পুরো রমজান জুড়ে 'আলোকিত পথ' টিভি প্রোগ্রাম দেখুন মোহনা টিভি ও tbn24 এর পর্দায়

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৯ জুন, ২০১৪, ০৫:১৩:১৮ বিকাল



আলহামদুলিল্লাহ!

ইলেক্ট্রনিক ও টিভি মিডিয়াতে দীনী দাওয়াত পৌঁছে দেয়ার লক্ষ্যে এবারের পুরো রমজান মাস জুড়ে মোহনা টেলিভিশন ও tbn24 টেলিভিশন (উত্তর আমেরিকা ও কানাডায় সম্প্রচারিত) এ 'লাইট হাউজ আলোকিত পথ' নামে একটি টিভি অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

লাইট হাউজ আলোকিত পথ অনুষ্ঠানটি ১ম রমজান থেকে ৩০ রমজান প্রতিদিন বিকাল ৫ টা থেকে ৫:২৫ পর্যন্ত একই সাথে সম্প্রচারিত হবে- আমাদের নিজস্ব ওয়েব সাইট

http://lighthouse24.org ফেসবুকে আমাদের নিজস্ব পেজ

https://www.facebook.com/alorminar24

ইউটিউবে আমাদের নিজস্ব চ্যানেল

https://www.youtube.com/channel/UCFGSdQoHKni7WGfKpkgsQgg এবং মোহনা টেলিভিশনে।

এছাড়াও উত্তর আমেরিক এবং কানাডায় অবস্থানকারীদের জন্য সেখানকার স্বনামধন্য চ্যানেল tbn24.com সম্প্রচার করবে হুবহু অনুষ্ঠান। অনলাইনে লাইভ দেখতে পাবেন:http://www.tbn24.com/?page_id=32

সকলকে দেখার ও মন্তব্য জানানোর অনুরোধ রইলো। সকলের দু'আ প্রার্থী।

'লাইট হাউজ আলোকিত পথ' অনুষ্ঠানের আগামী ৫ দিনের আলোচ্য বিষয় ও আলোচকদের নামের তালিকা-

১ম রমজান

রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস

কর্ণেল (অবHappy আশরাফ উদ্দীন : প্রিন্সিপ্যাল: আরক ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি ঢাকা।

মাওলানা মুহিব্বুল্লাহ বাকী : সিনিয়র পেশ ইমাম : বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

২য় রমজান

মহান আল্লাহর পরিচয় ও ঈমান

শাঈখ মুহাম্মাদ উছমান গণী : আহ্ছানিয়া ইনষ্টিটিউট

সাদিক হাসান খান : সার্ভিটেক মেশিনারি।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

৩য় রমজান :

মিথ্যা, পরনিন্দা, গীবত ভয়াবহতা ও উত্তরণ

ড. আফম খালিদ হোসেন : অধ্যাপক: ওমরগনী এমইএস কলেজ, চট্টগ্রাম।

হাসান মুর্তাজা : সহকারী পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

৪র্থ রমজান

ইসলামে মানবাধিকার

শেখ গোলাম আসগর : এটিভো প্রপার্টিজ লিমিটেড।

মুফতী ইউসূফ সুলতান : ডেপুটি মুফতী: জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

৫ম রমজান

রমজান ও আল কুরআন

মাওলানা মুহিব্বুল্লাহ বাকী : সিনিয়র পেশ ইমাম : বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

কর্ণেল (অবHappy আশরাফ উদ্দীন : প্রিন্সিপ্যাল: আরক ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি ঢাকা।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান,

সকলকে দেখার ও মন্তব্য জানানোর অনুরোধ রইলো।

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239988
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
সুশীল লিখেছেন : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, লেখক, সম্পাদক, প্রকাশক
হুজুর ম্যালা চাপাবাজি দিলেন যে। চাপাবাজি কি হালাল?
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:৫০
186248
মাই নেম ইজ খান লিখেছেন : খালি নেগেটিভ চিন্তা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করুন। Praying Praying Happy>- Happy>-
239996
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
প্রেসিডেন্ট লিখেছেন : লাইট হাউজ এর এ সুন্দর ও ইতিবাচক উদ্যোগ সফল হোক।
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:৫০
186249
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আপনার দু'আ কবূল করুন।

আমীন।
240008
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
ছিঁচকে চোর লিখেছেন : তৌফিক দিলে দেখবো। কিন্তু এই টিভিটাই আমার ডিশে নাই। At Wits' End তবে ইউটিউবে সুযোগ হলে দেখবো।
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
186284
মাই নেম ইজ খান লিখেছেন : আন্তরিক ধন্যবাদ।
240019
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
সন্ধাতারা লিখেছেন : Alhamdulillah it is a great initiative!!
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
186296
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ। Good Luck Good Luck
240034
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
৩০ জুন ২০১৪ সকাল ০৫:৪১
186348
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
240054
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
ভিশু লিখেছেন : খুব ভালো...Happy Good Luck
৩০ জুন ২০১৪ সকাল ০৫:৪২
186349
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
240087
২৯ জুন ২০১৪ রাত ০৮:০৩
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার আয়োজন।

http://www.guideus.http://www tvHuda TV, http://deen.tv/ এ গুলো পিউর ইসলামী টিভি চ্যানেল।
tbn24 টেলিভিশন, উত্তর আমেরিকা ও কানাডায় সম্প্রচারিত, এটাকে ইসলামী টিভি বলা
ঠিক না।
৩০ জুন ২০১৪ সকাল ০৫:৪২
186350
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার কথার সাথে একমত।

টিবিএন২৪ কে কিন্তু আমি ইসলামিক টিভি বলিনি।
240131
২৯ জুন ২০১৪ রাত ১০:৫৯
ঈগল লিখেছেন : মধ্যখানের ব্যক্তিটি কি মাওলানা ইসহাক খান?
৩০ জুন ২০১৪ সকাল ০৫:৪২
186351
মাই নেম ইজ খান লিখেছেন : তাই তো মনে হচ্ছে!
240408
৩০ জুন ২০১৪ রাত ১০:১২
ঈগল লিখেছেন : ভাই. লুৎফর ফরায়েজী সাহেবেরে স্টাটাসে দেখলাম, আপনার নাকি সালাফি ও হানাফিদের মধ্যে বির্তক অনুষ্ঠান তৈরি করছেন। ভাই, এটা কি ঠিক হবে? এগুলির সমাধান বিগত ১০০০ বছর থেকে হয় নি। সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার অাগ পর্যন্ত হবেও না। তাই, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই ধরনের বির্তক অনুষ্টান তৈরি না করাই ভালো, কারণ আমি এখানে ফেতনার অাশাংকা করছি।
০১ জুলাই ২০১৪ রাত ০১:০৯
186530
মাই নেম ইজ খান লিখেছেন : উনি একটু বেশি বলেছেন। বিতর্ক বা বাহাস নয়। আমরা চাই হানাফী ও সালাফী উলামায়ে কিরাম পাশাপাশি বসার মানসিকতা অর্জন করুন। নিজেদের বিষয়াবলীর আলোচনা দূরে থেকে না করে সামনাসামনি করুন। তাহলে এতে করে উভয়ের দূরত্ব কমে আসবে সামান্য হলেও।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File