"সপ্নভ্রমন জেরুসালেম"

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ০৫ মার্চ, ২০১৭, ১২:০৫:০১ রাত

”জেরুসালেম”

বাংলাদেশে অতি পরিচিত শব্দ। প্রতিদিন রক্তস্নাত ফিলিস্তিন এর খবর প্রতিটি মিডিয়াতেই আসে। আর রাসুল(সাঃ) এর মেরাজ এর সময় উর্দ্ধে আরোহন এর স্থান হিসেবে ছোটবেলা থেকেই প্রায় প্রত্যেক মুসলিম এর পরিচিত নাম।

বৃটিশ আমলে শেখ আবদুল জব্বার এর লিখা “বায়তুল মুকাদ্দাস এর ইতিহাস” এর পর পৃথিবীর তিনটি প্রধান একেশ্বরবাদি ধর্মের অন্যতম কেন্দ্রস্থল বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেম সম্পর্কে আর কোন বই বাংলায় রচিত হয়নি অনেকদিন। অনেকদিন পর এই অভাব পূরন করলেন শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক Bulbul Sarwar তার “সপ্নভ্রমন জেরুসালেম” এর মাধ্যমে।

বইটি শুধু একজন পর্যটক এর দৃষ্টিতে লিখা নয়। জেরুসালেম এর দেওয়াল এর অভ্যন্তরে। কুব্বাতুস সাখরা কে কেন্দ্র করে এর প্রধান অংশগুলি তথা আল-আকসা মসজিদ, সেপালসার চার্চ সহ সকল স্থাপনার ইতিহাস নিয়ে লেখক যেন সময় পরিভ্রমন করেছেন। জেরুসালেম প্রসঙ্গে এখানে এসেছে প্রথম বিশ্বযুদ্ধ, জ্যাক দ্য রিপার প্রসঙ্গ ও জেনারেল ওয়ারেন, সুলতান সুলায়মান আলিশান এবং ইব্রাহিম (আঃ) থেকে শুরু করে অনেক নবী-রাসুল এর সম্পর্কে আলোচনা। লেখক রাজনীতি আর কূটনিতির বাইরে এক মানবিক ইতিহাস খোঁজার ও চেষ্টা করেছেন জেরুসালেম এর কফি হাউসের পরিচারিকা কিংবা গাইড এর দৃষ্টি থেকে। লেখক এর সাথে পাঠক রাও যেন সময় এর সীমা পার হয়ে ইতিহাস এর সাগরে ডুবে গেছেন। যুক্তি আর বিশ্বাস এর দ্বন্দ এর মাঝে এক মানবিক দলিল হয়ে উঠেছে ”সপ্নভ্রমন জেরুসালেম”।

চমৎকার লিখার মধ্যেও কয়েকটি বিষয়ে অপুর্ন বলে মনে হতে পারে পাঠকের। আধুনিক জেরুসালেম তথা ১৯৪৮ সালে ইসরাইল এর প্রতিষ্ঠা ও ১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক জেরুসালেম দখল এর ইতিহাস আরেকটু বিস্তারিত আলোচনা করলে ভাল হতো। ইহুদি যিলট বিদ্রোহ এবং রোম সম্রাট টাইটাস কর্তৃক জেরুসালেম ধ্বংস করার বিষয়টি ও মনে হয় আরো বিস্তারিত হলে পাঠক এর জন্য ভাল হতো। জেরুসালেম এর বিভিন্ন স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে পারা এই বইটির অন্যতম শিক্ষনিয় বিষয়। বিশেষ করে অনেকে মধ্যেই আলআকসা মসজিদ এবং কুব্বাতুস সাখরা বিষয়ে ভুল ধারনা আছে। সাধারন ভাবে যে সোনালি গম্বুজকে অনেকেই আল আকসা মনে করেন সেটা আসলে কুব্বাতুস সাখরা। অনেকে আবার এটাকে শুধুই মনে করেন টেম্পল মাউন্ট একটি খৃষ্টান উপাসনালয় বলে। যদিও প্রকৃতপক্ষে এটা উমাইয়া খলিফা আবদুল মালিক এর তৈরি একটি মসজিদ। যেটাকে প্রথম ক্রুসেড এর পর নাইট টেম্পলার রা বানিয়েছিল তাদের ঘাঁটি।

চমৎকার শিক্ষনিয় বইটি সবাই সংগ্রহ করুন এবং পড়ুন। ইতিহাস আর বিশ্বাস এর এক অপরুপ চিত্রে আপনার চিত্তকে দোলা দেবে সন্দেহ নেই।

বিষয়: বিবিধ

১৭২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382109
০৫ মার্চ ২০১৭ রাত ১২:৫৭
সন্ধাতারা লিখেছেন : Salam....fantastic description mashallah. I do wish to read this book inshallah. Jajakallah
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৪৯
315877
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম। দেশে আসলে অবশ্যই সংগ্রহ করবেন।
382112
০৫ মার্চ ২০১৭ রাত ০১:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫০
315878
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
382127
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইনশা আল্লাহ্‌, পড়ার চেষ্টা করব।
জাযাকাল্লাহু খাইর
০৬ মার্চ ২০১৭ সকাল ১০:৪২
315908
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
382226
১৪ মার্চ ২০১৭ দুপুর ০১:১৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সুন্দর একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আগামিতে দেশে আসলে কোন কোন বই কিনবো তা এখন থেকে লিস্ট করে রাখতেছি।
১৪ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১২
315984
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। কিনে নিয়ে যাবেন অবশ্যই!
384168
০৯ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি একা পড়লে হইব? পাঠিয়ে দিন/নিয়ে আসবেন বরাবর! ধন্যবাদ...
১২ অক্টোবর ২০১৭ রাত ১০:৩৭
316924
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রকমারি.কম অাছে!! বাতিঘর ও আছে!! পড়ে নিন!
১৭ অক্টোবর ২০১৭ রাত ০৮:০৬
316953
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওসব বলে লাভ নেহি!
২৩ অক্টোবর ২০১৭ রাত ০৮:০৬
316990
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাইেল িক বলব????
২৩ অক্টোবর ২০১৭ রাত ০৮:০৭
316991
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাইেল িক বলব????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File