পূরোনো বারান্দায় একদিন
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৬:২০ রাত
স্মৃতির পাতা থেকে
কুড়িয়ে নেওয়া একটি বিকেল,
মুছে যাওয়া আবিরে স্নাত হওয়া ক্ষণে
একবার পিছু ফিরে দেখি।
স্বপ্নের পালক গুলো উড়ে যায় দূরে,
দৃষ্টির সব সমিা ছাড়িয়ে-
নতুন পোশাকে ফের নিজেকে সাজাই,
পূরোনো বারান্দায় দাঁড়িয়ে।
বিষয়: সাহিত্য
৩৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন