে প্রতিবছর চট্টগ্রামে হতো তাফসিরুল কুরআন মাহফিল। যার প্রধান বক্তা ছিলেন মাওলানা দেলওয়ার হুসাইন সাঈদি। তখন এই অনুষ্ঠান হতো আমার বাড়ির পাশেই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে। মাহফিল এর অন্যতম অনুষঙ্গ ছিল মাহফিল এর মাঠের একপাশে সারি করা বই এর ষ্টল। তখন ইসলামিক ফাউন্ডেশন সহ প্রায় সকল ইসলামি ধর্মিয় পুস্তক বিক্রেতাই আসতেন এই মাহফিলে। বিক্রিও ছিল প্রচুর। আমার দাদা প্রতিদিন আমাকে নিয়ে যেতেন আসরের নামাজের পর সেই মাহফিল এর মাঠে আর কিনে দিতেন একটি করে বই। তখন ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করত শিশুদের উপযোগি কমিকস এর ষ্টাইলে ইসলামের ইতিহাসের গুরুত্বপুর্ন ব্যাক্তিদের নিয়ে কার্টুন বই। মুহাম্মদ বিন কাসিম, সিরাজউদ্দেীলা, শেরে বাংলা,তিতুমির এর মত মানুষদের এই জীবনি টিনটিন বা নন্টে-ফন্টের চেয়ে কম আকর্ষনিয় ছিলনা। এই জন্য আমাদের ঘরে সেসময় টেলিভিশন এবং আধুনিক ক্যাসেটপ্লেয়ার এর মত জিনিস থাকলেও পড়ার অভ্যাস শুধূ নয় বরং নেশাই হয়ে উঠে। ক্লাস থ্রি বা ফোর এ প্রথম সন্ধান পাই তিন গোয়েন্দার। আর পরিচিত হই সেবা প্রকাশনির সাথে। তখন থেকে শুরু করে এখনও এই সিরিজ এর আকর্ষন কাটাতে পারিনি। সম্ভবত ১৯৯০ সালে চট্টগ্রাম পাবলিক লাইব্রেরিতে একটি বড় বইমেলা হয় সরকারী উদ্যোগে। সেখান থেকে আমরা দুইভাই প্রায় ৫০০ টাকার বই কিনেছিলাম। লক্ষ করুন ১৯৯০ সালে! তখন একটা পরোটা ছিল ৫০ পয়সা। আর সেবা প্রকাশনির তিন গোয়েন্দা বই এর দাম হতো ১৫-১৬ টাকা। সে সময় ৫০০ টাকার মত বই মানে ৩০-৪০ টা বই। এতবড় বইমেলা চট্টগ্রামে আর হয়নি। সেই বইমেলায় প্রথম পরিচিত হয় মুক্তধারার বইগুলির সাথে। বাংলা একাডেমি বই মেলার সাথে প্রথম পরিচয় ১৯৯৩ সালে। তখন বইমেলায় বই এর পাশাপাশি অন্য ষ্টল ও থাকত। প্রথমবার সেবার ষ্টলে গিয়ে ইচ্ছা হচ্ছিল যেন সব বই কিনে নিই! তিন গোয়েন্দা ছাড়াও তখন পরিচয় হয়েছে কিশোর ক্লাসিক এর সাথে। শিকার কাহিনীগুলিও আকর্ষনিয় ছিল। পরের বছর থেকে নিয়মিতই বাংলা একাডেমির বইমেলাতে গিয়েছি। কিন্তু ১৯৯৬ সাল থেকে বিরক্তি বোধ করতাম ভিড় আর ঝামেলা দেখে। বরং তখন জানুয়ারি মাসে অনুষ্ঠিত জাতিয় গ্রন্থমেলা বেশি ভালো লাগত। প্রথমে সামরিক মিউজিয়াম এর পাশের খোলা জায়গাটিতে(যেখানে এখন নভোথিয়েটার। আমার একসময় এর কর্মস্থল) পরে বানিজ্য মেলার মাঠে। সুপরিসর বিশাল জায়গা নিয়ে পরিচ্ছন্ন এই মেলা বাংলা একাডেমির ভিড় আর অশালিনতার তুলনায় অনেক বেশি আকর্ষনিয় লাগত। আরো ছিল বিদেশি প্রকাশনা। ভারতিয় বই ছাড়াও বিভিন্ন দেশিয় দূতাবাসের ষ্টলে বই না পেলেও বিনামুল্যে বিভিন্ন লিফলেট ও তথ্য পাওয়া যেত যেগুলি কাজে আসত। এখানেই পরিচিত হই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তির সাথে। কাজী আনওয়ার হোসেন কে এখানেই প্রথম দেখি। এই বই মেলাতে তখন ইসলামি বই প্রকাশ করেন এধরনের প্রকাশনিগুলিও ষ্টল পেত । বাংলা একাডেমি যাদেরকে বিভিন্ন অদ্ভুত কারন দেখিয়ে যায়গা দিতনা। বাংলা একাডেমির সম্ভবত ১৯৯৮ সালের বইমেলাটি হয়ে উঠে কুখ্যাত। ইভ টিজিং, অশ্লিল গান, বই চুরি ইত্যাদির জন্য সেই বইমেলা বইপ্রেমিদের জন্য হয়ে উঠে দুঃসপ্ন। অনেক স্টল মালিক যাদের কাছে নিয়মিত ক্রেতা হিসেবে পরিচিত হয়ে গেছি তাদের কাছে শুনি তাদের দুঃখের কথা। যাই হোক পরের বছর অবশ্যই বই ছাড়া অন্য ষ্টল বন্ধ করে দিয়ে এবং ভিড় নিয়ন্ত্রন এর ব্যবস্থা করে মোটামুটি সহনযোগ্য করা হয়। কিন্তু সেই বছরই উদ্দেশ্যমুলক ভাবে আগুন লাগিয়ে পুরিয়ে দেয়া হয় বাংলা সাহিত্য পরিষদ সহ কয়েকটি ষ্টল। ২০০২ সালের বইমেলার সময় আমি ঢাকাবাসি এবং চাকুরিজীবি। নিজের টাকায় প্রচুর বই কিনেছিলাম তখন। সেই বইমেলা তে আবার ষ্টল পেয়েছিল জাতিয়তাবাদি এবং ইসলামি ভাবধারার প্রকাশনি গুলি। তখন ঘনিষ্ট পরিচয় হয়েছে প্রীতি প্রকাশনি, আহসান পাবলিকেশন্স, বাংলা সাহিত্য পরিষদ, কো অপারেটিভ বুক সোসাইটির মত প্রতিষ্ঠানগুলির সাথে। সেবার এবং তারপর ২০০৬ পর্যন্ত নিয়মিত ছিলাম বই মেলাতে। ২০০৭ থেকে আবার অনিয়মিত হয়ে গিয়েছি। এখন খুব বেশি আকর্ষন ও বোধ করিনা। কারন জানি উ্ন্নত প্রকাশনা থাকলেও অনেক প্রকাশনি বইমেলাতে নাই। সেবা কিংবা ঐতিহ্য এর মত প্রকাশনি গুলি সারাবছরই বই প্রকাশ করে বলে বইমেলাতে বই কিনার তারাহুড়া নাই। তবুও সুযোগ পেলে যাই। কিন্তু বই হাতে নিলে চমকে উঠতে হয়। ২৫০ পৃষ্টার বই এর দাম যখন দেখি ৭০০ টাকা লিখা। বেশি হলে দুই তিনটি বই কিনা হয়। একমাসেরও খোরাক হয়না।

বাংলাদেশে শিশু পাঠক সৃস্টির জন্য ইসলামিক ফাউন্ডেশন এর কার্টুন বই এবং শিশু একাডেমির ছোটদের জন্য ছড়া-কবিতার বই এর অবদান অনেকখানি। এখন পাঞ্জেরি পাবলিকেশন ও এই ধরনের কিছু বই প্রকাশ করেছে। কো-অপারেটিভ বুক সোসাইটি এবং ঝিনুক ও এই ধরনের বই বের করত। এখন অনেক প্রকাশনি ছোটদের জন্য বই বের করলেও সেই বই গুলি বেশিরভাগই বিদেশি বই এর অনুকরন। সেখানে দেশের ইতিহাস ও সংস্কৃতির স্থান খবই কম। কিশোর বয়সে প্রথম আকর্ষন পেয়েছিলাম তিন গোয়েন্দায় তারপর সাইমুম সিরিজে। সল্পমুল্যে পেপারব্যাক বই প্রকাশ করে বাংলাদেশে পাঠক সৃষ্টির জন্য সেবা প্রকাশনি এবং এর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন এর অবদান চির দিন স্মরনিয় থাকবে। তিন গোয়েন্দা বা মাসুদ রানা নিয়ে প্রায়ই শুনা যায় এগুলিতে শিখার কিছু নাই। কিন্তু এই কথা যারা বলেন দেখা যায় তারা অর্থহিন সিরিয়াল দেখে যাচ্চেন বছরের পর বছর ধরে। বই শুধু জ্ঞান নয় বিনোদন এর ও মাধ্যম এটা অনেকেই মানতে চাননা। এমনকি যখন আধুনিক প্রেস আবিস্কৃত হয়নি তখনও বই বিনোদন এর জন্য ছিল। তিন গোয়েন্দা থেকে শিকার কাহিনী হয়ে সেবার অনুবাদ এবং কিশোর ক্লাসিক এর মাধ্যমেই প্রথম পরিচিত হই বিশ্ব সাহিত্যের ভিক্টও হুগো, চার্লস ডিকেন্স, এরিক মারিয়া রেমার্ক, হেনরী রাইডার হ্যাগার্ড এবং জুল ভার্ন এর সাথে। সহজ সরল অনুবাদ এবং সল্প দাম এই দুটির সুবিধা না পেলে বিশ্ব সাহিত্যের একটি বড় অংশ সম্পর্কেই বোধ হয় অপরিচিত থাকতাম্ এই জন্য ধন্যবাদ ও চির কৃতজ্ঞতা সেবা প্রকাশনি কে। কো-অপারেটিভ বুক সোসাইটি,বাংলা সাহিত্য পরিষদ এবং প্রীতি প্রকাশনির মাধ্যমে পরিচিত হই নসীম হিজাজীর লেখার সাথে।উপমহাদেশে এই ধরনের ঐতিহাসিক উপন্যাস আর কেউ লিখেননি। ঐতিহাসিক উপন্যাস মানেই ইতিহাস বিকৃত করে মিথ্যাকে প্রচারের যে ঐতিহ্য বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে শুরু করেছিলেন নসীম হিজাজীর উপন্যাসগুলি না পড়লে বোধ হয় ঐতিহাসিক উপন্যাসের প্রতি চির অশ্রদ্ধা থেকে যেত। আর আবুল আসাদ এর সাইমুম সিরিজ ভুলবার নয়। আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি কিশোর তরুন ইসলামের প্রতি আকৃস্ট হয়েছে এই সাইমুম সিরিজ পড়ে। যেখানে মাসুদ রানার মত রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার এর পাশাপাশি রয়েছে ইসলামের সরল ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাসে ভুলে যাওয়া ঘটনাগুলির পুনর্উল্লেখ। সাইমুম পেরিয়ে ক্রুসেড এবং আরো কয়েকটি সিরিজ চালু হলেও সাইমুম কে অতিক্রম করতে পারেনি কেউ। ঐতিহ্য প্রকাশনি বই এর ক্ষেত্রে একটি ভাল উদ্যোগ এনেছে সেবার মতনই। ভাল বাধাই হলেও মোটামুটি গ্রহনযোগ্য মুল্যে খুশবন্ত সিং ও আইজাক আজিমভ এর মত লেখকদের অনুবাদ পাঠকদের জন্য জরুরি। নওরোজ,আহমদ পাবলিশিং,মাওলা ব্রাদার্স, অ্যাডর্ন,সন্দেশ,পাঠক সমাবেশ এর মত প্রকাশনিগুলিও ভাল বই প্রকাশ করছে। বই মেলাতে গেলে এই প্রকাশনিগুলির দিকেই বেশি নজর দিই তবে অনেক সময় দেখেছি ছোটছোট প্রকাশনি তে ভাল বই পাওয়া যায় কখনও কখনও। বই মেলার সুবিধা সেটাই।

বাংলাদেশের ষোলকোটি মানুষের জন্য বেশিরভাগ বই ছাপা হয় ১০০০ কপি! এটি কতটা লজ্জার কতটা যন্ত্রনার। ষোল কোটির মধ্যে এক শতাংশও যদি বই পড়েন তাহলে পাঠক দাড়ায় ষোল লক্ষ তার এক শতাংশ যদি একটি বই কিনেন তাহলে ক্রেতা দাড়ায় ষোল হাজার। খুব ভাল বই ও এখানে পাঁচহাজার এর বেশি ছাপান হয়না। সৈয়দ মুজতবা আলি প্রায় ষাট বছর আগে বলে গেছেন বই কিনে কেউ দেউলিয়া হয়না। কিন্তু আমাদের তরুন সমাজ এখন প্রতি মাসে হাজার টাকা শুধু মোবাইল ফোনে কথা বলেন। তাদের অভিবাবকরা দশ-পনের হাজার টাকা দিয়ে মোবইল সেট কিনে দেন কিন্তু বই এর কথা তুললে বলেন অনেক দাম! কিংবা পড়ার ক্ষতি হয়। বই কিনে দেউলিয়া হওয়ার ভয়ে আমরা এখন জাতিগত ভাবেই দেউলিয়া হয়ে যাচ্ছি বই না কিনে ও না পড়ে।

বিষয়: বিবিধ

২৬২৮ বার পঠিত, ৬৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174427
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার বই মেলার অভিজ্ঞতা ভালো লেগেছে ,ধন্যবাদ।
আসুন একটি করে বই কিনে প্রতি মাসে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
127784
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
প্রত্যেকে যদি তার সামর্থ অনুযায়ি বই কিনে তাহলেও বই এর একটি ভাল বাজার হবে।
174439
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই যে ডিজিটাল যোগ পড়েছে বই কে কিনবে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
127785
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটাল হলেও বই পড়া বন্ধ হওয়ার কথা নয় বরং বৃদ্ধি পেয়েচে উন্নত বিশ্বে। আমাদের দেশে অনেককেই দেখেছি কোন বই এর কথা বললে তার সফটকপি খুজেন ভাবখানা এই নাহলে পড়বেননা।
ধন্যবাদ।
174447
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৯
চোথাবাজ লিখেছেন : আপনি পড়ুনা লোক, বুঝায় যায়
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
127786
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পডুনা মানে কি!Praying
ধন্যবাদ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৮
127963
চোথাবাজ লিখেছেন : পড়ূয়াCrying Crying
174461
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার লেখা পড়ে মনে পড়লো স্কুলে থাকতে সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা কাহিনীগুলো পড়ার জন্য বান্ধবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত নতুন বই বের হলে কে আগে পড়বে এই নিয়ে। সেই সময়ে বই পড়াটা ছিল নেশার মত। বইমেলার সময় বাড়ির বড়দের কাছে টাকা আদায় করে জমাতাম আর অপেক্ষা করতাম কবে মেলায় যাব। এখন মানুষ হাতের কাছে এত বিনোদন পেয়ে মনে হয় বই কেনার আগ্রহ হারিয়ে ফেলেছে।
ভাল লাগলো,ধন্যবাদ আপনাকে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
127787
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বইএর বিনোদন মানুষ কে যে চিন্তার স্তরে নেয় টিভি বা মোবাইল তা করে না।
ধন্যবাদ।
174476
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৫
চেয়ারম্যান লিখেছেন : অনেক পড়ালেখা করেন বুঝা যায়।
আমার পড়তে অনেক বিরক্তি লাগে
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
127788
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়তে বিরক্তি লাগে!
এটাই তো কমন ডায়ালগ বাঙ্গালির।
174480
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : অনেক কিছু জানা হল৷ বই পড়ার সাধ ছিল কিন্তু সাধ্য ছিলনা৷ এখন আর ধৈর্যে কূলায় না৷ পড়ায় অবশ্যই জ্ঞান বৃদ্ধি হয়৷ আর আসলেই এখন তরুনরা মোবাইলেই ভক্ত৷ ধন্যবাদ৷
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
127790
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বই পড়তে ধৈর্যে কুলায় না কিন্তু ঘন্টার পড় ঘন্টা কথা বলতে কি সিনেমা দেখতে।
মোবইল এর সাথে বইএর কোন প্রতিযোগিতা নাই কারন দুইটা ভিন্ন মাধ্যম। আমি নিজে বাংলাদেশে যখন মোবাইল এর ইউজার ১ লক্ষ হয়নি তখন থেকে মোবাইল ফোন ব্যবহার করি। চাকরি করেছি মোবাইল কোম্পানিতে। তবুও বই পড়তে অসুবিধা হয়না।
174529
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
আহমদ মুসা লিখেছেন : ১৯৯০ সালে চট্টগ্রাম শহরে আসার পর থেকে মূলত বিভিন্ন পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা টুকটাক পড়া হতো। নিজের পয়সা খরচ করে অবশ্য তেমন বই পুস্তুক সংগ্রহ করা সম্ভব ছিল। তবে দৈনিক পত্রিকা পড়া বোধ হয় কোন দিন বাদ যেত না। হোস্টেলের প্রতিদিনের পত্রিকা ছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক ও ঢাকা থেকে যে কয়েকটি পত্রিকা আসতো তার বেশীর ভাগ পত্রিকা আমার পড়ার অভ্যাস ছিল। এজন্য প্রতিদিন চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ বিআইএ তে আসরের পর যেতাম শুধুমাত্র পত্রিকা পড়ার জন্য। আমার সহপাঠি কয়েকজন বন্ধ আমাকে রসিকতা করে ”পেপার আহমদ মুসা” বলে ডাকতো পত্রিকা পড়ার পতি আমার জোক একটু বেশী থাকার কারণে। একই নামে হোস্টেলে একাদিক ছাত্র থাকার কারণে আমার নামের শুরুতে ”পেপার” শব্দটি যুক্ত করলে যে কেউ আমাকে চিনে ফেলতো। নিজের পয়সা দিয়ে আমি পাক্ষিক পালাবদল পত্রিকাটি সংগ্রহ করতাম। প্রায় আট দশ বছরের পালাবদল ম্যাগাজিন আমার সংগ্রহে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার সংগ্রহের বইপুস্তুকের সবগুলোই হারিয়ে ফেলেছি একটি দুঃখজনক কারণে। আজো মনকে সান্তনা দিতে পারি না আমার সংগ্রহের বই-পুস্তুক, কিতাব ও বিভিন্ন পেপার পত্রিকা হারানোর বেদনাকে।
তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে প্যারেড মাঠে যেভাবে একটি সুন্দর বইমেলার আসর জমে উঠতো প্রতি বছর তাতে আমি প্রতিদিন কোন না কোন স্টলে গিয়ে একটি বই পড়ে ফেলতাম। দোকানদের মানসিকতা বুঝে হয়তো বইয়ের কিছু অংশ পাঠ করে অন্য স্টলে গিয়ে বাকী অংশ পড়ে ফেলতাম। এভাবে পাচঁ দিন ধরে চলা বই মেলাতে আমার উপস্থিতি থাকতো বরাবরের মত। অবশ্য নিজের সামর্থানুযায়ী কিছু কিছু বই ক্রয় করতাম। ১৯৯৯ সাল থেকে যখন কর্ম জীবনে পা রাখলাম তখন অবশ্য নিজের টাকা দিয়েই বই পুস্তক কিনতাম। অবশ্য আমি একটু হাড় কিপ্টা স্বভাবের কারণে বই পুস্তুক ক্রয়েও তার প্রভাব পড়তো।
বই ক্রয়ের স্বভাব থাকলেও ক্রয় করে পড়ার অভ্যাস মোটামোটি মাঝারী ধরনের। এখনো ক্রয়কৃত অনেক বই পড়া হয়নি।
পড়তে পড়তে পাঠক হওয়ার ধর্য্য আমার মধ্য আছে। কালের পরিক্রমায় ও প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে বর্তমানে বই পুস্তক ও লেখালেখিটাও ডিজিটালাইজ হয়ে গেছে। বর্তমানে অনলাইনে বসে অনেক কিছুই পড়া যাচ্ছে। অনেক কিছুই সংগ্রহ করা যাচ্ছে। পেশাগত কারণে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাওয়াতে চিন্তাভাবনা এবং পড়াশুনার স্টাইলেও পরিবর্তন এসেছে নিজের মধ্যে। কিন্তু কোনদিন চিন্তাই করিনি আমি কিছু লিখতে পারবো। ছাত্র জীবনে মধ্য প্রাচ্যে প্রবাসী বড় ভাইয়ের প্রতি পাক্ষিক চিঠির উত্তর দিতাম আমি ত্রৈমাসিক কিংবা আরো দেরীতে। এর মূল কারণ হচ্ছে কিছু লিখতে অভ্যস্ত না হওয়া। তাছাড়া মনস্তাত্তিক একটি হীনমন্যতাবোধ তো ছিলই আসলে মনের ভাবকে চিঠির ভাষায় প্রকাশ করতে পারবো কি না! ইদানিং ব্লগিং জগতে প্রবেশ করার ফলে পাঠক হওয়ার পাশাপাশি নিজেও কিছু অনুভূতি জাহির করার চেষ্টা করি নিজের অদক্ষ হাতের অগোচালো ভাষা দিয়ে।
মনে হয় মন্তব্যটা একটু বেশী লম্বা হয়ে যাচ্ছে। পড়তে পড়তে বিরুক্তিও আসতে পারে। তাই এখানেই শেষ করছি।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
127793
আহমদ মুসা লিখেছেন : দু’য়েকটি স্থানে শাব্দিক ভুল দেখা যাচ্ছে। কোন কোন স্থানে “না” টাইপিং মিসটেক হয়ে গেছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
127857
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বড় হলেও মন্তব্যটি ভাল লাগল। বই হারানর ঘটনাটাতে দুঃখ লাগল। পাক্ষিক পালাবদল এর নিয়মিত পাঠক আমিও ছিলাম। কলকাতার দেশ এর প্রতিদন্দি হয়ে উঠেছিল পালাবদল। যেখানে সৈয়দ আলি আহসান, আল মাহমুদ, এবনে গোলাম সামাদ, আবদুল মান্নান সৈয়দ এর মত লেখকেরা লিখতেন নিয়মিত। ডিজিটাইলাইজড হওয়ার কারনে উন্নত বিশ্বে পাঠক কমছে না বাড়ছে। অথচ আমরা এই কথা বলে পাঠক কমা কে সমর্থন করছি। ধন্যবাদ এই সুচিন্তিত মন্তব্য এর জন্য।
174561
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
127858
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
174583
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে এবং মডারেটরদের কেননা তাঁরা একটি সুন্দর বিষয় স্টিকি করেছেন।

আপনি লিখেছেন, "তিন গোয়েন্দা থেকে শিকার কাহিনী হয়ে সেবার অনুবাদ এবং কিশোর ক্লাসিক এর মাধ্যমেই প্রথম পরিচিত হই বিশ্ব সাহিত্যের ভিক্টও হুগো, চার্লস ডিকেন্স, এরিক মারিয়া রেমার্ক, হেনরী রাইডার হ্যাগার্ড এবং জুল ভার্ন এর সাথে। সহজ সরল অনুবাদ এবং সল্প দাম এই দুটির সুবিধা না পেলে বিশ্ব সাহিত্যের একটি বড় অংশ সম্পর্কেই বোধ হয় অপরিচিত থাকতাম্ এই জন্য ধন্যবাদ ও চির কৃতজ্ঞতা সেবা প্রকাশনি কে। কো-অপারেটিভ বুক সোসাইটি,বাংলা সাহিত্য পরিষদ এবং প্রীতি প্রকাশনির মাধ্যমে পরিচিত হই নসীম হিজাজীর লেখার সাথে।উপমহাদেশে এই ধরনের ঐতিহাসিক উপন্যাস আর কেউ লিখেননি। ঐতিহাসিক উপন্যাস মানেই ইতিহাস বিকৃত করে মিথ্যাকে প্রচারের যে ঐতিহ্য বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে শুরু করেছিলেন নসীম হিজাজীর উপন্যাসগুলি না পড়লে বোধ হয় ঐতিহাসিক উপন্যাসের প্রতি চির অশ্রদ্ধা থেকে যেত। আর আবুল আসাদ এর সাইমুম সিরিজ ভুলবার নয়। আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি কিশোর তরুন ইসলামের প্রতি আকৃস্ট হয়েছে এই সাইমুম সিরিজ পড়ে। যেখানে মাসুদ রানার মত রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার এর পাশাপাশি রয়েছে ইসলামের সরল ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাসে ভুলে যাওয়া ঘটনাগুলির পুনর্উল্লেখ। সাইমুম পেরিয়ে ক্রুসেড এবং আরো কয়েকটি সিরিজ চালু হলেও সাইমুম কে অতিক্রম করতে পারেনি কেউ।গফরতিন গোয়েন্দা থেকে শিকার কাহিনী হয়ে সেবার অনুবাদ এবং কিশোর ক্লাসিক এর মাধ্যমেই প্রথম পরিচিত হই বিশ্ব সাহিত্যের ভিক্টও হুগো, চার্লস ডিকেন্স, এরিক মারিয়া রেমার্ক, হেনরী রাইডার হ্যাগার্ড এবং জুল ভার্ন এর সাথে। সহজ সরল অনুবাদ এবং সল্প দাম এই দুটির সুবিধা না পেলে বিশ্ব সাহিত্যের একটি বড় অংশ সম্পর্কেই বোধ হয় অপরিচিত থাকতাম্ এই জন্য ধন্যবাদ ও চির কৃতজ্ঞতা সেবা প্রকাশনি কে। কো-অপারেটিভ বুক সোসাইটি,বাংলা সাহিত্য পরিষদ এবং প্রীতি প্রকাশনির মাধ্যমে পরিচিত হই নসীম হিজাজীর লেখার সাথে।উপমহাদেশে এই ধরনের ঐতিহাসিক উপন্যাস আর কেউ লিখেননি। ঐতিহাসিক উপন্যাস মানেই ইতিহাস বিকৃত করে মিথ্যাকে প্রচারের যে ঐতিহ্য বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে শুরু করেছিলেন নসীম হিজাজীর উপন্যাসগুলি না পড়লে বোধ হয় ঐতিহাসিক উপন্যাসের প্রতি চির অশ্রদ্ধা থেকে যেত। আর আবুল আসাদ এর সাইমুম সিরিজ ভুলবার নয়। আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি কিশোর তরুন ইসলামের প্রতি আকৃস্ট হয়েছে এই সাইমুম সিরিজ পড়ে। যেখানে মাসুদ রানার মত রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার এর পাশাপাশি রয়েছে ইসলামের সরল ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাসে ভুলে যাওয়া ঘটনাগুলির পুনর্উল্লেখ। সাইমুম পেরিয়ে ক্রুসেড এবং আরো কয়েকটি সিরিজ চালু হলেও সাইমুম কে অতিক্রম করতে পারেনি কেউ"।

আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছিনা। এই প্যারাতে অনেক গুলো কথা চলে এসেছে। তাই আপনার প্রতিটি কথার সাথে শতভাগ একমত। আমিও ছাত্রজীবনে এই প্রকাশনী গুলোর প্রচুর বই পড়তাম। পড়তে পড়তে বইয়ের ঘাটতি পড়ে যেত, তবু্ও আমার পড়ার আগ্রহে ঘাটতি হত না। পড়ার বইয়ের অভাবে পুঁথি, কিসসা, কবিতা, তাবিজের বই, যাদুর বই, রামায়ন, মহাভারত কোনটাই বাদ রাখতাম না। যাক, এ নিয়ে হয়ত আরেকটি লিখা যাবে।

তবে আপনাদের পাশেই, (আপনার বর্ণনা অনুযায়ী ঠিকানার) ১৯৯১ সালে প্রায় ২৪ বছর আগে আমি ক্লাস সিক্সে পড়ুয়া এক অসম্ভব মেধাবী ছাত্রকে পড়াতাম। তাঁর বই পড়ার অসম্ভব আকর্ষন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম! তাঁর পিতা সরকারী সিটি কলেজের প্রফেসর কে প্রশ্ন করে ছিলাম, সে এত তথ্য কোথায় পায়? তিনি বলেছিলেন, আমার পিতা মানে তাঁর দাদার বই পড়ার ঝোঁক ছিল, তাঁর একটি নিজস্ব লাইব্রেরীও ছিল, ছেলেটি স্কুল থেকে এসেই বুড়োদের সব বই পড়তে থাকে! এটাই হল তার একমাত্র 'হবি'। তিনি আরো জানালেন ছেলের জন্য মাষ্টার রেখে সুবিধা করতে পারিনা। তার মারাত্মক মারাত্মক প্রশ্ন গুলো স্যারদের বিব্রত করে, পরে সরকারী কলেজিয়েট স্কুলের গনিতের প্রধান শিক্ষকের মাধ্যমে আপনার সন্ধান পেয়েছি।

আমার যতটুকু মনে পড়ে সে ছাত্রটির নামও হয়ত সবুজ হতে পারে। ইপিজেট এ চাকুরী থাকার কারণে পড়ানোতে আমার সমস্যা হত বিধায় পড়ানো ছেড়েছিলাম। তবে বিদেশ থেকে দেশে গিয়ে একবার খবর নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি তাছাড়া ভাবলাম আমার কথা তাদেরও মতে থাকবে কিনা জানিনা!

আমার এখনও পরিষ্কার মনে আছে ছাত্রটি আমাকে প্রথম দিন দুটো প্রশ্ন করেছিল:

১. মুসোলী কে ছিলেন (মুসোলিনী নয়)?
২. স্ক্রু-ডাইভারের বাংলা নাম কি?
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
127859
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
127872
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনিই সেই শিক্ষক! সবুজ ভাই আপনাকে এখনো স্মরণ রেখেছেন, গত প্রায় তিন মাস আগে তার সাথে কথা হয়েছিল এবং আপনি যে এক সময় ওনার শিক্ষক ছিলেন তা বলেছেছিলেন। Happy
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২২
129045
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তার মানে লোকমান ভাই কি বলতে চাচ্ছেন লেখক সবুজ ভাই নজরুল ইসলাম টিপু ভাইয়ের শিক্ষক ? কৈ সবুজ ভাই তো তা বললেন না । :Thinking
১০
174592
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সব ডিজিটালের দোষ। ডিজিটাল যুগ আইসা বই পুস্তকের উপ্রে মাইনসের মায়া দরদ উইঠ্ঠা গ্যাছে গা।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
127860
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাহলে প্রস্তর যুগে ফিরে যান। বই পড়তে হবেনা।
১১
174605
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপনাকে অভিজ্ঞতা আর জ্ঞানলব্ধ স্মৃতিমালার সাথে কিছু তথ্য উপাত্ত সমৃদ্ধ পোষ্ট, Rose Rose Rose
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
127861
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। আপনার অভিজ্ঞতাগুলি লিখলে আরো ভাল হয়।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
127864
বাকপ্রবাস লিখেছেন : পয়সা ছিলনা বই কেনার, বড়া ভাইয়া কিনতেন,ওনাকে টাকা দিল ঈদের কেনাকাটা করার জন্য, ওনি বই কিনে আসলেন এমন ছিলেন, বই এর প্রতি টানটা আছে, তাই দেশে গেলে সংগে দুচারটা নিয়ে আসি, পড়ার সময় হয়না তাই আপসুস ও লাগে, মাঝের মধ্যে মনে হয় একটা গরে একা চারপাশ বই আর বই, এটা পড়ি ওটা পড়ি এমন দৃশ্য ভাবি মাঝের মধ্যে
১২
174648
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
জেদ্দাবাসী লিখেছেন : পড়ে ভাল লাগলো অনেক ধন্যবাদ।
সম্পাদককে ধন্যবাদ অভিজ্ঞতালব্ধ পোষ্টটি ষ্টিকি করার জন্য।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
127923
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
১৩
174657
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো লেখাটি। আসলে বইয়ের সাথে দিন দিন মানুষের দুরুত্ব বেড়েই চলছে। আমাদের সবাই যদি নিজ নিজ গন্ডির ভেতরেও বই পড়ার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করি তাহলেও কিন্তু বই পাঠকের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
127925
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বই এর সাথে মানুষের দুরুত্ব বৃদ্ধির জন্য ইন্টারনেট কি মোবাইল ফোন দায়ি নয়। বরং দায়ি আমাদের মানসিকতা। ধন্যবাদ।
১৪
174670
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : দারুন বলেছেন!! এক কথায় অতুলনীয়.…
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
127926
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫
174676
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
সিকদারর লিখেছেন : তিন গোয়েন্দা থেকে শিকার কাহিনী হয়ে সেবার অনুবাদ এবং কিশোর ক্লাসিক এর মাধ্যমেই প্রথম পরিচিত হই বিশ্ব সাহিত্যের ভিক্টও হুগো, চার্লস ডিকেন্স, এরিক মারিয়া রেমার্ক, হেনরী রাইডার হ্যাগার্ড এবং জুল ভার্ন এর সাথে। সহজ সরল অনুবাদ এবং সল্প দাম এই দুটির সুবিধা না পেলে বিশ্ব সাহিত্যের একটি বড় অংশ সম্পর্কেই বোধ হয় অপরিচিত থাকতাম্ এই জন্য ধন্যবাদ ও চির কৃতজ্ঞতা সেবা প্রকাশনি কে। আমিও আপনার সাথে স হমত। সেবা না থাকলে কিশোরের সেই সময় দেশি-বিদেশি সাহিত্য অজানা থেকে যেত । আজকালকার ছেলে-মেয়েরা বই পড়ে না ডিস, মোবাইল আর নিত্য নতুন গার্লফ্রেন্ড আর বয় ফ্রেন্ডে তাদের সময়গুলো কেড়ে নিয়েছে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
127928
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। তিন গোয়েন্দা বা মাসুদ রানা পড়তে যারা বলেন ধৈর্য নাই তাদের পক্ষে একাডেমিক বই কিভাবে পড়া সম্ভব। তাই বই পড়ার অভ্যাসের সাথে সাথে লেখাপড়ার মানও নিচে নামছে।
ধন্যবাদ পড়ার ও মন্তব্য করার জন্য।
১৬
174745
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ। আজিকে একুশে বই মেলা থেকে ২টা বই খরিদ করলাম।
ভাই দিন বদলেছে অনেক আলহামদুলিল্লাহ। এখন ইসলামিক বই হাজার হাজার কপি বের হয়। যেমন আবু তাহের মিছবাহ সাহেবের বই। যায়নুল আবেদিন সাহেবের বই।
এক কথায় বাংলায় ইসলামিক সাহিত্যের একটা গনজাগরণ শুরু হয়েছে বলা যায়।
আপনার অভিজ্ঞতা গুলো ভালো লাগলো।
একসময় হুমায়ুন স্যারের বইয়ের জন্য ঘুড়েছি এখন রেহনুমা আপুর বইয়ের জন্য ঘুড়ছি যদিও পাইনি।
ইসলামিক বইয়ের পাঠক সংখ্যা অনেক বাড়ছে।
দোয়া করি এ ধার্ অব্যাহত থাকুক।
সুন্দর পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
128146
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাত্র ২টা...
ইসলামিক বই বের হচ্ছে বেশি কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন বইএর বক্তব্য পড়ে অনেক সময় পাঠক নিজেই বিভ্রান্ত হয়ে যায়। আপনার অভিজ্ঞতাগুলিও যদি লিখতেন ভাল হতো। রেহনুমা আপুর প্রকাশক হলেন আমাদের প্রিয় ব্লগার মাই নেম ইজ খান ভাই। বাংলাবাজারে তার বই পাবেন।
১৭
174748
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : ওহ ভুলো গিয়েছিলাম
Good Luck Good Luck তিন গোয়েন্দার সিরিজ এর কিছু বই আমি পড়ে ভীষন বিরক্ত।
Good Luck Good Luck মাসুদ রানার সিরিজ খ্রাপ লাগেনাই।
Good Luck Good Luck তবে হেজাজী আর আলতামাশ এর বই অনেক ভালো লেগেছে।
Good Luck Good Luck
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
128147
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হ্যাঁ। কারন এখন তিন গোয়েন্দাতে অ্যাডভেঞ্চার এবং ডিটেকটিভ বই এর বদলে ফ্যান্টাসি আর হরর বই বেশি। তবে এর মধ্যেও কিছু ভাল বই বের হচ্ছে মাঝেমাঝে। নসীম হিজাজি এবং এনায়েতুল্লাহ আলতামশ এর বই অবশ্যই ভাল। আরবী ভাষায় অনেক উন্নত সাহিত্য রয়েছে। আমাদের দেশে কেউ এগুলি অনুবাদের উদ্যোগ নিচ্ছেন না। দুটি সুন্দর মন্তব্য এর জন্য আপনাকে ধন্যবাদ।Surprised
১৮
174798
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৫
egypt12 লিখেছেন : সবুজ ভাই আপনার বর্ণনাত্মক লিখাটি ভালো লেগেছে এবং আপনার বই পড়ার নেশা দেখেও খুশি হলাম...বাংলাদেশ থেকে জ্ঞানচর্চা উঠে যাচ্ছে বলেই এদেশের পরিচালক এখন অজ্ঞ ও মূর্খরা...এর মাসুল আমরা পদে পদে দিচ্ছি এবং দেব।

আমার আল্লামা সাইদি সাহেবের মাহফিল ও আরও কিছু ছোট-খাট বই মেলার অভিজ্ঞতা থাকলেও বাংলা একাডেমীর অভিজ্ঞতা একদম নেই। তবে আমার বাবার বই কারনে আমাদের বাসায় যে পরিমান বই আছে সেজন্য আমি ব্যক্তিগতভাবে তেমন বই কিনিনি বললেই চলে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
128148
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার আব্বা কিনেছেন তাই আপনি কিনেননা ঠিক আছে। তবে যদি আপনি সারা জীবন নাই কিনেন তাহলে আপনার সন্তান কিন্তু বই কিনতে শিখবেননা!!!
ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
128212
egypt12 লিখেছেন : খারাপ বলেননি...দেখি বিয়ের আগেই বই কেনার চর্চা শুরু করতে হবে Love Struck
১৯
174807
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৮
বিদ্যালো১ লিখেছেন : Vai, 'boi kena ' akta golpo monehoi porechilam. Amar bashai boi o akta ache.

jati hishebe amader unnoti vul kore vul vabe hocche. Rongin kagoje murano fafa jati.

hope 1day it will be changed In Sha Allah
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
128149
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : "বই কেনা" সৈয়দ মুজতবা আলির প্রবন্ধ। একসময় এইচএসসির সিলেবাসে ছিল। সেখানোই তার বিখ্যাত উক্তি "বই কিনে কেউ দেউলে হয়নি" লিখেন তিনি। আপনি সেখানেই এই ঘটনাটা পরেছিলেন। আমিও আশাবাদি কিন্তু তার জন্য চেষ্ট থাকতে হবে। ধন্যবাদ।
২০
174851
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৩
আহমেদ নিজামী লিখেছেন : অনেক ধণ্যবাদ, ইন্টারনেট -মোবাইল এর দৈারাত্ম্য শুরু হওয়ার ঠিক আগের সময়টতে তরুণদের বেড়ে ওঠার ধরণটাকে খুব চমতকার করে তুলে এনেছেন।আপনার সাথে একজন লেখকের নাম শেয়ার করতে চাই, তিনি ঐতিহাসিক উপন্যাস লিখতেন <আনিস সিদ্দিকী>তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্য ছিলো 'যখন আমি রানী ছিলাম, 'মোগল হেরেমের অন্তরালে' বই গুলো কি কোন প্রকাশনী পুন:প্রকাশ করেছে?বা বাজারে কি বইগুলো পাওয়া যায়? ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৪
128150
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। মোবইল ইন্টারনেট এর জন্য দায়ি নয় দায়ি আমাদের মানসিকতা। আনিস সিদ্দিকীর বই গুলি "আনিস সিদ্দিকী রচনাবলি" নামে ঐতিহ্য প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে। সম্ভবত ৫ খন্ডে। বাংলা একাডেমি বই মেলায় ঐতিহ্য এর ষ্টল অাছে সেখানে পেতে পারেন।
২১
174894
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগের বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য হতে বুঝতে পারি- ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনার ব্যাপক পড়াশোনা রয়েছে।
‘বই কিনে দেউলিয়া হওয়ার ভয়ে আমরা এখন জাতিগত ভাবেই দেউলিয়া হয়ে যাচ্ছি বই না কিনে ও না পড়ে।’- সত্যিই দুঃশ্চিন্তার বিষয়।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
128152
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য। বইএর পাঠক বৃদ্ধি র জন্য চেষ্টা চালাতে হবে সবাইকে।
২২
174979
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর লেখার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপাতত: ব্যস্ততার কারণে পরে পড়ার ইচ্ছা রইলো।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
128286
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না পড়েই বুঝে ফেললেন লেখা সুন্দর এবং ধন্যবাদযোগ্য!!!
:Thinking :Thinking
তবুও আপনাকেও ধন্যবাদ।
২৩
175036
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
128287
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
২৪
175151
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
বিদ্যালো১ লিখেছেন : majhe majhe Bangladesh Co-operative Book Society ( ctg Johur hokers market) er upore te jawa hoi. Akbar khub onurudh korechilo 'Vai , amader kichu pathok denna.' kothatai onek kosto chilo. Tader boigulo valo maner , daam o tulona mulok kom. Kintu pathoker ovabe akti valo prokashoni mrito prai.
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
128463
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কো-অপারেটিভ বুক সোসাইটির প্রকাশিত বই গুলি যেকোন বিচারে মানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে। আমিও সেখানে আগে প্রায়ই যেতাম। এখন কো-অপারেটিভ বই প্রকাম কমিয়ে দেওয়ায় বইমেলা বা অন্য কোথাও থেকেই বই সংগ্রহ করি।
ধন্যবাদ পড়ার জন্য।
২৫
175219
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার অভিজ্ঞতা থেকে প্রকশানা সম্পর্কে কিছু জানলাম! সাইমুুম ক্রুসেড পড়ার সৌভাগ্য হয়েছিল এই অধমের...
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
128464
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু এই দুইটা সিরিজ....
আরো বেশি বই পড়ুন।
ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
128504
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ধুর কি যে বলেননা, শুধু দুইটা বই?...
২৬
175311
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : পড়ে ভাল লাগলো অনেক ধন্যবাদ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
128642
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২৭
175370
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১১
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
128643
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২৮
175430
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
আইমান হামিদ লিখেছেন : অনেক বেশি তথ্য নির্ভর এবং বিশ্লেষণধর্মী পোস্ট।

আমি একুশে বই মেলায় জীবনে একবারই গিয়ে ছিলাম তাও ২০০৮ সালে।
যেহেতু চট্টগ্রামেই কেটেছে জীবনের অধিকাংশ সময় তাই খুব বেশি একটা সুযোগ পাইনি
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
128762
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। একুশে বই মেলায় না গেলেও বই নিশ্চই কিনেছেন ও পড়েছেন।
২৯
175798
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার হৃদয়্ স্পর্শী লেখাটি তিনদিন আগে পড়েছি।
সময়াভাবে মন্তব্য করা সম্ভব হয়নি ।
খবই ভাল মানে একটি লেখা । নতুনরা লেখা থেকে অনেক কিছুই জানতে পারবেন বলে আমার বিশ্বাস ।
সহজ কথায় বলতে গেলে প্রিয় ভাই নজরুল ইসলাম টিপু ভাইয়ের মন্তব্যের সাথে আমি একমত ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ । আরো লিখুন ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
129279
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
এতদিন পরে হলেও মন্তব্য করার জন্য!!!
আপনার ভ্রমন কাহিনী কই???
৩০
205449
১০ এপ্রিল ২০১৪ রাত ০১:২০
কেলিফোরনিয়া লিখেছেন : আপনার বই পড়ার অভ্যাস গড়ে উঠার গল্প টা মনে ধরেছে।
কিছুক্ষণের জন্য শৈশবে ফিরেছিলাম। Good Luck
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
154482
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
শৈশবে শুধু ফিরে গেলে চলবে না। বইকিনা এবং পড়ার অভ্যাস টা বজায় রাখতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File