মত প্রকাশের স্বাধীনতা মানে কি? নাস্তিক বনাম আস্তিক

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০৮:৪৭ রাত



'মত প্রকাশের স্বাধীনতা' এ ব্যাপারে বেসিক 'ল' হলো 'You can extend your hand but it will not touch others nose' অর্থাৎ আপনি আপনার হাত প্রসারিত করতে পারবেন কিন্তু এটা অন্যের নাক স্পর্শ করতে পারবে না। মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি কাউকে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে গালি দিবেন, কাউকে মিথ্যা অপবাদ দিবেন, কারও বিশ্বাসে আঘাত করবেন। দুঃখজনক হলেও সত্য নাস্তিকরা এ ব্যাপারে অত্যন্ত পারঙ্গম। আস্তিকরা বিশ্বাস করে, 'পরচর্চা', 'পরনিন্দা' করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, তাই এসব থেকে বিরত থাকে কিন্তু নাস্তিকরা ব্যঙ্গ চিত্র, ব্যঙ্গ কার্টন, অশ্লীল বই ইত্যাদের মাধ্যমে মানুষকে আঘাত করেই চলেছে। আস্তিক সব সময় শালীন এবং পবিত্র আর নাস্তিক অত্যন্ত নোংরা আর কুরুচিপূর্ণ।

বিষয়: বিবিধ

১৬৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359772
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। নাস্তিকরা এই মত প্রকাশের স্বাধিনতার নাম দিয়ে অন্যদের গালাগালি করার সুযোগ নেয়।
359952
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : কেউ মুখে দক্ষ তো আবার কেউ হাতে দক্ষ । স্বাধীনতা দিতে হলে উভয়কেই দেওয়া উচিত যে যেটাতে দক্ষ।
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২০
298483
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File