সাম্প্রদায়িক দাঙ্গার দেশ ইন্ডিয়ান দুতাবাসের কর্মকর্তাদের হঠাৎ এত লাফালাফি কেন? দেশের গুপ্ত হত্যার সাথে কি ইন্ডিয়া জড়িত?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১০ জুন, ২০১৬, ১০:৫০:০৩ রাত



এত হাই প্রোফাইল হিন্দু থাকতে আইএস কেন হিন্দু মুদির দোকানীকে কোপাবে? নিহত ব্যক্তি হিন্দু হলে মিডিয়ায় এত হইচই কেন? হিন্দুরাতো বাংলাদেশের নাগরিক তাহলে ধর্মনিরপেক্ষ ইন্ডিয়ান দুতাবাসের কর্মকর্তারা কেন সেখানে ছুটে যাচ্ছেন? কেন সামান্য একজন দুতাবাসের কর্মকর্তা কুটনৈতিক ভাষায় প্রধানমন্ত্রীকে 'ব্যবস্থা' নেওয়ার নির্দেশনা দিচ্ছেন?



ইন্ডিয়া পৃথিবীর অন্যতম সাম্প্রদায়িক দাঙ্গার দেশ। শত শত মুসলমান হত্যার জন্য ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'গুজরাটের কষাই' হিসাবে পরিচিত। গরু বিক্রির জন্যও ইন্ডিয়ায় মানুষকে প্রকাশ্যে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়।



এই অসভ্য দেশের দুতাবাসের কর্মকর্তারা হঠাৎ হিন্দুদের নিয়ে এত প্রতিক্রিয়া দেখাচ্ছে কেন?

বিষয়টি খুবই পরিস্কার, একটি সুদুরপ্রসারী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে 'র' এসব টার্গেট কিলিং করছে?

২০৪১ সালের মধ্যে ইন্ডিয়ার অংশ করতে বাংলাদেশকে আভ্যন্তরীনভাবে দুর্বল করতে হবে। সাম্প্রদায়িক হানাহানি বাধাতে পারলে সংখ্যালঘু হিন্দুদের রক্ষার দোহাই দিয়ে বাংলাদেশে সৈন্য পাঠানোর সুযোগ পাওয়া যাবে। অথবা এমন হবে তাদের দালাল সরকারই জঙ্গি দমনের অজহাতে তাদেরকে এদেশ দখলের আমন্ত্রন জানাবে। ইতোমধ্যেই দেশের ব্যবসা-বাণিজ্য, মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গন, পুলিশ বিভাগ, প্রশাসন সবখানেই উনারা উনাদের লোক সেট করা সুতরাং দেশটা দখল করতে খুব অসুবিধা হবে না।

বিষয়: বিবিধ

৬০৫৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371649
১০ জুন ২০১৬ রাত ১১:০১
মোঃ কবির হোসেন লিখেছেন : জাতি গত নিধন আমার বিবেক বিরুদ্ধ,আমি তার নিষ্পত্তি চাই।ধন্যবাদ।ভাল থাকবেন।শুভেচ্ছা জানবেন।
১১ জুন ২০১৬ রাত ১২:০২
308393
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
371656
১১ জুন ২০১৬ রাত ১২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিন্দুদের তাদের নাগরিক মনে করে ইন্ডিয়া।
১১ জুন ২০১৬ রাত ০৩:২৯
308404
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : নাকি ওদের এজেন্ট ছিল?
371674
১১ জুন ২০১৬ সকাল ০৯:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

একেই বলে দাদাদের দাদাগিরি!

চমৎকার বলেছেন।
১১ জুন ২০১৬ সকাল ১১:০১
308428
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ। দাদাগিরি বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে।
371679
১১ জুন ২০১৬ সকাল ১০:৩০
হতভাগা লিখেছেন : ইতালী , জাপান ও সৌদির লোকেরা মারা গেলে তাদের দেশ থেকে ডিপ্লোম্যাটরা আসলো । তাহলে ঐ পুরোহিত কি ভারতের লোক ছিল ?
১১ জুন ২০১৬ সকাল ১১:০০
308426
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর বলেছেন। ধন্যবাদ।
১১ জুন ২০১৬ সকাল ১১:০১
308427
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর বলেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File