নস্টালজিয়া

লিখেছেন লিখেছেন আহসান সাদী ০৪ আগস্ট, ২০১৫, ০৩:৩৫:২০ রাত

অশরীরী শেকলে খুব এঁটো করে বাঁধা

হাত-পা'র অবশেষে অসাড় হয়ে আসা

এবং

মনের ভেতর তুমুল আস্ফালন,

পেছন ফিরে যাবার,

ফেলে আসা সবগুলো অনুক্ষণ

আবার ফিরে পাবার

চিনচিনে ব্যথাটাকেই বুঝি

নস্টালজিয়া বলে!

পলেস্তেরা খসা স্মৃতির পতিত ভুতুড়ে দালানটায়

ফিরে আসি বারবার

বেদনাবিলাসী ভুলে।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333519
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৭
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
333520
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ Rose Rose Rose
333547
০৪ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৫
275792
আহসান সাদী লিখেছেন : তবে ভাই সমস্যা কি জানেন, কবিতার উপস্থাপনা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক চেষ্টা করেও লাইন এবং প্যারা আলাদা করতে পারছি না। লাইনগুলোর মাঝে গ্যাপ বড় বেশী এবং প্যারা আলাদা করার পরেও গ্যাপটা সেই একই রয়ে গেলো। আউটলুক দেখে কবিতাকে তখন আর কবিতা মনে হয় না। পুঁথি টাইপ কিছু একটা মনে হয়। এটা বেশ অস্বস্তির ব্যাপার।

নিয়মিত বেড়াতে আসার জন্যে ধন্যবাদ থাকলো।
333569
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশে অতীত নিয়ে খুব ঘাটাঘাটি হয় । অতীত বর্তমান হয়ে থাকে সদা।
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৮
275794
আহসান সাদী লিখেছেন : ভালো বলেছেন ভাই। অতীতটা ভবিষ্যত গড়ার একটা প্লাটফর্ম। আমরা প্লাটফর্মেই ঘরবাড়ি বানিয়ে বসে আছি। ট্রেন আর আসেই না। আমরাও তাই এগোই না।

অতীতটা তাই বর্তমান হয়ে থাকে সদা।

আপনাকে ধন্যবাদ।
333581
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File