প্রতিশ্রুত চাল, বিদ্যুৎ, সুষ্ঠু নির্বাচন দে হারামজাদা, নইলে ক্ষমতা ছাড়

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ অক্টোবর, ২০২৩, ১০:১৩:৫২ রাত

ক্ষুধার্ত উদর প্রিয় মানচিত্র খাবে চিবিয়ে চিবিয়ে

একদা শপথ দীপ্ত হয়েছিল মন সেই অঙ্গিকারে।

বিস্মৃত চাদরে ঢাকা সেই দিনগুলি একই শকটে

ফিরেছে আবার আরো নৃশংস, বর্বর হন্তারক বেশে।

ভোট ডাকাতির দুটো নির্বাচনে গড়া অবৈধ শাসনে

দুঃসহ জীবন আজ, রক্তাক্ত দেশের সারা অবয়ব ।

বৈশ্বিক রাজনীতির বিভ্রান্ত নীতিতে চাপানো বিকট

দানব স্বৈর শাসন দুই দশকের বিস্তৃত ব্যাপ্তিতে !

স্বাগত সংগীতে তার ঝরে সাতান্নটি প্রিয় রক্ত জবা !

গণতন্ত্রের নেকাবে লুকানো তাদের মহা দুঃশাসন ।

নিকৃষ্ট শাসনে দেশ সজল শ্মশান লাল ক্যানভাসে,

অঙ্কিত গুয়ারর্নিকা দেশের প্রতিটা পলল ইঞ্চিতে |

অলীক প্রতিশ্রুতির ইন্দ্রজাল ঢাকা কুহেলি বেলায়

বায়বীয় উন্নয়ন আতশবাজির ফানুস ওড়ায় ।

এলিভেটেড রোডের নীলাঞ্জনে ঢাকে দুর্বৃত্ত শাসন ,

দেশের আধার চির দূরভিত হবে সে প্রতিশ্রুতিতে ।

বিদ্যুৎ ঝলকে লোপাট লক্ষ কোটি টাকা আর্থিক সন্ত্রাসে !

নিয়ন্ত্রণহীন মূল্যে বাজারে ক্রেতার নিত্য দীর্ঘশ্বাস।

দশ টাকা কেজি চাল রূপকথা গল্প নিত্য সদাইয়ে!

ডিমের হালির শোক সংবাদে উন্নয়ন মুখ লুকায়

কল্পিত যুদ্ধের ব্যর্থ বাহানার নৌকা ভাসে অজুহাতে !

লবন আনতে পান্তা ফুরোবার এই সজল বেলায়

উন্নয়ন বাশি বাজে তবুও ভৌরবী রাগে অবিরত,

বাসন্তী আবার বুঝি আসবে ফিরেই এই বাংলাদেশে !

পুলিশি রিমান্ড আর আইনি হত্যার মৌতাতে বিপন্ন

গণতন্ত্রের সকল পদযাত্রা রুদ্ধ সুষ্ঠু নির্বাচন !

অবৈধ শাসনে ওরে দুঃশাসনেরই নীল প্রজাপতি।

ক্রস ফায়ারের ক্রুশ কাটায় ফুটেছে জবা দীর্ঘশ্বাসে

গণতান্ত্রিক বিশ্বের সমর্থন হারা স্বৈর সরকার

গণতন্ত্র হত্যারই লাল খুনে খুঁজে আস্থার স্বজন

বিভ্রান্ত ক্ষমতা গর্বে উল্লসিত এই স্বৈর সরকার

আবারো সাজায় নগ্ন মিথ্যে নির্বাচনী এক ইস্তেহার !

অপশাসনের এই রক্তাক্ত সজল ক্যালিওগ্রাফিতে

ভবিষ্যৎ আঁকার আগে বিদায় হ তোরা হারামজাদা !

প্রতিশ্রুত চাল, বিদ্যুৎ, সুষ্ঠু নির্বাচন দে হারামজাদা,

নইলে ক্ষমতা ছাড় চাইনা তোদের ব্যর্থ প্রশাসন !

বিষয়: বিবিধ

৬৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386932
১৪ অক্টোবর ২০২৩ রাত ০৮:৫১
কাব্যগাথা লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File