বৈধ বনাম অবৈধ

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৩ জানুয়ারি, ২০১৬, ০৭:১৮:০৮ সন্ধ্যা

আওয়ামী লীগের মুখেই আজ বাংলাদেশে রাজনীতি .সমাজ নীতি কিংবা বিদ্যমান সংবিধান বিষয়ে বৈধ বা অবৈধ বিষয়ক বক্তব্য দিতে দেখা যায় | তাদের মতে কেবল মাত্র তারা যা করবে বা বলবে তাই বৈধ আর তাদের অপকর্মের বিরোধিতা যারা করবে তারাই অবৈধ |তাদের এই গোয়ার্তুমির সমীকরণে পরে আজকের বাংলাদেশে মাওলানা ভাষাণী;শেরেবাংলা ' কিংবা এ ধরনের বহু সভ্যসাচী রাজনৈতিক নেতার দর্শন অবৈধ |কেবল শেখ মুজিবের দর্শনই বৈধ |

কিন্তু আমি মনে করি মধ্যপ্রাচ্যে ইসরাইলের মত অবৈধ রাষ্ট্রের জন্মদাতা যেমন আমেরিকা .তেমনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মদাতা হচ্ছে ভারত | এইদেশে বৈধ অবৈধ এর মাপকাঠি ও তারাই নির্ধারণ করে দিচ্ছে | এদেশের রাজনীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদেশের মানুষের হাতে নেই |আমি তাই বার বারই বলে থাকি আমরা আসলেই স্বাধীন নই।বাংলাদেশের কথিত এই স্বাধীনতা নিয়ে আমার তাই বিন্দুমাত্রও গর্ব নেই | শয়তান রাষ্ট্র ভারতের দয়ার দান এই স্বাধীনতা আমার কাছে ভয়ঙ্কর এক অভিশাপ ছাড়া আর কিছুই না |

আমি আরও মনেকরি আওয়ামী লীগ যারা করে তারা হিন্দু আর নাস্তিকদের জীবনাদর্শকেই মানব জীবনের জন্য সবচেয়ে উত্তম মনে করে |তাই তাদের দ্বারা ইসলাম ;মুসলমান কিংবা ইসলামী জীবন আদর্শের কোন উপকারই হতে পারে না |সুতরাং ইসলামের দৃষ্টিতে তারাই অবৈধ |

বিষয়: রাজনীতি

৯৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357492
২৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : সহমত৷ আল্লাহ সকলকে মুমিন হবার তৌফিক দিন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File